নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
যদি সময় পাও একটু বসো ।
সেই একলা দুপুর শ্যাওলা ঢাকা জলের ধারে
ভাঙ্গা সিড়ির পরে । চুপিসারে আসতে যেমন
তেমন করে কোন এক মধ্য গগনে এসো না হয় ।
বুকের পরে তোমার বুকের কাঁপন টুকু
অনুভবের মিস্টি দোলায় দুলিয়ে যেও
তোমার অমন দীঘল চুলে আড়াল করে আমায় রেখ ।
একটু খানি বসে যেও ।
নতুন শাড়ির খসখসানি কানে বাজুক ।
রঙ্গীন চুড়ির রিনিঝিনি, কাঁচা ফুলের সুবাসখানি
ভিষন রকম জড়িয়ে রাখুক
ভিড়ু হাতের মৃদু কাঁপন আমায় খানিক সুখি করুক ।
ডাগর আঁখির কাজল মায়ায় সন্ধ্যা নামুক আমার হাতে ।
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬
রানার ব্লগ বলেছেন: বাস্তবে কেউই আমার হাত ধরার জন্য পুকুর পারে আসে নাই ।
২| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লাগলো। রোমান্সে ভরপুর
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যদি সময় পাও, একটু বসো
সেই একলা দুপুর শ্যাওলা-ঢাকা জলের ধারে
ভাঙা সিঁড়ির পরে। চুপিসারে আসতে যেমন
তেমন করে কোনো এক মধ্যদুপুরে এসো না হয়।
বুকের পরে তোমার বুকের কাঁপনটুকু
অনুভবের মিষ্টি দোলায় দুলিয়ে যেয়ো
তোমার অমন দিঘল চুলে আড়াল করে আমায় রেখো।
একটুখানি বসে যেয়ো।
নতুন শাড়ির খসখসানি কানে বাজুক।
রঙিন চুড়ির রিনিঝিনি, কাঁচা ফুলের সুবাসখানি
ভীষণ রকম জড়িয়ে রাখুক
ভীরু হাতের মৃদু কাঁপন আমায় খানিক সুখী করুক।
ডাগর আঁখির কাজল মায়ায় সন্ধ্যা নামুক আমার হাতে।
খুবই পরিচিত 'খসখসানি' শব্দটা খুবই ভালো লেগেছে
গগন না লিখে দুপুর লিখলে বেশি ভালো লাগে।
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৯
রানার ব্লগ বলেছেন: প্রেমিকার পরনের নতুন শাড়ির খসখসানি শুনতে আমার দাড়ুন লাগে ।
৪| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রেমিকার পরনের নতুন শাড়ির খসখসানি শুনতে আমার দাড়ুন লাগে ।
তা আর বলতে
ডাগর আঁখির কাজল মায়ায় - সম্ভব হলে এ কথাগুলো অন্য শব্দ দিয়ে পালটে ফেলবেন। বহুল ব্যবহৃত শব্দ যত কম ব্যবহার করা যায় তত ভালো, শব্দের নতুন প্রয়োগে নিজের স্বকীয়তা বাড়ে, লেখা প্রাচীনত্বের লেবাস থেকে নতুনত্বের দিকে এগোয়।
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫
রানার ব্লগ বলেছেন:
৫| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা।
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৫
কিরকুট বলেছেন: কবিতা লিখতে হলে অনেক অনেক পড়তে হয়। পড়াশুনা না করে কবিতা লেখার চেষ্টা করাটাই গর্ধভের লক্ষন।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫১
রানার ব্লগ বলেছেন: আপনি কি গর্ধভের রাখাল?!
৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৪
কিরকুট বলেছেন: মাথায় ঘিলু থাকলে কমেন্টের উত্তর না দিয়ে কবিতা খানা মুছে ফেলতেন। আবল তাবল লিখে প্রকাশ করলেন আর কবি হয়ে গেলেন এমন ধারনা করার সাহস পান কি করে?
০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৪
রানার ব্লগ বলেছেন: ধন্যাবাদ!
৯| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৮
আমি সাজিদ বলেছেন: চমৎকার অনুভূতির প্রকাশ।
১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে এই কবিতা লিখেছেন নাকি?
কবিতা সুন্দর হয়েছে।