![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবোল তাবোল ম্যাগাজিন আপনি দুটি ভাবে কড়তে পাড়বেণ
১) CMD ব্যবহার করে---
২) ণোটপ্যাড -এর সাহায্য (যদিও এটিও CMD ব্যবহার করে )
*************** CMD ব্যবহার ************
ওপেন করুণ CMD (Command Prompt – DOS)
-------------------------------তারপর -----------------------------
নিচের কমান্ডটি হুবহু লিখুনঃ attrib -h -s -r -a /s /d drive:*.*
বার drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন
---------------------------- - তারপর --------------------------------
এন্টার বাটন চাপুন
এবার দেখা যাক আর এক ভাবে কি করে করা যায়
:>
এখণে .bat ব্যবহার করে কাজ টি করবো
প্রথমে নোটপ্যাড ওপেন করুন।
---------------------------- - তারপর --------------------------------
এই নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
@echo off
attrib -h -s -r -a /s /d Drive:*.*
attrib -h -s -r -a /s /d Drive:*.*
attrib -h -s -r -a /s /d Drive:*.*
@echo complete.
---------------------------- - তারপর --------------------------------
এবার Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
---------------------------- - তারপর --------------------------------
এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।
************ আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে***********
কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।
©somewhere in net ltd.