নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আব্বা

০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:১৩

আজ থেকে ঠিক ১৫ বছর আগে এই দিনে এই সময় আব্বা আর আমি এক সাথে ছিলাম।

এই দিনে অফিস থেকে আধাবেলা ছুটি নেই আব্বা কে ডাক্তার দেখানোর জন্য। আব্বা আর আমি ডাক্তারের ওয়েটিং রুমে বসে অনেক কথা বলছিলাম। আব্বা হঠাৎ করে বললো - রানা তোর কি কাজের অনেক চাপ, তোর চোখ গুলো কেমন যেন লাগছে? আমি আব্বাকে বললাম - আব্বা আমার মনিটরটা অনেক বড় তো তাই মনিটরের আলো টা চোখে সরাসরি পরে তাই চোখের নিচে কালি জমেছে। একথা বলে আমি আব্বার হাতটা ধরে বসে থাকি। আসলে অফিসে কাজের অনেক চাপ ছিল কিন্তু আব্বার সাথে দেখা হবার পর থেকে খুব ভালো লাগছিলো।

সেদিনও এমন মেঘের ঘূড় ঘূড় শব্দ হয়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আব্বা জানে যে আমার মুড সুইং সিন্ড্রোম এর সমস্যা আছে বিশেষ করে ওয়েদার ইনডিউস্ড মুড সুইং সিন্ড্রোম টা আমার আছে। হাসপাতালের ক্যানটিনে খাওয়া দাওয়া শেষ করে আব্বা বললেন - চল একটু রিক্সা দিয়ে ঘুরি। আমিও মানা করি নাই, দুজনে হাত ধরে রিক্সায় বসে ঘুরেছিলাম। খুব ভালো লাগছিলো।

তখন যদি জানতাম এটাই আব্বার সাথে এভাবে কাটানো শেষ মূহুর্ত হবে আর কোন দিন আব্বার সাথে এভাবে ঘুরতে পারবো না তাহলো সেদিনের সেই সময়টাকে ফ্রিজ করে রাখতাম।

কি বোকার মত কথা বলছি, সময়কে কি আবার ফ্রিজ করা যায়? যদি যেতো তাহলে জেনেসিস / গ্রেট এক্সপ্লোশন অব দ্যা ইউনিভারস এর পরবর্তী তে কি আর এই মহাবিশ্ব, এই পৃথিবী, এই আমরা প্রাণীরা কি এই বর্তমান পর্যায়ে আসতে পারতাম? সময় চলে তার আপন গতিতে মিলিয়ে যায় মহাকালের মহাগহ্বরে এটাই সময়ের বৈশিষ্ট্য। আমার বাবা ও এই সময় নামক অতল গহব্বরে হারিয়ে গিয়েছে এখন আমি চাইলেও তাকে ফিরে পাবো না এটাই সময় নামক মহাগহ্বরের নিষ্ঠুরতা।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:২৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মন খারাপ করবেন না অনুগ্রহ করে। আমারা সবাই দুইদিনের অতিথি। ব্লগার নুরু সাহেবের ব্লগ দর্শন করার পর ভেতরটা হু হু করে কেঁদে উঠল। কোনদিন আপনি আমি চলে যাব নিশ্চিত নই কেহ।

চাচাজির বেহেসত্ নসীব কামনা করি।

০৬ ই মে, ২০২৩ সকাল ৮:৫৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ! সময়টা সে এক যুগ আগের। তাই আজকাল আর মন খারাপ হয় না। তবে মাঝে মাঝে বিভিন্ন অবস্থায় খুব মনে পরে আব্বা কে।

২| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:৩২

শেরজা তপন বলেছেন: বড্ড মন খারাপের কাহিনী।
তবুও শেষ বেলা এমন চমৎকারভাবে কেটেছে সেইটেই অনেক বড় পাওনা।

০৬ ই মে, ২০২৩ সকাল ৮:৫৭

রানার ব্লগ বলেছেন: আসলে ওইটুকুতেই আমাকে খুশি থাকতে হবে। কিন্তু দিল মাংগে মোর। ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার আব্বার জন্য রইলো আল্লারহর দরবারে দোয়া, আল্লাহ আবার আব্বাকে জান্নাত দান করুন।
- রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা

০৬ ই মে, ২০২৩ সকাল ৯:০৩

রানার ব্লগ বলেছেন: আমিন!! ভালো থাকবেন।

৪| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


সময়ের নিষ্ঠুরতায় বাবা আজ নেই;আপনার বাবার জন্য দোয়া রইলো।

০৬ ই মে, ২০২৩ সকাল ৮:৫৯

রানার ব্লগ বলেছেন: জ্বী ধন্যবাদ!! সময় বড্ড হিশেবি। কখন যে সে তার চাল চালবে বলা বড্ড মুশকিল।

৫| ০৫ ই মে, ২০২৩ রাত ১২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার বাবা ভালো থাকুন পরপারে, এই দোয়া রইলো।

০৬ ই মে, ২০২৩ সকাল ৮:৫৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

৬| ০৫ ই মে, ২০২৩ রাত ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

০৬ ই মে, ২০২৩ সকাল ৮:৫৯

রানার ব্লগ বলেছেন: আমিন! ধন্যবাদ!

৭| ০৫ ই মে, ২০২৩ ভোর ৬:৫৩

সোহানী বলেছেন: আপনার লিখা পড়ে আমারো ইচ্ছে হচ্ছে এমন কিছু করতে। কিন্তু হায় এত দূর থাকি যে তা কোনভাবেই যে সম্ভব নয় ।

অনেক ভালো থাকুক উনি ওপারে।

০৬ ই মে, ২০২৩ সকাল ৯:০০

রানার ব্লগ বলেছেন: সুজুগ থাকলে করে ফেলুন নতুবা পরে পস্তাবেন।

৮| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: এই পোস্ট টা দিয়ে আপনি আমার মন খারাপ করে দিলেন।
আমার বাবার কথা মনে পড়ে গেলো। আব্বা করোনাতে মরে গেলো।

মাঝে মাঝে আব্বাকে মোবাইলে ফোন দেই। তখন মনে হয় আরে আমি কাকে ফোন দিচ্ছি! আব্বা তো বেঁচে নেই।

০৬ ই মে, ২০২৩ সকাল ৯:০১

রানার ব্লগ বলেছেন: হ্যা এমন ভ্রম আমারো হয়। রাস্তার মাঝ দিয়ে হাটছি হঠাৎ পেছন থেকে বাবার ডাক শুনতে পাই। থেমে গিয়ে পেছন ফিরে খোজার চেষ্টা করি। কিন্তু পাই না।

৯| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: চাচার জন্য শান্তি কামনা করছি। আসলে সবাইতো চলে যাব তবুও সময় উপহার দেয় অপূরনীয় বেদনার।

০৬ ই মে, ২০২৩ সকাল ৯:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ! সময় খারাপ জিনিস যা মানুষ কে অনেক কিছু ভুলিয়ে দেয়।

১০| ০৫ ই মে, ২০২৩ রাত ৮:৫৬

অপু তানভীর বলেছেন: আমরা আসলে কেউ জানি না কখন আমাদের প্রিয় মানুষটার সাথে শেষবারের মত দেখা করলাম । আমরা এমন সময়ে টের পাই যখন আসলে আমাদের হাতে আর কিছুই করার থাকে না ।

০৬ ই মে, ২০২৩ সকাল ৯:০৩

রানার ব্লগ বলেছেন: ব্যাপারটা এমনি। ঈদের দিন আমার নানু মারা গেলেন। অথচো নামাজ পড়ার সময় ও এমন আশংকা করি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.