নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার বড্ড ক্ষুধা পায়ঃমানুষের জন্য

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৯




শুধু খাবারের জন্য ক্ষুধার্ত নই আমি,
কখনো কখনো ক্ষুধা পায়
স্মৃতির কুয়াশায় হারানোদের জন্য।
একটি হৃদ স্পন্দন থামিয়ে দেয়া
যাদুকরি কন্ঠের জন্য,
একজোড়া চঞ্চল চোখের চঞ্চলতার জন্য,
একটা উষ্ণ হাতের উষ্ণতার জন্য।

তুমি, তুমি কি এখনো আকাশ দেখ?
কিংবা তুমি, প্রতিজ্ঞা করেছিলে সারাজীবন পাশে থাকবে,
সেই তুমি কি কোনো এক দুপুরে আমায় খোঁজে?
অথবা পরন্ত বিকেলে কিশোরীর কোলাহলে?
আমি কিন্তু খুঁজি,
ক্লাসের করিডোরে,
স্কুলের গেটের কাছে,
পাশের বাড়ির ঝুল বারান্দায়,
লুকিয়ে ছোড়া হুলুদ খামে,
কিংবা কোনো পুরনো খাতার ভাঁজে।

যারা দূরে, দৃষ্টি সিমার আড়ালে,
তাদের নিঃশ্বাসও অনুভব করি,
চোখ বন্ধ করলেই শুনতে পাই,
তাদের দ্বির্ঘ নিঃশাস,
কারনে বা অকারনে ফিসফাস,
নিঃশব্দে বলা কোনো কথা,
কিংবা পুরনো দিনের হাসি।

রোজ রাতে মৃতরা আমার ভেতর
জীবন্ত হয়ে জেগে ওঠে,
তৃ-প্রহরে তাদের বের করে আনি,
কারো হাত, কারো কণ্ঠ, কারো চোখ,
কারো অভিমান, কারো শোক,
এভাবেই জড়াই স্মৃতির চাদরে।

আমার শুধু খাবার জন্য ক্ষুধা পায় না ,
মানুষের জন্যও ক্ষুধা পায়।
ভালোবাসার ক্ষুধা,
জড়িয়ে ধরার ক্ষুধা,
নিঃশ্বাসের ক্ষুধা,
চোখের জলে আঁচল ভেজানোর ক্ষুধা,
মৃত শহর থেকে জেগে ওঠার ক্ষুধা,
একসাথে থাকার ক্ষুধা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১০:০৮

শায়মা বলেছেন: হুম!!!

দারুন ভাবনা কাব্য!


কত কিছুর জন্যই না ক্ষুধা পায় আমাদের ......

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩

রানার ব্লগ বলেছেন: হু কথা সত্য। ধন্যবাদ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১০:১৮

এইচ এন নার্গিস বলেছেন: আপনার খাবারের ক্ষুধা নাই কিন্তু আমি যে গবেষণা নিয়ে গল্প লিখছি সেই ভিক্টোরিয়ান আমলের দারিদ্রে থাকা মানুষ গুলো যাদের জীবন ছিল "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য ময়" । সেখানে প্রেম থাকেনা। থাকে জ্যাক দি রিপারের হাতে খুন হওয়ার ভয় নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়া মেয়েদের কে শুধু কয়েকটা পেনির জন্য। পেটের ক্ষুধার জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ১০:২৫

রানার ব্লগ বলেছেন: ক্ষুধার অনেক ধরন আছে। হয়তো আমার আজ খাবারের জন্য পাচ্ছে না মানুষের জন্য পাচ্ছে। কাল কিসের জন্য পাবে কে জানে!? অথবা কাল আমি খাবারের প্রত্যাশায় দুয়ারে দুয়ারে হাত পাততেও পারি। কে জানে!!??

৩| ০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন:


ক্ষুদার যে কি যন্ত্রনা যাব খাবার ঝোটে না সেই বোঝে।অন্যের পক্ষে এটা বোঝা সম্ভব না।

“কি যাতনা বিষে বুঝিব্ সে কিসে কভূ আশীবিষে দংশেনি যাকে।”

০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১:১২

রানার ব্লগ বলেছেন: অপ্রাসংগিক মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.