নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মন মানুষের গল্প

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৬



মন ছুইলেই তুমি আমায় ছুঁতে পারবে
এমন যদি ভেবে থাকো, তো জেনে রাখো
মনের দিশা আর আমার দিশা এক নয়।
মন সে তো উড়াল পক্ষি যার সীমানা জানা নাই
সে তো উড়ে বেড়ায় সীমান্ত থেকে অনন্তে
কিবা দিন কিবা রাত্রী সময়ের পাবন্দি তার বাধা হয়ে দাঁড়ায় না
কিন্তু আমি, আমি প্রাচীরে বন্দী এক আসামী
যার জানা নাই তার অপরাধের ফিরিস্তি।

মনের খোঁজ তুমি পেতেই পারো, হয়তো তুমি জানো সেই মন্ত্র
যা দিয়ে মন কে করবে বশীভূত
মনের অলিগলি হয়তো তোমার নখদর্পণ
তুড়ি বাজালেই হয়তো খুলে যায় অজানা গ্রন্থের কোন এক পর্দা।
কিন্তু এই আমি, আমি তো কোন হাজার পাতার সমুষ্টি নই
আমাকে তো বিশাল কোন উপন্যাসের মতো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া যায় না।
কিংবা অতিন্দ্রীয় কোন মায়া জালে বন্দী করে যাদুর কাঠি রুপার কাঠির
গানিতিক মন্ত্রে ঘুম পাড়িয়ে রাখা যায় না অনন্তাকাল।

আমি বন্দী আমারি সমাধিতে। যেখানে হিমশীতল বায়ু এসে
বিষাক্ত কার্বন ডাই অক্সাইড হয়ে নিঃশ্বাস জমিয়ে দেয়।
বর্তমান যেখানে অতীতের ছায়ায় কানাঘুসা করে
ভবিষ্যত কেবলি তামাশা মনে হয়। সেই আমি বা আমাকে তুমি বুঝবে কি করে।

ভাবছো মন পেয়েছো মানুষ তো এমনিতেই পেয়ে যাবে।
মন আর মানুষ এক নয়।
মনের দিশা তুমি পেতে পারো মানুষের নয়।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রানা ভাই, কবিতাটা পড়তে খুব ভালো লেগেছে। কিন্তু বক্তব্য নিয়ে দ্বিধান্বিত। কাউকে পেতে হলে তো তার মনই পেতে হবে। মন না পেলে শরীরে শরীর ডুবে গেলেও তো তাতে প্রকৃত প্রাপ্তি জোটে না।

ইয়ে, বানানের দিকে আপনাকে সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। এত রিচ কন্টেন্টের কবিতায় এত বানান ভুল গ্রহণযোগ্য না।

শুভেচ্ছা রইল।

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। মোবাইলে অনেক বানান ইচ্ছা থাকা সত্বেও ঠিক ঠাক লেখা যায় না। আমি ঠিক করে নেব অবিশ্যই।

২| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: তোমার জন্য গান

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৯

রানার ব্লগ বলেছেন: গান টা চমৎকার! ধন্যবাদ।

৩| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫১

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে। প্লাস।

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



কোন বাণী লুকিয়ে আছে? কবির মনের কথা বুঝতে হলে, পাঠককে কবি হতে হবে!

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২০

রানার ব্লগ বলেছেন: চেষ্টা করে দেখুন হয়ে যেতেও পারেন। মনে হয় না খারাপ কিছু হবেন। ধন্যবাদ।

৫| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


মন নিজের হলেও,মন আপন হতে পারে না।

২৬ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

রানার ব্লগ বলেছেন: হ্যা এটাও সম্ভব।

৬| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৪১

সোনালি কাবিন বলেছেন: নাকি, মানুষকে হয়ত পুরোপুরি পাওয়া সম্ভব, মনকে নয়?

২৬ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

রানার ব্লগ বলেছেন: উল্টাটাও হতে পারে। মন পাইলেন কিন্তু শরীর পাইলেন না বা মানুষ টা কে পাইলেন না।

৭| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৮

কামাল১৮ বলেছেন: মন কে দেহ থেকে বিচ্ছিন্ন করবেন কি করে।দেহের বাইরে আসলেই কি মনের কোন অস্তিত্ব আছে।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: খুজলেই পাবেন। খুজুন।

৮| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪১

স্মৃতিভুক বলেছেন: ওহে @ রানার ব্লগ, যেহেতু কবি হওয়ার চেষ্টা করছেন, সেহেতু বলতেই হয় যে বানান ভুলের দিকে একটু নজর দিলে হয়না?

ছুতে নয় ছুঁতে
সিমানা নয় সীমানা
সিমান্ত নয় সীমান্ত
‘পাবন্দি' কি জিনিস বুঝলাম না
খোজ না খোঁজ
বশিভূত নয় বশীভূত
অলীগলি নয় অলিগলি
সমুষ্ঠি নয় সমষ্টি
খুটিয়ে নয় খুঁটিয়ে
পারিয়ে নয় পাড়িয়ে
হিমশিতল নয় হিমশীতল

আশাকরি অক্ষমক্রোধে এখন দাঁত কিড়মিড় করছেন না, করলেও লাভ নেই হে “কবিপ্রবর”|

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: আমি এর উত্তর সবার আগে দিয়েছি। মোবাইলে কিছু টাইপ করলে অনেকক্ষেত্রে বানান ঠিকঠাক মতো লেখা যায় না বা আমি পারছি না।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:০০

রানার ব্লগ বলেছেন: পাবন্দির বিভিন্ন অর্থ আছে যেমন নিষেধাজ্ঞা, নিয়ম কানুন, বাধা নিষেধ ইত্যাদী

৯| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪৪

ডার্ক ম্যান বলেছেন: কিছু দিন আগে আপনি সম্ভবত নাটক নিয়ে পোস্ট দিয়েছিলেন।
সেটা কি সরিয়ে ফেলেছেন??

২৭ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৬

রানার ব্লগ বলেছেন: জ্বী, বিশেষ কারন বশতো সরিয়ে নিয়েছি।

১০| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৭ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

১১| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ৩:৫০

কামাল১৮ বলেছেন: একবারতো কেটে চিরে তন্ন তন্ন করে দেখলাম।কোথাও পেলাম না।অবশ্য মাথায় থাকতে পারে।মাথা কেটে দেখা হয় নাই।মানুষের ধারণা,বুকের ভিতর খাকে।আপনার ধারণা,কোথায় থাকে।স্থানটাতো বলুন খুঁজে দেখি।

২৭ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৭

রানার ব্লগ বলেছেন: মানুষের ধারন চিন্তা বোধশক্তি মাথায় থাকে।

১২| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রেরণা কবি দা
ভাল থাকবেন----------

২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫০

নীল আকাশ বলেছেন: ছন্দ আর মাত্রা মিলিয়ে লিখলে পাঠকের জন্য পড়তে সুবিধা হয়।
কবিতা আরো লেখার ইচ্ছা থাকলে এই দুইটা জেনে নিলে ভালো হবে।

২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৫| ০২ রা এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৩

ফারহানা শারমিন বলেছেন: সুন্দর কবিতা! আমিও মোবাইল থেকে টাইপ করি। অনেক কষ্ট হয়।

০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ৩:০০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.