নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আসিস কিন্তু আবার ফিরে

১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪০




আবার যখন আসবি , এক মূঠ উষ্ণতা সঙ্গে করে আনিস ।
ছড়িয়ে দিবি সন্ধ্যের বাতাসে এক ঝাক জোনাকির মতো ।
বুক ভরে টেনে নেব সেই উষ্ণতার সুবাসখানি ।

আবার যখন আসবি , খুব করে আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরিস ।
তোকে দ্বিতীয় বার হারানোর ভয় টুকু
কাটিয়ে দিস হাড়ে চিড় ধড়া আলিঙ্গনে ।

এবার এলে তোকে আর যেতেই দেব না ।
রাস্তার ধারে সিরিশ তলে জমিয়ে রাখা বিকেল গুলো
মুড়ির ঠোঙ্গায় তেলে ভাজায় মিলিয়ে দেব ।
চোখের কোনায় হারিয়ে যাওয়া রঙ্গীন আঁচল খুজে দেব ।

আবার আসিস , আসিস কিন্তু ।
দিলি না হয় সাত সমুদ্দুর তের নদী পারি
তবু জানিস অপেক্ষাতে রইছি কজন বন্ধু তোরি ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



কে ফিরে আসছে, দ্রুপদী?

১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৩

রানার ব্লগ বলেছেন: দ্রৌপদী এলে পান্ডবরা ও আসবে । উহা মনে হয় না সঠিক হবে ।

২| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



পান্ডবদের স্ত্রীর নাম কি দ্রুপদী, নাকি দ্রৌপদী?

১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৩

রানার ব্লগ বলেছেন: দ্রৌপদী !! আপনার হঠাত এদের নিয়ে ভাবনা এলো কি করে ?

৩| ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



শেষ লাইনে লিখছেন, "কজন বন্ধু মোরা"; ১ জনের জন্য কয়েকজন, ইহা তো পান্ডবনীতি

১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৮

রানার ব্লগ বলেছেন: হা হা হা!!

৪| ১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৫| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৮

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টের ছবিটা এবং লেখাটা দুটোই খুব ভালো লেগেছে।
রানার লেখায় গভীরতা থাকে, তাই পড়তে ভালো লাগে।

এ যেনো অনেকেরই মনের কথা প্রিয় বন্ধুটিকে ......

কোনদিন মনে হলে
একবার আমাকে দেখতে আসিস



১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! আশাকরি মানুষিক হতাশা কাটিয়ে উঠেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.