নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আজ তুমি এলে,
ভাদ্রের তপ্ততায় যখন ঘেয় কুকুরের মতো
শ্বাস ফেলছি শেষ যাত্রার মৃত শবের মতো করে ।
তুমি এলে
এসে দখল নিলে আমার কাঁধ, আমার বুক, আমার নাক
আমার মুখ, আমার চোখ ।
সিন্দাবাদের ভুতের মতো জগদ্দল পাথর
হয়ে চেঁপে ধরলে আমার মিইয়ে জাওয়া কণ্ঠনালী।
তুমি এলে, এক ফোঁটা জলের তৃষ্ণায় তৃষ্ণিত জিভ
সাহারা মুরুভুমির তপ্ত শুষ্ক বালির প্রতি টি কনা
চেটে জলের তৃষ্ণা মেটায় । ঠিক তখনি তুমি এলে ।
কেনো এলে, কিসের আশায় এলে।
রমনীর শুকিয়ে যাওয়া ঝুলে পরা স্তনে
খাদ্য খোজা শিশুর আর্তনাতে যখন আমাদের কর্ন কুহুর
ফেটে রক্তাক্ত হচ্ছে তখন কেন এলে ?
কি চাই তোমার ?, আমাদের দেবার মতো কিচ্ছু নেই
বঞ্চনা লাঞ্চনা গঞ্জনা বেদনা কামনা বাসনা ।
সব সব তোমায় দান করেছি অজুত নিজুত সহস্র
বৎসর আগে , যখন দেবার মতো আসলেই কিছু ছিলো ।
আজ কি চাই তোমার, কেনো চাই ? কিসের ধান্দায় ?
কিসের মতলব তোমার ? এতো লোভি কেন তুমি ?
বলো আমায় , আমিও একটি বারের মতো লোভী হতে চাই ।
ভিষন রকম লোভী হতে চাই । ছিড় খুড়ে খেয়ে ফেলতে চাই।
আট্ট হাসিতে ফেটে পরে নির্লজ্জের মতো চিৎকার করে বলতে চাই।
তুমি বেরিয়ে যাও। এক্ষুনী, এই মুহুর্ত থেকে চিরজীবনের তরে।
ছবিঃগুগল থেকে নেয়া ।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৭
রানার ব্লগ বলেছেন: আমরা যে গনতন্ত্রে বাস করি উহা আমরা চাই নাই৷ যে গনতন্ত্রের জন্য জীবন দিয়েছিলাম ওটা এটা না।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র সবদেশে সমানভাবে সুফল বয়ে আনে নি। আর এটাকে অপব্যবহারের মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমার ব্যক্তিগত ধারনা গণতন্ত্র কেবল সুশিক্ষিত, সুশীল, শিক্ষিত জনগোষ্ঠীর জন্য সুফল বয়ে আনে। বাকি সব জায়গাতেই এর অপব্যবহার হয়েছে মানুষের চিরাচরিত স্বভাবগত দোষে।
কবিতার জন্য ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩০
রানার ব্লগ বলেছেন: গনতন্ত্র ক! বলা তৃতীয় বিশ্বের বাচ্চার হাতের হাওয়াই মঠাই। যতক্ষন আছে বেশ আছে যখন নাই তখন থাকে কেবল কাঠির সাথে লেগে থাকা স্বাদ, যা চেটে আমরা গনতন্ত্রের স্বাদ নেই।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৪
শাহ আজিজ বলেছেন: বের হও স্বৈরতন্ত্র এসো স্বাধীনতা আপাদমস্তক জুড়ে -------------
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩১
রানার ব্লগ বলেছেন: হ্যা আমরা স্বাধীনতা চাই। সকল অনৈতিকতা, মিথ্যা প্রপাগন্ডা ও সিন্ডিকেট নামক রাক্ষসের হাত থেকে।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১১
কলাবাগান১ বলেছেন: মাদ্রিদ স্পেন এক দোকান এর নাম বাংলাদেশ। কি বিক্রি হয় এখানে????? মাদ্রিদ স্পেন এক দোকান এর নাম বাংলাদেশ। কি বিক্রি হয় এখানে?????
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩২
রানার ব্লগ বলেছেন: নিশ্চই দেশের জন্য সুনাম বয়ে আনবে এমন কিছু।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: কবিতা দারুন হয়েছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২
মেঠোপথ২৩ বলেছেন: বাহ ছবিটা দারুন । বর্তমান সময়ের প্রতিচ্ছবি
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। ছবির সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। উহা গুগল থেকে নেয়া।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ফিরে আসার জন্য !! ব্লগের অনেকেই রাজনৈতিক পদ্য পছন্দ করেন না সম্ভাবত ।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৯
কামাল১৮ বলেছেন:
কবিতা একটু কম বুঝি।গনতন্ত্রের সাথে কি সম্পর্ক বুঝতে পারলাম না।
পুঁজিবাদী বিশ্বে বাস করতে হলে গনতন্ত্রের বিকল্প নাই।পরে কিছু হতে পারে।