![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
যে ঘরে তালা, তার পাশেই দাঁড়াই,
ধুলোয় ঢাকা জানালায় চোখ রাখি
দেখি, ভাঙা আয়নার ফ্রেমে এখনও জ্যোৎস্নার কাঁপুনি,
একফোঁটা রূপ, ছেঁড়া মলিনতা জুড়ে কিছু আলো খেলছে।
হ্যাঁ, আগেও কেউ এসেছিল,
বহু আগে,তাদের জুতোর শব্দ এখনও ঘুম ভাঙায়,
তাদের হাসির রেশ বাতাসে ধোঁয়ার মতো ঘুরে বেড়ায়,
কিন্তু আমি এলাম এক জেদ নিয়ে, শুধু দেখব না, কুড়িয়ে নেবো যা ফেলে গেছে, যা ফুরোয়নি,
তা থেকে গড়ে তুলব নতুন শহর।
শরতের পাতাঝরার দিকে তাকিয়ে বলি,
সব শেষ নয়,
কারণ ধ্বংসস্তূপে জন্ম নেয়া প্রথম অঙ্কুর,
মৃত ফুলের নিচে এখনও জেগে ওঠে আগামী বসন্ত।
যদি অতীতের হাতে কুষ্ঠ থাকে,
আমি নিজেই মুছব ধুলো, খুলব জং ধরা তালা,
জুতোয় পেরেক থাকলেও হাঁটব,
কারণ আমি এসেছি না ফুরোনো সময়ের খোঁজে,
যেখানে ইতিহাস জীর্ন নয় বরং লেখা হবে নতুন করে।
০৪ ঠা মে, ২০২৫ দুপুর ২:২৭
রানার ব্লগ বলেছেন:
আপনি ঠিকই বলেছেন, ইতিহাস কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছেমতো থেমে থাকে না। সত্য চাপা থাকলেও, সময়ের স্রোতে একদিন তা জেগে ওঠেই। রাত যতই দীর্ঘ হোক, ভোরের সূর্য একদিন উঠবেই। এই জগতের নিয়মটাই এমন, অন্যায় বেশি দিন টিকে থাকতে পারে না, আর সত্যের পথে চলা মানুষরা কখনো একা থাকে না।
২| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা প্রানবন্ত।
০৪ ঠা মে, ২০২৫ দুপুর ২:২৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩| ০৫ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৯
আজাদী হাসান রাজু বলেছেন: কষ্টকর কথা গুলো ভালো লাগলো
০৬ ই মে, ২০২৫ সকাল ৯:০৫
রানার ব্লগ বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
৪| ০৬ ই মে, ২০২৫ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৬ ই মে, ২০২৫ সকাল ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: বার বার আসুন । প্রতিবার আপনার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ থাকবে ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইতিহাস নতুন করে লেখা হবে না। লেখা হচ্ছে - লেখা হতে থাকবে, ইতিহাস তাঁর নিজ গতিতে চলমান। রাত যতোই গভীর কালো হোক ভোর হবেই। সূর্য উঠবেই। জগত সংসারের নিজস্ব একটি নিয়ম আছে।
কথামালা ভালো হয়েছে। +++