নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এই শহর আমার নয়

০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০২




এই শহর আমার নয়
ধুলিমলিন, পোড়া ধোঁয়ায় ঘেরা
ধূসর এক স্বপ্নহীন চেহারা।
এই শহর, আমার নয়।

ঘোলাটে চোখে জমে হাহাকার,
চেনা মুখেও অচেনার ছাপ।
পথে পথে স্বপ্নরা পোড়ে,
আলোর ছায়ায় খেলে আঁধার।

এই শহর ক্লান্তির দেয়াল,
পলেস্তার ঢাকা নীরব হাহাকার।
প্রতিটি দেয়ালে শব্দের মৃত্যু,
প্রতিবাদ নয় যেন আকুতির আর্তনাদ।

এই শহর আমার নয়।
অসংখ্য বোবা মুখ,
ক্ষুধার্ত চোখে চেয়ে থাকে
নিঃস্ব চোখে, প্রত্যাশার দীর্ঘশ্বাসে ।

এই শহর প্রেমের নয়,
সংঘাত খেলে অলিতে গলিতে।
রক্তের গন্ধে জেগে ওঠে শহর,
ভোর হয় না, কেবলই আতঙ্কের আগুনে ।

এই শহর আমার নয়,
না আলোয়, না আঁধারে।
কোনোভাবেই,
এই শহর, আমার নয়।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৪৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২১

কামাল১৮ বলেছেন: এই শহর মানুষে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সকলের।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৪৯

রানার ব্লগ বলেছেন: হু, ধন্যবাদ।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রকৃতি একদিন ঠিকি তার বিচার করবেন।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৪৯

রানার ব্লগ বলেছেন: প্রকৃতি ছাড় দেয় না।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৪

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতা

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা খুব ভালো হইছে।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,


সুন্দর লিখেছেন ----
এই শহর আমার নয়,
না আলোয়, না আঁধারে।

এ শহর নষ্ট কীটেদের আর
এ শহর তাদের -
"জন্মই যাদের আজন্ম পাপ".....

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫১

রানার ব্লগ বলেছেন: শহর এখন শেয়ালদের দখলে।

৭| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩

শায়মা বলেছেন: এ শহরে প্রেম নেই তবে ছাঁদ কুঠুরীটা কোন শহরে !

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫২

রানার ব্লগ বলেছেন: ছাদকুটির এখনো টিকে আছে বলেই মানুষ অবশিষ্ট আছে।

৮| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:২৩

সামিয়া বলেছেন: পৃথিবীর কোন কিছুই কারো নয়, কবিতা যে অর্থে লিখেছেন সেই অর্থে সফল‌ ও সুন্দর হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫১

রানার ব্লগ বলেছেন: পৃথিবীর সব কিছু মানুষের।

৯| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
বাস্তব কবিতা।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১০| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.