নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য আমার শেষ কবিতা

১৩ ই মে, ২০২৫ রাত ১০:২০



একদিন তোমাকে ছেড়ে চলে যাব।
তখন আমায় স্বার্থপর ভাবতে পার,
ভেবো।

ওই দিনে ওমনটা ভাবনায় আমার কিচ্ছু যায় আসবে না
নির্বিকার মুখে কাঠিন্যরে বুকে নিয়ে
নিশ্চুপ চোখ বুজে সয়ে নেব সব কটু কথা।

কোলাহলহীন সন্ধ্যায় হঠাৎ হেঁটে যাবো
পিছন ফিরে চাইবো নাকো ,
চেনা গলির ভেজা দেয়াল, কিংবা
তোমার ডাক, কিছুই নয় তখন জরুরি বিশেষ!

এক গাদা মেঘ জমে থাকা মন নিয়ে
চলে যাব দূরে, হয়ত না ফেরাদের শহরে,
যেখানে কাঁধে হাত রাখে না কেউ।

তুমি ভাববে লোভী কিংবা পরনারী আসক্ত
ভাবতেই পারো,
কারণ ভালোবাসা না পাওয়া মানুষেরা
অভিযোগের পাথরেই চাপা পরে।

তবে জেনে রেখো
যতোবার ভেংগেছ আমায়
আমি গড়ার স্বপ্নে বিভোর ছিলাম।
তোমার নরম উমের ভেতরেই
চিরকাল থাকার বাসনা ছিল আমার।

তবু যদি চলে যাই একদিন
জানবে, ভালোবাসা সবসময় ফিরে চায় না।
কখনও কখনও
ভালোবাসাও হাঁটে উল্টো পথে
নির্বাক, অভিমানী, কিন্তু কঠিন সত্য।

তোমার জন্য রেখে যাওয়া নীরাবতাই
আমার শেষ কবিতা।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:৩৪

সামিয়া বলেছেন: ভালো লাগলো

১৩ ই মে, ২০২৫ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

২| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:৩৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: "কখনও কখনও ভালোবাসা ও হাঁটে উল্টো পথে " হাঁটা উচিত।
কবিতা ভালো লেগেছে। সেই সাথে ছবিটা ও। ছবিটা অনেক কালারফুল, সুন্দর!

১৩ ই মে, ২০২৫ রাত ১০:৪৯

রানার ব্লগ বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ছবিটা গুগল থেকে নেয়া। কবিতা টা একটু মন ভাড়ি করার মতো তাই ভাবলাম একটা ঝকঝকে রঙিন ছবি দিয়ে ভারিক্কি ভাবটা কমিয়ে দেই।

৩| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:৫৮

ইয়া আমিন বলেছেন: তোমার জন্য রেখে যাওয়া
শেষ নীরবতাই আমার শেষ কবিতা—
শব্দহীন, ধ্বনিমুক্ত, শুধু নিঃশ্বাসে লেখা
একটা দীর্ঘ বিষাদের চিহ্ন।
তুমি বুঝবে না হয়তো,
এই নীরবতায় কত শব্দ জমে আছে—
অপ্রকাশ্য অনুভব, না বলা কথার ভিড়,
আর ভাঙা প্রতিশ্রুতির ছায়া।

১৩ ই মে, ২০২৫ রাত ১১:১৯

রানার ব্লগ বলেছেন: আরে বাহ!! বেশ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.