![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তৃষিত শহরের বুকে
জল নেই, প্রান নেই - শুধু ধোঁয়া ।
আকাশের চাঁদর ছিঁড়ে ,
সূর্যের আলক রশ্মি ফাঁকি দিয়ে
নেমে আশে ছায়ার কোলাহলে ।
ধুলির চাদরে মোড়া
শুকনো গলিপথ,
চোখে চোখে কথা নেই ,
শুধুই লোভ, প্রতিহিংসার হাহাকার ।
জলে আর পদ্ম ফোটে না ,
শহরের দেয়ালে দেয়ালে
আস্পষ্ট স্বপ্নেরা অংকিত হয় ।
তবুও আশা বাঁধি
কোন এক রাতে
মেঘের বুক ফেটে
নামবে অঝর ধারা ।
তৃষিত শহরে
হয়তো জেগে উঠবে
নতুন জীবনের ছন্দ,
নতুন গল্পের শুরুর প্রত্যাশায় ।
২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! ব্লগের পাঠকেরা অনেক বেশি সমজদার হয়ে যাচ্ছে তাদের মন পাওয়া বড্ড কষ্টের হয়ে যাচ্ছে ।
২| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪১
মিরোরডডল বলেছেন:
তৃষিত শহরে
হয়তো জেগে উঠবে
নতুন জীবনের ছন্দ,
নতুন গল্পের শুরুর প্রত্যাশায় ।
খুব সুন্দর লেখা রানা।
সময়ের সাথে যায়।
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ । সময় কে তুলে ধরা চেষ্টা ছিলো । যা হয়তো অনেকের পছন্দ হয় নাই ।
৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
মিরোরডডল বলেছেন:
রানার বইটা পড়েছি।
গল্পগুলো ভালো লেগেছে, আমিতো রানার লেখা পছন্দ করি।
কিছু লেখা আগে মনে হয় ব্লগে পড়েছি।
চেনা চেনা মনে হলো।
ব্লগেতো অনেক বানান ভুল হয়, কিন্তু বইয়ের লেখাতেও বানান ভুল পেয়েছি।
পাবলিশের আগে প্রুফ রিডিং হবার কথা।
রানাকেও দেখলাম
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫০
রানার ব্লগ বলেছেন: বই টা পড়ার জন্য আন্ত্রিক ধন্যবাদ । শেষ মূহুর্তে এটা প্রেসে গেছে সেই ভাবে প্রুফ রিডিং করার সময় পায় নাই প্রকাশক । এর জন্য তার সাথে আমার ঝগড়া হয়েছে ।
৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
মিরোরডডল বলেছেন:
No worries, next time will be fine.
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯
রানার ব্লগ বলেছেন: সুদুর অস্ট্রেলিয়া থেকে আমার বই সংগ্রহ করে পড়েছেন এটাই অনেক আমার জন্য !!!!
৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন ভাই আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২
সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ অসাধারণ কবিতা