নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপহৃত বাস্তব

নিষ্পাপ শব্দগুলো যখন ক্লান্তিতে হারিয়ে যায় গভীর থেকে গভীরে, ফেলে আসা কিছু কথা যখন বলতে যেয়ে থেমে যেতে হয়- কেপে কেপে উঠে ভুলে যেতে হয় পুরনো ঘুণে ধরা কিছু স্মৃতি- তখনই জন্ম আমার। আমি শুধু থেমে থাকা আর ভুলে থাকা।.

শুভ্র গাঙচিল

ক্ষুধাতুর অঙ্গ / স্বপ্নভুক পতঙ্গ

শুভ্র গাঙচিল › বিস্তারিত পোস্টঃ

একটি পাবলিক ভার্সিটি এবং জিম্মি কিছু শিক্ষার্থীর আর্তি

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯

আমি একটি তথাকথিত নামকরা রাজনীতি মুক্ত ভার্সিটির নগণ্য ছাত্র। ভুলেভরা এক রাজনীতির চক্রে নিষ্পেষিত শিক্ষাব্যবস্থার শিকার অসংখ্য শিক্ষার্থীর প্রতিনিধি।

শিক্ষকেরা নিঃসন্দেহে আমাদের শ্রদ্ধার পাত্র। বাবা-মা এর পর তাদের স্থান সেটা আমি জানি এবং মনে প্রানে বিশ্বাস করি। কিন্তু এটাও বিশ্বাস করি সেই শিক্ষক কে হতে হবে প্রকৃত শিক্ষক।

কিন্তু আজ তাদের আচরন দেখে বিস্মিত না হয়ে উপায় নাই। তাদের আচরন দেখে আজ চোখ বন্ধ করে থাকতে ইচ্ছা হয়। কিন্তু স্যার আমরা তো অন্ধ নই।

নিজেদের রাজনৈতিক অথবা নৈতিক বা অনৈতিক (যাই হক না কেন) কোন্দলের জের ধরে আপনারা হাজার হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। আপনাদের কারনেই আজ সেশান জট নামক ঘাতক ব্যাধি পুরোপুরি গ্রাস করতে চলেছে পুরোপুরি সেশনজট মুক্ত একটা ক্যাম্পাস । স্যার আমরা আর কতো পিছাবো? আমাদের তো দেয়াল এ পীঠ থেকে গেছে। ৫ মাসের কোর্স আজ ৮ মাস হতে চলল কিন্তু আপনাদের তো পরীক্ষা নেয়ার কোন লক্ষন দেখি না। যে শিক্ষকদের কাছ থেকে আমরা ধৈর্য ন্যায় সততা সহিষ্ণুতা শিক্ষা নেবো তারা আজ আমাদেরকে জিম্মি করে কি যে শিক্ষা দিতে চাচ্ছে তা আমার মত মূর্খ ব্যক্তির কাছে বোধগম্য নয়।

স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসা অধিকাংশ ছেলেমেয়ে। আপনাদের ছেলে মেয়েদের মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি তো যে আমাদের বাবা-মা রা লাখ লাখ টাকা খরচ করে বিদেশি ভার্সিটি তে পড়াবে। আমাদের কাছে ৫-৬ মাসের ও অনেক দাম। বাবা মা অনেক আশা করে আছে আমাদের উপর। আপনাদের কোনও অধিকার নেই সেটাকে তিলেতিলে শেষ করে দেয়ার। আপনারা যদি নিজেদের সন্তানের কথাও একবার এর জন্য আমাদের জায়গায় ভাবতেন তাহলে আমাদের পরীক্ষা নিয়ে এই তালবাহানা আর হতো না।

আবার ভর্তি পরীক্ষার সময় চলে এল...

কিন্তু গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীরাই এখনও ক্লাস শুরু করতে পারেনি। প্রায় ৮ মাস তারা বসে আছে বিনা কাজে, বিনা পড়াশোনায়। যখন তারা জিজ্ঞাশা করে “ভাইয়া আমাদের কি ক্লাস শুরু হবে না? আর কতদিন বসে থাকব?“

তখন কি যে উত্তর দিবো বুঝে উঠতে পারিনা। আসলে নিজেদের যন্ত্রণাতেই পাথর হয়ে আছি। দিনের পর দিন বাসাতে বসে থাকতে থাকতে নিজেই যখন ক্লান্ত। তখন বাবা মা আত্মীয় স্বজন দের প্রশ্ন- কবে পড়া শেষ হবে?

স্যার, আপনাদের কাছে আকুল প্রার্থনা আপনাদের অন্তরকোন্দল আর রাজনীতির কাছে আমাদের জিম্মি করে আমাদের ছাত্রজীবন ধ্বংস করবেন না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০

সত্যযুগের মানুষ বলেছেন: কুয়েটের কোন টিচারের পোলা আজ পর্যন্ত কুয়েটে চান্স পাইছে? সবকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, মানে যেগুলা এটলিষ্ট HSC পাশ করছে আরকি। শিক্ষক নামের কলংক এইগুলা। নিজেদের পোলাপাইন একটাও মানুষ করতে পারেনি, এখন নিরীহ ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করছে। আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে এই কুত্তাগুলার ক্রমাগত দূর্ব্যবহারে, কিছু পাশ করতেই পারেনি, অনেক মেধাবী এই হারামীগুলার সিজিপিএ ইন্জিনিয়ারিং এর কারনে অনেক ভাল জায়গায় এপ্লাইই করতে পারেনি, জীবনের অনেক বড় বড় সুযোগ হারিয়েছে, বছরের পর বছর পিছিয়ে গেছে। নরকের একদম নিচের স্তরে পচে মরুক কুত্তার দল।

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

শুভ্র গাঙচিল বলেছেন: ভাই আপনার দুঃখ গুলো অনেক বেশী। কিন্তু যার সাথে এই জিনিস গুলা হয়নি সে কখনও এই কষ্ট বুঝতে পারবেনা। আর এর সাথে এটাও সত্য যে সব শিক্ষক একরকম নয়। এমন কিছু মানুষ আমি দেখেছি তারা শুধু শিক্ষক নয় সত্যিকার এর মানুষ। অবশ্যই তাদের সম্মান প্রাপ্য।
কিন্তু এখন আমরা শুধু চাই আমাদের পরীক্ষা গুলো যেন সময়মত নেয়া হয়। এগুলো নিয়ে যে তাদের কোন চিন্তা নেই এটাই সব থেকে বেশী অবাক করে।

২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এটা এমন একটা সমস্যা যেটার সমাধান আগামী ২০ বছরেও আমাদের দেশে সম্ভব না । এটাকে নিয়েই থাকতে হবে ।

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

শুভ্র গাঙচিল বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় ভাই আমার মনে হয় আগামী ২০০ বছরেও এটা সম্ভব না যতদিন না যাদের উদাসীনতা এর জন্য দায়ী তারা ঠিক না হয়।

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

শুভ্র গাঙচিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

রুমি চৌধুরী বলেছেন: really they r rubbish

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

শুভ্র গাঙচিল বলেছেন: :(

৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: মি: সত্যযুগের মানুষ আপনি কুয়েটের ইতিহাস কতটুকু জানেন?

"কুয়েটের কোন টিচারের পোলা আজ পর্যন্ত কুয়েটে চান্স পাইছে? সবকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, মানে যেগুলা এটলিষ্ট HSC পাশ করছে আরকি।" কুয়েটের অনেক টিচারের ছেলেমেয়েই কুয়েট থেকে পড়াশুনা করে গেছে। এমনকি আমার জানামতে এখনও ৩ জন কুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়তেছে। এছাড়া মেডিকেল বুয়েট, ঢাবিসহ বিভিন্ন পাবলিক ভার্সিটি থেকে অনেকে পড়াশুনা শেষ করেছে এবং এখনও করতেছে। যার পড়াশুনা শেষ করেছে তারা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ভাল পজিশনে চাকরী করতেছে। আর প্রাইভেট ইউনিভার্সিটি কবে থেকে শুরু হয়েছে? আগে শিক্ষকদের সম্মান দিতে শিখেন তারপর শিক্ষা গ্রহণ করেন।

লেখক ভাই দুঃখিত আপনার পোস্টে আরেকজনকে উদ্দেশ্য করে কমেন্ট করলাম। এবার আপনাকে বলি, ভাই আপনারাতো ভাল করেই জানেন কেন পরীক্ষা হচ্ছে না। আপনার সেটা কি ঠিক করার চেষ্টা করেছেন? যাদেরকে বহিষ্কার করেছে তারা কোর্ট থেকে যে স্টে অর্ডার নিয়ে এসেছে সেটা কি বাতিল করতে পেড়েছেন? যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা কি দোষী না? তাদের কে কি আপনারা সমর্থন করেননি? একজন শিক্ষকের নামে যখন মিথ্যা অপবাদ দিল তখন কি আপনারা প্রতিবাদ করেছিলেন? আজকে বহিষ্কৃত ছাত্ররা আবার ক্লাশে আসে তাহলে যে শিক্ষকের নামে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তিনি কি ঠিকমত ক্লাশ নিতে পারবে? তিনি কি নিজের কাছে ছোট হবে না? ঐ শিক্ষকের জায়গায় নিজের বাবাকে চিন্তা করেনতো আপনার বাবার কেমন লাগতো? আমি শুধু একটা উদাহরণ দিলাম। শিক্ষকরাও চাইনা তাদের ছাত্রদের জীবন নষ্ট হোক। আপনারা শুধু শিক্ষকদের দোষ দিচ্ছেন, শিক্ষকদের এই অবস্হানে আনার জন্য দায়ী কারা?

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

শুভ্র গাঙচিল বলেছেন: মোঃ মাহমুদুর রহমান ভাই আসলে শিক্ষকদের কোনভাবে আঘাত করার জন্য কথাগুলো বলিনি। শুধুমাত্র কুয়েট নয় আরও অনেক গুলা ভার্সিটি তে এই একই চিত্র বারবার দেখতে হচ্ছে। সত্যিকারের শিক্ষক যেমন আছে তেমন ই আছে এমন কিছু মানুষ যারা শুধুমাত্র শিক্ষার্থীদের অস্ত্র হিসেবেই ব্যবহার করছেন। তারা তাদের মূল কর্তব্য গুলোকে অবহেলা করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করে যাচ্ছে।
যে সময় চলে যাচ্ছে সেটা তো কখনই ফেরত পাব না তবুও একজন ছাত্র হিসেবে আমার একটাই চাওয়া যেন আমাদের ক্লাস পরীক্ষা এগুলো যেন সময় মত হয় এটা তারা দেখবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭

অজানিতা বলেছেন: সহমত।

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

শুভ্র গাঙচিল বলেছেন: :) ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.