নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sushobhan nandi

সুশোভোন কম্পিউটার বিভাগের এক পাগল ছাত্র সারা দিন কম্পিউটার নিয়ে নানা তথ্য খজা আর কম্পুতের সফটওয়ার নিয়ে নারাচারা করা তার জার নেশা। প্রিয় বিষয় হল চ্চম্পুতের প্রোগ্রামিং সি । জাভা,এইচ টি আম এল, জাভাস্কিপ্ট, পি এইচ পি, সি এস এস, অরাকেল,লিনুস নিয়া নারাচারা

sushobhan nandi › বিস্তারিত পোস্টঃ

আপনার কমপিউটার শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

আবোল তাবোল ম্যাগাজিন আপনি দুটি ভাবে কড়তে পাড়বেণ :-/ :-B



১) CMD ব্যবহার করে---

২) ণোটপ্যাড -এর সাহায্য (যদিও এটিও CMD ব্যবহার করে )



*************** CMD ব্যবহার ************

ওপেন করুণ CMD (Command Prompt – DOS) =p~





-------------------------------তারপর -----------------------------



নিচের কমান্ডটি হুবহু লিখুনঃ attrib -h -s -r -a /s /d drive:*.*

বার drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন

---------------------------- - তারপর --------------------------------

এন্টার বাটন চাপুন







এবার দেখা যাক আর এক ভাবে কি করে করা যায় :|| :|| :>



এখণে .bat ব্যবহার করে কাজ টি করবো



প্রথমে নোটপ্যাড ওপেন করুন।

---------------------------- - তারপর --------------------------------



এই নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন



@echo off

attrib -h -s -r -a /s /d Drive:*.*

attrib -h -s -r -a /s /d Drive:*.*

attrib -h -s -r -a /s /d Drive:*.*

@echo complete.

---------------------------- - তারপর --------------------------------

এবার Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।

removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।

---------------------------- - তারপর --------------------------------

এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।

৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।



************ আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে***********

কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।

২. PROCESS ট্যাবে যান।

৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।

৪. End Process এ ক্লিক করুন।

৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।

৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।

৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।

৯. এখন RUN এ যান।

১০. wscript.exe লিখে ENTER চাপুন।

১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।



ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.