![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখতে খুব পছন্দ করি।আমার স্বপ্নগুলো খুব বড়।জানি না,সেসব স্বপ্ন পূরণ করতে পারব কিনা।
ব্লগারেরা,আপনারা দয়া করে 'ফেলানী' এর সেই ভয়াবহ ঝুলন্ত লাশের ছবি দিয়ে পোষ্ট দিয়েন না!আপনাদের দোহাই লাগে!!প্লিজ!!!আমার কথাটা শুনেন।ব্লগে আসি স্রেফ নিজকে রিফ্রেশ করার জন্য।সেখানে লাশের ভয়াবহ ছবি দেখে আঁতকে উঠি।আমি চাই ফেলানীর ছবি দিয়ে পোষ্ট দেয়া না হোক।আর ফেলানীকে নিয়ে যা করার তা তায়েফ আহমাদের মত বিভিন্ন অভিজ্ঞ লোকই করুক।আপনারা দয়া করে আর সেটা নিয়ে ঘাঁটাঘাটি করবেন না।যদি সত্যিই মনে হয় এর বিচারের প্রয়োজন,তাহলে ব্লগে ঝাপাঝাপি না করে ২১ জানুয়ারী প্রেস ক্লাবে যান।প্রতিবাদটুকু করুন।এখানে লাফালাফি করলে কিছুই হবে না,সত্যি বলছি!!
২| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩২
ম.শরীফ বলেছেন: আমরাও চাইনা এমন ছাবি দিতে।তবে আমাদের ঘুমন্ত প্রতিনিধিদের ঘুম ভাঙ্গানোর জন্য বারে বারে আমাদের এমন ছবি দিতে হয় ! ! !
৩| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
মোরশেদ পারভেজ বলেছেন: পোস্টে মাইনাস।
৪| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৩
গরীব বলেছেন: আমরাও চাইনা এমন ছাবি দিতে।তবে আমাদের ঘুমন্ত প্রতিনিধিদের ঘুম ভাঙ্গানোর জন্য বারে বারে আমাদের এমন ছবি দিতে হয় ! ! !
৫| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫১
ফটো পাগল বলেছেন: -
৬| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮
সুমন ঘোষ বলেছেন: "ফেলানী মরিয়া প্রমান করিল যে, সে মরে নাই"
সামান্য এক বারুদের গোলা কেড়ে নিল হতভাগীর প্রাণ। স্বপ্ন দেখছিল সে বিয়া করে স্বামী নিয়ে শ্বশুর ঘর করবে। ভেঙ্গে ছড়িয়ে গেল সে স্বপ্ন। গরীবের স্বপ্ন। বড়লোক হলে সে স্বপ্ন ভাংতো না। যুগে যুগে এই হতভাগীরা আসে আর এই ভাবেই চলে যায়। কি কপাল নিয়ে জন্মেছিল মেয়েটি।
এখন মেয়েটি ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। সে তার প্রাণ দিয়ে শিক্ষাদিয়ে গেল - আর কেউ এই ভাবে তার কাঁটা পার হইও না। ওপারের দস্যু তবে কেড়ে নেবে প্রাণ। ফেলানী আমাদের গালে চড় মেরে গেল - দেশ দেশান্তরে যাতায়াত তাদের এই ভাবে করতে হয় আর আমরা করি ভিসা দিয়ে। দেখো আমাদের জন্য সরকার কি ভাবে ? কি করে ? কই আমার মৃত্যুর আগে তো কেউ ভাবে নি আমাদের কথা।
ফেলানী আজ আর ফেলনা নয় , খেলনা নয়। আজ বি.এস.এফের গুলিতে ফেলানী মরেছে তার কাঁটায় ঝুলে - দৃশ্যটা মোটেই -সহ্য নয়, করুন এক মর্মস্পর্শী। হত্যাটি জঘন্য, নিন্দাজনক। কত ফেলানী এভাবে দিয়েছে প্রাণ।
তবুও প্রশ্ন তারকাঁটার পারাপারই বা কেন ?
পৃথিবীর সব দেশেই দেখেছি গরীব হতভাগীদের মহাকাল ধরে এই নির্যাতন,জ্বালা-যন্ত্রনা ভোগ করতে। কাউকে মরতে হয় আগুনে পুড়ে, কাউকে গলায় দড়িদিয়ে,কাউকে শ্বাসরোধ করে,গলায় বাঁশদিয়ে,বিভিন্নভাবে শারীরিক অত্যাচারে অত্যাচারীত হয়ে অকালে বিদায় নিতে হয়েছে আমাদের কত ফেলানী। কে আর কত তার হিসাব রেখেছে। সাময়িক লোকে বলাবলি করেছে - আ-হা... মেয়েটি খুব ভালোছিল...... পরে সব ভুলে গেছে।
এখানে আমরাও দোষী... আমরা তাদের মরারা আগে কেন ভাবিনা তাদের কথা, কেন বাড়াতে কুণ্ঠা বোধ করি আমাদের হাত তাদের সামান্য সাহায্যদানে আপনার মনে করে ?
আজ............................রাজনীতি করছি ফেলানীর লাশ নিয়ে ছবি নিয়ে। কাল কি তাকে , আর অন্য ফেলানীর জন্য আগাম কিছু ভাববো তো ?
ফেলানী আজ লোকের মুখে মুখে - লোকের হৃদয়ে, চোখের জলের ধারায়।
ফেলানী আজ ইতিহাস, ফেলানী আজ অমর ।
ভাই বন্ধুদের অনুরোধ দয়া করে রাজনীতি বন্ধ করুন। মিটীং মিছিলে কি হবে ? নেমে আসুন ফেলানীদের ঘরে ঘরে, আসুন তাদের পাশে গিয়ে দাঁড়াই। শপথ করি কিছু করি তাদের জন্য। লক্ষ্য রাখি আর কোন ফেলানীকে এই ভাবে অভিমান করে চলে যেতে না হয়। রাস্তায় রাস্তায় অলিতে গলিতে আছে ফেলানীরা তাদের ভাইরা ...দুটো পয়সা,দুটো খাবার দানার জন্য সারাদিন হা পিত্যেস করে বসে আছে, ছুটে বেড়াচ্ছে, হাত পা বিভিন্ন অঙ্গের বিনিময়ে শুধু পেট ভরানোর তাগিদে, কত কষ্ট সহ্য করে... তাদের কথা ভেবে চলুন কিছু করি......চলুন দেখি গিয়ে সেখানেই ফেলানীকে বাঁচিয়ে তোলা হবে। সরকার এর দিকে তাকাবেন না - সরকারের আশায় বসে থাকবেন না... মিটীং মিছিলের আয়োজন নয়......ঝাঁপিয়ে পড়তে হবে......... আমাদের এই ভাবেই ...আমাদের ভাই বোন ফেলান আর ফেলানী দের জন্য।
এতেই ফেলানীর আত্মা শান্তি পাবে, খুশি হবে ফেলানীর আত্মা।
৭| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১
সুমন ঘোষ বলেছেন: "ফেলানী মরিয়া প্রমান করিল যে, সে মরে নাই"
সামান্য এক বারুদের গোলা কেড়ে নিল হতভাগীর প্রাণ। স্বপ্ন দেখছিল সে বিয়া করে স্বামী নিয়ে শ্বশুর ঘর করবে। ভেঙ্গে ছড়িয়ে গেল সে স্বপ্ন। গরীবের স্বপ্ন। বড়লোক হলে সে স্বপ্ন ভাংতো না। যুগে যুগে এই হতভাগীরা আসে আর এই ভাবেই চলে যায়। কি কপাল নিয়ে জন্মেছিল মেয়েটি।
এখন মেয়েটি ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। সে তার প্রাণ দিয়ে শিক্ষাদিয়ে গেল - আর কেউ এই ভাবে তার কাঁটা পার হইও না। ওপারের দস্যু তবে কেড়ে নেবে প্রাণ। ফেলানী আমাদের গালে চড় মেরে গেল - দেশ দেশান্তরে যাতায়াত তাদের এই ভাবে করতে হয় আর আমরা করি ভিসা দিয়ে। দেখো আমাদের জন্য সরকার কি ভাবে ? কি করে ? কই আমার মৃত্যুর আগে তো কেউ ভাবে নি আমাদের কথা।
ফেলানী আজ আর ফেলনা নয় , খেলনা নয়। আজ বি.এস.এফের গুলিতে ফেলানী মরেছে তার কাঁটায় ঝুলে - দৃশ্যটা মোটেই -সহ্য নয়, করুন এক মর্মস্পর্শী। হত্যাটি জঘন্য, নিন্দাজনক। কত ফেলানী এভাবে দিয়েছে প্রাণ।
তবুও প্রশ্ন তারকাঁটার পারাপারই বা কেন ?
পৃথিবীর সব দেশেই দেখেছি গরীব হতভাগীদের মহাকাল ধরে এই নির্যাতন,জ্বালা-যন্ত্রনা ভোগ করতে। কাউকে মরতে হয় আগুনে পুড়ে, কাউকে গলায় দড়িদিয়ে,কাউকে শ্বাসরোধ করে,গলায় বাঁশদিয়ে,বিভিন্নভাবে শারীরিক অত্যাচারে অত্যাচারীত হয়ে অকালে বিদায় নিতে হয়েছে আমাদের কত ফেলানী। কে আর কত তার হিসাব রেখেছে। সাময়িক লোকে বলাবলি করেছে - আ-হা... মেয়েটি খুব ভালোছিল...... পরে সব ভুলে গেছে।
এখানে আমরাও দোষী... আমরা তাদের মরারা আগে কেন ভাবিনা তাদের কথা, কেন বাড়াতে কুণ্ঠা বোধ করি আমাদের হাত তাদের সামান্য সাহায্যদানে আপনার মনে করে ?
আজ............................রাজনীতি করছি ফেলানীর লাশ নিয়ে ছবি নিয়ে। কাল কি তাকে , আর অন্য ফেলানীর জন্য আগাম কিছু ভাববো তো ?
ফেলানী আজ লোকের মুখে মুখে - লোকের হৃদয়ে, চোখের জলের ধারায়।
ফেলানী আজ ইতিহাস, ফেলানী আজ অমর ।
ভাই বন্ধুদের অনুরোধ দয়া করে রাজনীতি বন্ধ করুন। মিটীং মিছিলে কি হবে ? নেমে আসুন ফেলানীদের ঘরে ঘরে, আসুন তাদের পাশে গিয়ে দাঁড়াই। শপথ করি কিছু করি তাদের জন্য। লক্ষ্য রাখি আর কোন ফেলানীকে এই ভাবে অভিমান করে চলে যেতে না হয়। রাস্তায় রাস্তায় অলিতে গলিতে আছে ফেলানীরা তাদের ভাইরা ...দুটো পয়সা,দুটো খাবার দানার জন্য সারাদিন হা পিত্যেস করে বসে আছে, ছুটে বেড়াচ্ছে, হাত পা বিভিন্ন অঙ্গের বিনিময়ে শুধু পেট ভরানোর তাগিদে, কত কষ্ট সহ্য করে... তাদের কথা ভেবে চলুন কিছু করি......চলুন দেখি গিয়ে সেখানেই ফেলানীকে বাঁচিয়ে তোলা হবে। সরকার এর দিকে তাকাবেন না - সরকারের আশায় বসে থাকবেন না... মিটিং মিছিলের আয়োজন নয়......ঝাঁপিয়ে পড়তে হবে......... আমাদের এই ভাবেই ...আমাদের ভাই বোন ফেলান আর ফেলানী দের জন্য।
এতেই ফেলানীর আত্মা শান্তি পাবে, খুশি হবে ফেলানীর আত্মা।
৮| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৮
কিরণ বলেছেন: apnar post pore mon kharap hoye gelo. Apni blog a asen sudhu refresh hobar jonno. Amra kotota sarthopor hoye gechi.
৯| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০৭
পাস্ট পারফেক্ট বলেছেন: জাহাপনা, আপ্নেরে একটুখানি বিনোদন দেবার জন্য আমরা সব ব্লগে চাতকের মত বইসা আছি!! আপনার জন্য কি করতে পারি বলুন!
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩১
পাঠ পক্রিয়া বলেছেন: আপনি কি ফেলানী শাহজাহানের পর আরো চান? ছবি দেখলে কষ্ট লাগে তাহলে বুঝুন এ পর্যন্ত শত শত নাগরিক যারা মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা।
ভারত আমাদের পাখিও ভাবে না : আর কোনো ফেলানী নয়
Click This Link