![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগেও অভিজিৎকে নিয়ে বেশ লাফ ঝাপ করেছিলাম,আজ কদিন পেরুতেই সব ভূলে গেছি,রাজিব হায়দার এখন সময়ের ব্যবধানে কালের অন্ধকারে নিমজ্জিত।
-বাদ দাও এদের কথা এরা ত নাস্তিক।
সাগর-রুনির কথা মনে আছে?
আমরা সব ভূলে গেছি, প্রথম কয়েকদিন যা।
এতে আসলে দিনগুলো খারাপ কাটেনা,কয়েকদিন টিভি চ্যানেলগুলো গরম ব্রেকিং নিউজ প্রকাশ করতে পারে,পত্রিকা কাটিং ভাল হয়,কখনো বা পুলিশ কর্তারও একটু বাড়তি ইনকামের ব্যবস্থা হতে পারে।
এভাবে চলতে থাকলে বোধহয় কখনো কোন মুক্তমনা কলম ধরার সাহস-উৎসাহ পাবেনা।এটা মনে হয় আস্তিক- নাস্তিক সবাই বিশ্বাস করে যে জাতি বীরের সম্মান করতে জানেনা সেখানে বীরের জন্ম হয়না
©somewhere in net ltd.