নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য বন্ধু

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯




দুটি লাইন লেখার অনুরোধ তোমার
কিন্তু কি লিখবো বলো ।
এতো বিশাল এক সম্ভাবনাময় পৃথিবী !
কি বিশাল তার ব্যাপ্তি !
সেই তুলনায় আমি বড্ড ক্ষুদ্র এক জোনাকি পোকা ।

কি গান গাইবো বলো? বেদনার ভারে নুয়ে পরা এক
অসহায় পথ যাত্রী , যার ঠিকানা জানা নাই ।
বন্ধু, দু হাত বাড়িয়ে দাও, তোমায় আলিঙ্গন করি
অনন্ত সুখের উত্তাপে ঘর্মাক্ত হই , খুজে পাই নতুন আশার আলো ।
প্রতিটি আলিঙ্গনে আমি খুজে নেব আনন্দ বেদনা
যা আমাকে কাঁদায় ভাবায় নেশার ঘোরে মাতাল করে ।

এসো তবে যুদ্ধের কথা বলি ।
বিগ্রহের গান গাই ।
মৃত সৈনিকের মুন্ড চিরে যে সবুজ বৃক্ষ
মাথা তুলে আছে তার শত আয়ুর কামনা করি ।

কতো কিছুই তো লেখা যায় বলো
কতো গান গাওয়া যায় ।
আমি লিখব গাইবো চীৎকার করে পৃথীবিকে বুঝিয়ে দেব ।
প্রতিটি দাড়ি প্রতিটি কমা আমি পৃথীবির বুকে অংকন করে যাবো
যতক্ষন না কালি শুকায় লিখে যাবো ।
আমি উন্মাদের মতো লিখে যাবো, দেয়ালে ছাঁদে পথে প্রান্তরে ।
আমি লিখবো বন্ধু , আমার সমস্ত অন্তর দিয়ে লিখবো
শুধু তোমার জন্য লিখবো, একটি নতুন ভোর, নতুন শুরুর প্রত্যাশায় ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪

জুল ভার্ন বলেছেন: চমতকার!
লিখুন- শুভ কামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো! ভালো লেগেছে কাব্য।
শুভকামনা জানবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৫

মিরোরডডল বলেছেন:



রানার লেখা ভালো লেগেছে কিন্তু সামান্য কারেকশন আছে।

আসহায় পথ যাত্রী
অসহায় হবে
যা আমাকে কাদায়
কাঁদায় হবে

আনন্দ ফুর্তি বেদনা

এটা ঠিক আছে কিন্তু পুরো লেখার সাথে এখানে ফুর্তি শব্দটা সামান্য বেমানান মনে হচ্ছে, একান্তই আমার কথা বললাম রানা, যারা কবিতা ভালো বোঝে তারা বলতে পারবে।



১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ । অবশ্যই পারে ! আমি ঠিক করে নেব !! আমারো বেমানান লাগছিলো কিন্তু তখন শব্দ জট পাকিয়ে ফুর্তিতেই আটকে ছিলো ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

মিরোরডডল বলেছেন:




দেখা হবে, বন্ধু, নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়ায়
সন্ধ্যার হিমেল হাওয়ায়






১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: একটা সময় পার্থের গান মুড়ি মাখার মতো লাগতো !!! এই প্রজন্ম এখন আর গান গায় না । পুরানো গান বাজিয়েই কাটিয়ে দেয় দিন !! ধন্যবাদ এতো মিস্টি একটা গান শেয়ার করার জন্য !!

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

শাওন আহমাদ বলেছেন: লিখতে থাকুন....

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কবিতার ভাবার্থটা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন গো ভাই

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই!!

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


জোনাকীর আলোতে ভিতরের অন্ধকার দূর হলেও হতে পারে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১

রানার ব্লগ বলেছেন: হলেও হতে পারে। ধন্যবাদ!

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

চারাগাছ বলেছেন:
ভালো লিখেছেন। বরাবরের মত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন
শুভ কামনা সর্বক্ষণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০

ফুয়াদের বাপ বলেছেন: কবিতাটা আবৃত্তিতে অনেক ভালো লাগতো মনে হচ্ছে। আকাঙ্খাগুলো স্পষ্ট, প্রত্যাশাগুলো স্বপ্নীল, অপেক্ষা নতুন এক ভোরের।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

রানার ব্লগ বলেছেন: আবৃত্তি করে আমাকে একটা অডিও ফাইল পাঠিয়ে দিন আমিও শুনি। ধন্যবাদ।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

স্মৃতিভুক বলেছেন: সুখপাঠ্য কবিতা, তবে বানান ভুলের আধিক্য প্রবল।

ভাড়ে নয়, ভারে হবে
পৃথীবি নয়, পৃথিবী হবে
চিড়ে নয়, চিরে হবে

এছাড়াও কবিতায় যতিচিহ্নের অনুপস্থিতি লক্ষণীয়|

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

রানার ব্লগ বলেছেন: অবশ্যই বানান গুলো ভুল আছে ওগুলা ঠিক করা হবে। কিন্তু বাকি যা আছে তা সম্পাদকের জন্য রেখে দিলাম। তৈরী জিনিসের কদর কম।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মৃত সৈনিকের মুণ্ড চিরে যে সবুজ বৃক্ষ
মাথা তুলে আছে, তার শতায়ু কামনা করি।


পুরো কবিতায় আমার কাছে এ কথাটা খুব ভালো লেগেছে।

লিখতে থাকুন। শুভেচ্ছা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত॥
বসন্তে সে হ'ত যখন দাতা
ঝরিয়ে দিতো দু-চারটি তার পাতা॥

- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭

রানার ব্লগ বলেছেন: রবীন্দ্রনাথের কবিতা আমাকে শান্ত করে। প্রচন্ড মন খারাপে রবী বাবু আমাকে তার কবিতা দিয়ে মন ভালো করে দেন।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩২

শায়মা বলেছেন: বাহ! গল্পের মত সুন্দর!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ! অনেকদিন আপনার খাবারের ছবি ওয়ালা পোস্ট দেখি না। ভালো আছেন আশাকরি।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫০

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লাগলো, বাংলাদেশে ডাকটিকেট বেরিয়েছিল ৭৩/৭৪ সনের দিকে, মাথার খুলি ভেদ করে চারা গাছ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! ভালো থাকুন!

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৬০

লেখক বলেছেন: ধন্যবাদ! অনেকদিন আপনার খাবারের ছবি ওয়ালা পোস্ট দেখি না। ভালো আছেন আশাকরি।

খাবারের ছবির পোস্ট আনছি। দুদিন ওয়েট করো। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০০

রানার ব্লগ বলেছেন: দয়া করে একদিন শুভ দিনক্ষন দেখে এক পাতিল রান্না করে টিএসসির মোড়ে এসে আমাদের ডাকুন আমরা নিজ দায়িত্বে থালা নিয়ে চলে আসবো কারন আমরা শেয়াল না দেয়ালও চাটি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.