![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখতে খুব পছন্দ করি।আমার স্বপ্নগুলো খুব বড়।জানি না,সেসব স্বপ্ন পূরণ করতে পারব কিনা।
এই জিনিসটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই ঘটে না ... তা আমি ভাল করেই জানি। ছোট বেলা থেকেই দেখতাম শনিবারে প্রথম আলো দিলে মা ছুটির দিনের পিছনের পাতাটা মনোযোগ দিয়ে পড়ত। কিন্তু আমি খুব একটা পাত্তা দিতাম না। কিন্তু সময়ের ব্যবধানে পরে তা পড়ি এবং আশ্চর্যজনকভাবে মিলে যাবার কারণে তা পড়াটা একটা নেশার মত হয়ে গেছিল। সপ্তাহ যেন এটা ছাড়া কিছুতেই শুরু হত না।
এভাবেই কাওসার আহমেদ চৌধুরীর প্রতি মুগ্ধতা সৃষ্টি হয় এবং তা বাড়তে থাকে। পরে ঠিক করেছিলাম একবার সময় পেলে তাকে নিজের হাতটা একবার দেখিয়ে আসব। নিজে যে খুব বিশ্বাস করি, তা না। কিন্তু জ্যোতিষবিদ্যার প্রতি একটা মুগ্ধতা নানা কারণেই সৃষ্টি হয়েছিল।
যাই হোক। আজ আবার একটা মজার ঘটনা সৃষ্টি হল আজকের 'ছুটির দিনে' এর ভবিষ্যতবাণী দেখে। তাই এবার ঠিকই করে ফেললাম (দৃঢ় প্রতিজ্ঞ বলতে পারেন) কাওসার আহমেদ চৌধুরীকে হাতখানা দেখিয়েই ফেলব। দেখিয়েই না ... দেখাবই। কিন্তু সমস্যা হচ্ছে উনি কোথায় বসেন বা কবে কবে হাত দেখেন অথবা কিভাবে যোগাযোগ করব, তার কিছুই আমি জানি না। উনার একটা বই আমার কাছে আছে। কিন্তু তাতে যোগাযোগ করার কোন ঠিকানা দেওয়া হয়নি।
তাই বাধ্য হয়ে আপনাদের কাছে আসলাম ... মনে হয় প্রথম আলোতে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। কিন্তু তা একেবারে শেষ মুহূর্তের জন্য রেখে দিয়েছি। বলতে পারেন দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন ওটা ট্রাই করব।
কাজেই ... আপনাদের মধ্যে যদি কেউ উনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা জানান ... ...
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
সুস্ময়০০৭ বলেছেন: চরি ভাই!!
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
রাসেল ভাই বলেছেন: সপ্তাহে একদিনই মতিআলোতে ঢুকি কাওছার আহম্মেদ এর জন্য ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
সুস্ময়০০৭ বলেছেন: হা হা, অনেকেই আছেন এমন।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
কানা ফকীর বলেছেন: তিনি নাকি চেহারা দেখেই সব বলে দিতে পারেন.। যত্তোসব!!! হাইরে বাঙ্গালি।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
সুস্ময়০০৭ বলেছেন: একবারের কাহিনি বলি, শুনেন।
ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসছি। হকার ম্যাগাজিন বেচতে আসল। আমি জ্যোতিষবিজ্ঞানের একটা বই নিলাম। পড়তে গিয়ে দেখি ঐটা আসলে নতুন বছর কেমন যাবে, ঐটা নিয়েই তৈরি করা।
ত, ঐখানে দেখলাম একজন জ্যোতিষীকে। যে কিনা মানুষের পশ্চাৎদেশ হাতড়াইয়া ভাগ্য বলিয়া দিতে পারেন! এবং এর জন্য উনি বেশ খ্যাতিও পেয়েছেন। হলিউডের অনেক নায়িকা তার ভক্ত বা নিয়মিত শিষ্য!
এখন কথা হচ্ছে, আমরা বাঙালিরা ত আর ওরকম হাই স্ট্যাটাসের জ্যোতিষীর দেখা পাই না। হাতের কাছে ঐ 'মুখ দেখানেওয়ালা'দেরই পাই। তাই তাদের নিয়ে একটু খোঁজ-টোজ করি।
এরজন্য পুরো বাঙালি জাতিকে গালাগালি করিয়া উদ্ধার করিয়া ফালাইতে পারেন, বাঙালি তাহাতে কৃতার্থ হইয়া পশ্চাৎদেশ দেখাইয়া বেড়াইবে না, এই আশা রাখি।
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
হতাস৮৮ বলেছেন: নতুন গালি......"তুই শিবির"
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
সুস্ময়০০৭ বলেছেন: যাব্বাবা, জ্যোতিষীর কবলে না পড়িয়া শেষমেশ শিবিরই হইয়া গেলুম! :-& :-&
ককটেল পুটাইতে পারি না, ত্রেণিং ছাই!
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
শিশির সিন্ধু বলেছেন: ধানমন্ডি লেকে সুধাসদনের পাশের রেস্টুরেন্ট টাতে প্রায়ই দেখি তারে
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭
সুস্ময়০০৭ বলেছেন: আরে পিৎজা বাবা! কেবল আছেন?
তাই নাকি?? ধানমণ্ডি ... হুম, আংশিক ঠিকানা পাইলাম।
ধইন্যারে ভাই!
৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
আসফি আজাদ বলেছেন: বছর তিন আগে তিনি শেখের টেকে থাকতেন, এখনও থাকেন কিনা জানা নেই। তখন তার নম্বর ছিল - ০১৭১৫ ৩০৩২১৩
মনে রাখবেন, লাইউস জ্যোতিষিকে না ডাকলে ঈডিপাস কপ্লেক্সের সৃষ্টি হত না...অর্থাৎ জ্যোতিষি যদি লাইউসের পুত্র ঈডিপাস সম্বন্ধে খারাপ ভবিষ্যতবানী না করতেন, তাহলে লাইউস তার ছেলে ঈডিপাসকে হত্যার চিন্তা করতেন না। সেক্ষেত্রে ঘটনা প্রবাহ সম্পূর্ণ ভিন্ন হত।
মূল কথা হল, জ্যোতিষিরা দূর্বল মনস্তত্তের সুযোগ নিয়ে ঘটনা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করার চেষ্টা করে। এটা যদিও আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিন্তু বিষয়টা চিন্তা করে দেখতে পারেন।
ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
সুস্ময়০০৭ বলেছেন: শেখের টেক কি ধানমণ্ডির সাইডেই? আমি ঠিক চিনি না।
হা হা, উদাহরণ ত বেশ ভালই দিলেন দেখছি! না, আমি কিন্তু পোস্টেই আগেভাগে বলে দিয়েছিলাম যে আমি নিজে খুব বেশি বিশ্বাসী নই। হয়ত বা ভবিষ্যতবাণী নিয়ে সপ্তাহের দুইদিন ভাবব, বাকি পাঁচদিন নিজেকেই কাজ করে নিতে হবে। ভবিষ্যতবাণীতে কিছু হবে না।
ধন্যবাদ ভাই।
৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
আসফি আজাদ বলেছেন: ঈডিপাস কমপ্লেক্স সম্বন্ধে জানতে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। পুরাণ কাহিনী।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
সুস্ময়০০৭ বলেছেন: ধন্যবাদ। আমি করব।
৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১
নিমচাঁদ বলেছেন: কাওসার সাহেব কে নিয়ে ২০০৫ সালের একটা ঘটনা আমার জীবনে আছে । এটা কিছুটা ব্যাখ্যাহীন এবং অদ্ভুত। অই বছর পরপর তিনটা দূর্ঘটনা থেকে ২/৩ সেকেন্ডের ব্যবধানে বেঁচে গেলাম । এই গুলার কিছু একটা ব্যাখ্যা আমার দরকার ছিলো ।এই কারণে খুব খুঁজে পেতে ধানমন্ডি ষ্টার কাবাবের পিছনে উনার ফ্লাট(খুব সম্ভবত) নাম টা ক্যামেলিয়া কিংবা এই টাইপের কিছু একটা , ওখানে গেলাম ।উনি বসালেন , হাতের নখ গুলা খুব বড় , সেটা সমস্যা না কিন্তু যখন শুনলাম উনি পামিষ্ট না । বললেন আমি সংখ্যাতত্ত্ব বিদ।হাত দেখানো লাগবে না , জন্মতারিখ বলেন । বললাম । উনি বললেন , ভুল হইছে , ঠিক করে বলেন । মেজাজটা খাপ্পা হয়ে গেলো । বললাম ঠিক আছে । উনি কয় না , ঠিক নাই। আপনার আম্মা আছেন ? উনারে জিজ্ঞাসা করেন। আম্মারে ফোন দিলাম ।আম্মা বলল , বাবা ১৩ মার্চ রাত ১১৩০ পরে , কিন্তু সবাই ১৪ই মার্চ হিসাব করছে , ডাইরীতে লিখে রাখছে । সালটা ১৯৭১ । পরে উনারে কইলাম , ১৪ না ১৩ তারিখ , ১৯৭১ । উনি কয় এই বার ঠিক আছে । এখন শুরু হইলো আলাপ । উনি ১৯৭১ সালের ঘটনা শুরু করলেন ।শহীদ রুমিদের গ্রুপে ছিলেন । মেলা দীর্ঘ কাহিনী । এরপর শুরু করলেন উনার লিখা গান নিয়ে । 'কবিতা পরার প্রহর এসেছে রাতের নির্ঝরে ' এটার জন্মইতিহাস বললেন । এর পর হঠাত বললেন , দেখেন ১৯৭১ সালে আমার মাথার ১/২ ইঞ্চির আশেপাশে বুলেট গেছে , কিন্তু আমি মরি নাই । এটা কোন ইন্সিডেন্স। সো আপনার যে তিনটা ঘটনা ঘটছে , এটা কোন ব্যাপার না । এটা সেকেন্ড কিনবা থার্ড লাইফ না । এটা নিয়ে টেনশনের কিছু নাই । এরপর চা অফার করলেন । এটা নিয়ে আমি লজ্জিত হলাম , রমজান মাস । মাগার আমি ও রোজা ছিলাম না । খাইলাম , এক সাথে সিগারেট ও টানলাম। উনি সরকারী জব করতেন , তার গল্প শুরু করলেন । এর ফাকে টুক করে জিজ্ঞাসা করলেন আপনার মায়ের পেটের ডান সাইডে একটা পুরানা ব্যাথা আছে ,জানেন ? আমি বললাম জানি না , বাট আপনি আমার জীবন নিয়ে কিছু বলেন । সামনে ফাড়া আর কয়টা । উনি উত্তর দেন না । বলেন আপনার মায়ের নামের শুরুতে 'ম' আর আপনার বউ র নামের শুরুতে 'স'। আমি মজা পাইলাম , কারণ মায়ের সাথে উনার সামনে কথা হইছে ।মায়ের নামের আগে 'ম' আছে এটা মিলছে এবং জানাটা কো-ইন্সিডেন্স । কারণ বউর টা মিলে নাই । তার নামের শুরু 'ল'। উনারে বললাম মায়ের টা মিলছে কিন্তু বউ র টা মিল এ নাই । উনি বলছেন , ডাক নাম মিল এ নাই ?
আমি চমকাইয়া গেলাম ।কারণ এতোক্ষণ আমার বউ কিংবা পোলাপাইন নিয়া একটা কথা হয় নাই। উনি খালি কইলেন , সব ই সংখ্যা বিদ্যা এবং অনুমান তত্ত্ব। আমি জাদুকর নই ।
আসার আগে উনি অল্প একটু হাত দেখলেন । কিছু কথা বলছেন , যা অনেক পামিষ্ট রাই বলে , তার অনেক টুকুই লাষ্ট ৮ বছরে মিলে গেছে , এই গুলা কমন কথা ।
কিন্তু কিছু একটা ঝামেলা হইছে উনার , অই কথাটা নিয়া । উনি আমার বউ র আসল নামের প্রথম অক্ষর 'স' কেমনে জানলেন ?
যাই হোক সব ই কোন ইন্সিডেন্স । তবে উনি খুব আজব চরিত্র। সচরাচর দেখা কোন লোকের সাথে মিলে না ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
সুস্ময়০০৭ বলেছেন: আচ্ছা! এই তাহলে কাহিনি! ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং! আপনার কাহিনি পড়তে পড়তে মনে হচ্ছিল যেন মিসির আলীর কোন ছোটখাট কাহিনি পড়ছি।
একটা ব্যাপারে একটু খটকা লাগল। মানে, দেখা করার ব্যাপারটা আরকি। আপনি কি হুট করে তাঁর সাথে গিয়ে দেখা করলেন? কোন অ্যাপোয়েণ্টমেন্ট করা ছিল না??
৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
যোগী বলেছেন: ধানমন্ডি আবাহনি ক্লাব মাঠ, স্টার কাবাবের পাশের গলি। পাইবেন কনফার্ম। যান ভবিষ্যৎ জাইনা আসেন। এতই যদি হইতো তাইলে আর পাবলিক লাসভেগাসে হাজার হাজার কোটি ডলার হারতো না।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
সুস্ময়০০৭ বলেছেন: কাউসার আহমেদ কিন্তু একটা কথা সর্বদা বলেন, "মানুষ তার ৯৫-৯৬ শতাংশ ব্যাপার নিজেই গড়ে নেয়, বাকিটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে!" বাকিটুকুই তিনি বুঝানোর চেষ্টা করেন বা শেয়ার করেন।
আর ঐ লাসভেগাসের ব্যাপারটা আসলে ভিন্ন, মানেটা অল্প কথায় বুঝানো সম্ভব না। হাত দেখে হয়ত বা আপনার চরিত্রের আমেজটা বলে দেওয়া যেতে পারে, কিন্তু জুয়ার দানে আপনি কোন চালের পর কোন চাল দিতে হবে, এত ডিটেইলস নস্ট্রাডুমসের বাপও বলতে পারবে না!
১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
নিমচাঁদ বলেছেন: আরেকটা কথা , আম্মার পেটের ডান দিকে আসলেই একটা ক্রনিক পেইন ছিলো । উনি সবার সাথে এটা শেয়ার করতেন না , আমি ও জানতাম না । পরে বাসায় এসে আম্মাকে জিজ্ঞাসা করলাম । উনি বললেন হ্যা , এটা ১৯৬৫ এ বড় ভাই হওয়ার পর থেকে রয়েছে ।শীতকালে বেশী হয়। এটা ২০১০ র দিকে আল্লাহ র রহমতে অকে হয়ে গেছে ।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
সুস্ময়০০৭ বলেছেন: হুম!!!
উনার সিক্সথ সেন্স ভাল। এটা তিনি তার "ভাগ্য শেখার উপায়" বইতেই বলেছিলেন। তাই খুব অবাক হতে পারলাম না।
১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
নিমচাঁদ বলেছেন: উনি বলছেন , ডাক নাম মিল এ নাই ?
টাইপো হয়ে গেছে । এখানে হবে "আসল নামে মিল নাই ?"
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
সুস্ময়০০৭ বলেছেন: কোন সমস্যা নেই! কাহিনি ত বুঝা গেল। এই-ই সই!
১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
নিমচাঁদ বলেছেন: লেখক , উনার সাথে ফোনে কথা বলেই গিয়েছিলাম। আসার আগে উনি ৫০০ টাকা নেন,এটা ও বলে দিয়েছিলেন ।আপনার ইমোটিকনের ব্যবহার দেখে মনে হইতেছে ,আপনার বয়স আমার থেকে কিছুটা কম ই হবে । আপনার এই লেখার হেডিং টা দেখলাম, হঠাত অই কাহিনী মনে পড়লো । আমি কোন রহস্য কাহিনী লেখি নাই , কোন অতি মানবীয় ক্ষমতায় বিশ্বাস করি তাও বলি নাই , ০৮ বছর আগের একটা ঘটনা স্মৃতি থেকে লিখলাম । এই লেখায় খটকা খোজার তো কিছু নাই ।অই সময় কিছুটা বিপর্যস্ত থাকায় আমার ও কোন ভুল থাকতে পারে , কিন্তু যুক্তিবিহীন বলদ আমি না । আমার কমেন্ট তিনটা একটা শেয়ারিং , সিমপ্লি শেয়ারিং ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
সুস্ময়০০৭ বলেছেন: না না , নিমচাঁদ মশাই! আপনি ভুল বুঝলেন আমাকে। আমি সাধারণভাবেই প্রশ্ন জিজ্ঞেস করেছিলুম, আপনি সম্ভবত ভুল বুঝেছিলেন।
যেহেতু আমার পোস্টটা উনার কাছে যাওয়া নিয়ে, তাই আমি আপনার যাবার প্রসেসটার ব্যাপারে জানতে চেয়েছিলাম, বিস্তারিত ভাবে, আপনি যতটুকু পারেন। সেজন্য 'খটকা' শব্দটা ব্যবহার করেছি। আমি কিন্তু খারাপ কিছু বলবার চেষ্টা করিনি।
আর 'অবাক' হবার ব্যাপারটাও মনে হয় ভুল বুঝলেন। আমি আসলে বলতে চাইছিলুম যে উনার সিক্সথ সেন্স ভাল বিধায় আন্দাজটা ভালভাবে করতে পারেন। তাই আমি অবাক হলেও খুব বেশি হইনি।
আর হ্যাঁ, আমি আপনার থেক্কে বয়সে ছোট।
যাই হোক, আবারো বলছি, ভুল বুঝলে দুঃখিত। আপনাকে আঘাত করার কোন ইচ্ছাই আমার ছিল না।
১৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কিরো - এর জীবন কাহিনী পরে বড়ই মুদ্ধ হয়েছিলাম
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
সুস্ময়০০৭ বলেছেন: কিরো - কিতারে ভাই?
১৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
শিশির সিন্ধু বলেছেন: পিৎজা বাবা
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
সুস্ময়০০৭ বলেছেন: হে হে!!
একখান মিচটেক হইছে। ঐটা 'কেবল' না, 'কেমন' হইবেক!
১৫| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
আহলান বলেছেন: হুম ... আসলে সবই কি কো ইন্সিডেন্স ....??
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
সুস্ময়০০৭ বলেছেন: আসলে কারোর কারোর সিক্সথ সেন্স খুব ভাল থাকে। কাওসার আহমেদ চৌধুরীর অবস্থা সেরকমই। সাথে যোগ হয়েছে নিউমারোলজি। দুয়ে মিলে ভালো ককটেল!
১৬| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সাংগু বলেছেন: আজ গেিছলাম দেখা করতে।
১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৬
সুস্ময়০০৭ বলেছেন: তাই নাকি?? কেমন অভিজ্ঞতা হল??
আমার এখনো যাওয়া হল না। দেখি যাব।
আর দেরিতে রিপ্লাই দেবার জন্য খুবই দুঃখিত!
১৭| ২০ শে মে, ২০১৩ রাত ৮:১৬
মিজভী বাপ্পা বলেছেন: পুচা আলুরে মেইল দিয়া এডড্রেস লইয়া লন।
১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
সুস্ময়০০৭ বলেছেন: ভাল বুদ্ধি!
কিন্তু তারা কি মেইলের রিপ্লাই দেয়?
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ধুর্মিয়া!!! ডাইক্কা আইন্যা অখন ঠিকানা দেন না ক্যা??