নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আধারের দাবানলে তুমি

১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৫





নিঃশব্দ গোধূলিতে,
তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে,
যেখানে শব্দেরা মৃত, কেবল নিঃশ্বাসে বেঁচে থাকে ভালোবাসা ,
তোমার চুলে জড়িয়ে থাকা বিকেলের আলোয়
একদিন হারাতে চাই।

সিমানায় ঠায় দাঁড়িয়ে থাকা আকাশে
ভাঙা নক্ষত্রের গায়ে তোমার নাম লেখা থাকে,
জ্যোতিষীর আঁচড় থেকে মুছে গেছে সব ভবিষ্যদ্বাণী
তবু, তোমার আঙুলে লেগে থাকে এক প্রাচীন মহাবিশ্বের আশ্বাস।

জানি,
আলো মরে যায় একদিন,
মেঘেরা পরাজয়ের মিছিল শামিল,
পৃথিবীর বুক চিরে উঠে আসে বিস্মৃত দৃষ্টির ছায়া,
তবুও ভালোবাসা আঁধারে উজ্জ্বল দাবানল হয়ে জ্বলে ওঠে।

আর সেই দাবানলে,
তোমার নিঃশব্দ হাসি ভাসে
যেন মহাকালের শূন্যতায় এক ফোটা আলো,
যেটি ছুঁয়ে গেছে সময়ের বিক্ষত হৃদয়।

তাই বলি,
আলোকবর্ষ নয়
তোমার একবার ফিরে তাকানোই যথেষ্ট,
আমার অস্তিত্বের সব নক্ষত্র জ্বেলে দিতে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৮

জুল ভার্ন বলেছেন: রোমান্টিক ইচ্ছেগুলো পূর্ণ হোক।

১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২২

রানার ব্লগ বলেছেন: হা হা হা !! ধন্যবাদ ! !! !

২| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২২

রানার ব্লগ বলেছেন: আমিও সহজ সরল মনে ধন্যবাদ দিলাম :) !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.