নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
হিন্দু আমি, মুসলিম আমি,
ধন্য মায়ের একি সন্তান।
তীর্থের শঙ্খ বাজে বুকে,
আজানের সুরে জাগে প্রান।
একই মাটির গড়া শরীর,
একই রক্ত ধারা।
ধর্মের নামে বিভেদ শুধু,
মানবতা হয় হারা।
কেন রক্তে আঁকা রেখা,
কেন দ্বন্দ্বের এ গান?
ভালোবেসে মিলি সবাই,
মুছে দিই সব অপমান।
গীতা-কোরআন একই বাণী,
শান্তি, প্রেমের আহ্বান।
কেউ কৃষ্ণ, কেউবা মোহাম্মদ,
সৃষ্টি প্রভুর, একি প্রাণ।
এসো হে বন্ধু,
হাতে রাখো হাত,
ভাঙি বিভেদের বেড়া।
তুলে ধরি মিলনের প্রদীপ,
আসুক শান্তি, প্রশান্তির হোক
মিলন মেলায় ফেরা।
৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৯
রানার ব্লগ বলেছেন: না মোটেও না। এরাই সব কিছু না। কিন্তু কিছু লোক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এমনটাই প্রকাশ করছে।
২| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: কোন দাঙ্গা ফাঙ্গা কিছু নয় সব রাজনৈতিক খেলা!
৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৯
রানার ব্লগ বলেছেন: ব্যাক্তি লভের খেলা।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৮
জেনারেশন৭১ বলেছেন:
নীল শিশু, বাদামী শিশু; এরাই কি আজকের বিশ্বের সবকিছু?