![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
উৎসর্গ করা হল সেই সকল সাধারন ভুক্তভুগী গাজাবাসীদের প্রতি, যারা মৃত্যুকে বেছে নিতে বাধ্য হয়েছে।
তুমি নির্মম হলে
আমি হবো কঠর, কঠরতম
তুমি আমায় বাস্তু চ্যুত করেছ
আমি তোমায় পৃথিবী চ্যুত করব
লৌহকঠর মুষ্ঠাঘাতে।
তুমি যদি আগুন ছোড়
সেই ভস্ম থেকে হব ফিনিক্স
তোমারি বুকের পাঁজরে,
আজরাইল হয়ে নেমে আসবো
মৃত্যুর ডানা মেলে।
আমায় যদি নিঃস্ব করো,
আমি হবো শেষ দিবসের হুংকার।
তুমি কাঁপাও আমার ভূমি,
আমি বিস্ফোরিত হবো,
হিরশিমার মতো।
প্রতিটি আঘাতে
আমি লিখব নতুন শপথ,
প্রতিটি বঞ্চনায়
রচিত হবে প্রতিরোধের ইতিহাস।
তুমি নির্মম ছিলে
আমি তাই হয়েছি অনড়,
তুমি পশু ছিলে,
তাই আমি আজ হত্যাকারী।
কালো মেঘ হবো
ঢেকে দেবো তোমার দিন,
তোমার সমস্ত দিগন্ত।
এটাই আমার উত্তর,
এটাই আমার শপথ
যার হৃদয় এখন
লোহার মতো দৃঢ়,
আর প্রতিশোধে অনমনীয়।
চাও আরো এগোতে?
১১ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
১১ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ২:৪০
এইচ এন নার্গিস বলেছেন: শক্তিশালী বক্তব্য আর দৃহ বক্তব্যের প্রকাশ।
১১ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কিন্তু এটা ব্লগারদের হৃদয় ছোয় নাই। আমি যদি প্যালেস্টাইনিদের জন্য মেরমেরিয়া কান্নাকাটি করতাম মনে হয় সোয়াবের কাম করতাম।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১২
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা ভীষণ ভালো লাগলো