![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
সবাই যখন আলো খোঁজে
আমি খুঁজি আলোয় পোড়া ছায়া।
সবাই যখন রৌদ্র চায়,
আমি দাঁড়িয়ে থাকি সিঁদুর রাঙা সন্ধ্যাতে
যেখানে ছায়া আর আলো
একসাথে কাঁদে।
ভাঙা অন্ধকারের ভেতর দিয়ে
তুমি হয়তো হাটছ আঁধারের পিঠ বেয়ে
তবু জানি
আঁধার কাউ কে লুকায় না
যতক্ষণ না সে নিজে কে লুকাতে চায়।
আমি আঁধার হতে চাইনি,
কিন্তু অন্ধকার এসে ছুঁয়ে দেয় আমাকে।
আমি মিলিয়ে যাই নি ,
আমি জেগে থেকেছি
আঁধারের ঠোঁট ছুঁয়ে
বলেছি,
এই অন্ধকারেই আলোর বীজ পুঁতে দিই।
পৃথিবীর মাঝখানে নয়,
আমি দাঁড়িয়েছি প্রান্তে
যেখানে পায়ের নিচে ভূমি নেই,
তবু দাঁড়াতে হয়,
একটা কিছু বলার জন্য,
যদি কেউ শোনে।
০৯ ই মে, ২০২৫ সকাল ৯:৫৩
রানার ব্লগ বলেছেন: বাহ দারুন মন্তব্য। একটা ব্যাপার বুঝতেছি না। লোকজন কি কবিতা খাচ্ছে? নাকি আমি লিখতে পারি না।
২| ০৯ ই মে, ২০২৫ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
০৯ ই মে, ২০২৫ দুপুর ১২:৩১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কিন্তু লিখে মজা পাচ্ছি না।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৫ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব ...