নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ও হে ! কপট অভিমানী !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩



সব ব্যাপারে তোমার এই খুনসুটি ছেলে মানুষি
আমাকে মাঝে মাঝে খিপ্ত করে তুললেও
অদ্ভুত এক ভালো লাগা সার্বক্ষন ঘিরে রাখে আমায়।
আমাকে রাগিয়ে দেয়ার ছলে তোমার অহেতুক সন্দেহ
শিকারী কুকুরের মতো গন্ধ শুঁকে পর নারীর অস্তিত্ব খোঁজা
শার্টের কলার, বুক পকেটে অন্য কারো স্পর্শের সন্ধান
না পেয়ে কুচঁকে ওঠা কপালের ভাজে আমি যে স্নিগ্ধতা পাই
অতটা কিন্তু বাগান বিলাসও তার রূপে ভোলাতে পারে না আমায় ।

যেদিন তুমি একটুকুও হাসো না, চোখ বড় বড় করে চেয়ে থাকো
প্রদিপ স্যার কে বড্ড মনে পরে আমার ।
এখনি এসে কান মুচড়ে দিয়ে বলবে বসে পর গাধা ছেলে ।
স্কুলের বেঞ্চিতে পড়া না জানা এক অসহায় বালক
যেন অনন্তকাল একপায়ে দাঁড়িয়ে থাকা কোন রাজহংস ।

ইচ্ছে হয় রোজ কারো সুবাস বয়ে নিয়ে যাই তোমার কাছে
তুমি হন্যে হয়ে খুজে বেড়াও সেই সুবাসিনীর পরিচয়
সেই ছলে আমায় জড়িয়ে কাঁদো হাসো কপট রাগে এলিয়ে পর বিছানাময়
যেমন করে ময়ূর পেখম মেলে সন্ধ্যার আকশে সুর্যের লালিমা মেখে ।
আর আমি ছুঁয়ে দেখি বুজে থাকা চোখের শিশির কনা ।
কোমল নরম জবার লালিমায় রঙিন অভিমানী ঠোঁটে ডুবে যাই পরম শান্তিতে ।



ছবি

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: একজন কবির সব দুঃখ থাকে তার বুকের মধ্যে চাপা। নির্জনে সেই দুঃখ মুক্তি পায় শব্দ সমাহারে কিংবা সুরে। 'ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।' চাবি ভাঙ্গলে কি ঘর খোলা যায়? ঘর খুলতে গেলে ভাঙ্গতে হয় তালা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬

রানার ব্লগ বলেছেন: আগেকার দিনে চাবি ভাঙ্গা বলতে নতুন চাবি গড়া বোঝাতো । আমি আমার নানু কে বলতে শুনেছি হাট থেকে চাবি ভেঙে এনে তালা খোলা হয়েছে । কবির সুখ দুঃখ বুঝতে হলে কবির মনের ঠাই পেতে হবে। আর সেটা সম্ভব না। জমজম কুপের মতো অতল সে কুপ !!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৭

জুল ভার্ন বলেছেন: কবিতা খুব ভালো লাগলো!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

খায়রুল আহসান বলেছেন: কপট অভিমানীকে নিয়ে কবির ইচ্ছে ও অনুভূতিগুলোর অকপট প্রকাশ ভালো লেগেছে।
কবিতায় প্লাস। + +

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৩

শায়মা বলেছেন: আহা অভিমানিনী! :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

রানার ব্লগ বলেছেন: আহা!! :D

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

শেরজা তপন বলেছেন: বেশীরভাগ কবিতা এড়িয়ে চলি- আপনি লিখেছেন দেখে পড়লাম।
ভাল লেগেছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

রানার ব্লগ বলেছেন: যাক একজন কে কবিতার প্রতি আকৃষ্ট করতে পারলাম। পড়ার জন্য ধন্যবাদ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

নেওয়াজ আলি বলেছেন:
একটা চমৎকার কবিতা পাঠ করলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!!

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:




অবিশ্বাস যদি বাসা বাঁধে, উহার সমাধান দরকার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৩

রানার ব্লগ বলেছেন: সম্পর্কে অবিশ্বাস খুবই খারাপ অসুখ!

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন। জয় বাংলা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

রানার ব্লগ বলেছেন: আপনি ও ভালো থাকুন। জয় বাংলা!!

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা ভালো লেগেছে।

একটা বানান নিয়ে খটকা আছে। সার্বক্ষণ না-কি সর্বক্ষণ বানানটা? আমি সঠিক জানি না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.