![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধাতুর অঙ্গ / স্বপ্নভুক পতঙ্গ
আমি কখনও কারও কাছ থেকে কিভাবে লিখতে হয় শিখি নি। কেউ আমাকে কখনও বলে দেয়নি এভাবে না এভাবে লেখো। তবুও লিখতে ভালবাসি তাই লিখে গেছি। ভাল হচ্ছে না খারাপ হচ্ছে সেটা কখনও খেয়াল করিনি। আমার ব্লগের বয়স অনেক হলেও অল্প কিছুদিন হল আমি সামু তে নিয়মিত। অনেক ভালো ভালো ব্লগার হয়তো এখন আর আগের মতন সামুতে আসেন না। এটা অগ্রজদের মুখে শোনা কারন তাদের কে আমি চিনি না। কিন্তু এর মধ্যে যে কজন কে চিনতে পেরেছি তাদের লেখার মাধ্যমে অর্থাৎ যাদের লেখার অন্ধ ভক্ত হয়ে গেছি। তাদের মধ্যে অন্যতম
বোকা মানুষ ভাইয়া
অপূর্ণ দা
সোহানী আপু
মাহমুদ ভাই
দিপ্র ভাই
জাফরুল মবীন ভাই
মৃদুল শ্রাবণ ভাই
ইমিনা আপু
সেলিম আনয়ার ভাই
ভাইয়া ও আপু আমি লিখতে চাই নিয়মিত। এখন আগের মত নিয়মিত ব্লগার এর সংখ্যা অনেক কমে গেছে শুনেছি। এখন তা দেখতেও পাচ্ছি নিজের চোখে। আমি জানি আমার কোনও লেখাই হয় না তবুও প্রতিটি লেখার জন্য আপনাদের সমালোচনা মুলক মন্তব্য, সুচিন্তিত পরামর্শ, সঠিক দিকনির্দেশনা আশা করি। আর আমি ব্লগের নিয়ম কানুন সম্পর্কেও কিছুই জানিনা। তাই আপনাদের কাছ থেকে একটু সাহায্য ও প্রার্থনা করছি।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
শুভ্র গাঙচিল বলেছেন: অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই। দোয়া রাখবেন আমার জন্য।
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা ।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২
শুভ্র গাঙচিল বলেছেন: ভাই আপনার মত মানুষের শুভকামনা আমার জন্য অনেক কিছু। দোয়া করবেন।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬
শুভ্র গাঙচিল বলেছেন: সুমনদা আপনাদের ভালোবাসায় নিজেকে যেন পরিচিত পরিবেশে আবিষ্কার করছি ধিরে ধিরে। আমি আপনার দোয়াপ্রার্থী।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য।
লিখতে থাকুন হবে............
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২১
শুভ্র গাঙচিল বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। ভালো থাকবেন আর দোয়া করবেন।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য। লিখে যান প্রতিনিয়ত, তাতে নিজের ভেতর লুকিয়ে থাকা লেখক সত্ত্বা একদিন বিকশিত হবেই। আপনি আর আমি প্রায় একই সময়ে সামুতে নিক ওপেন করেছিলাম। আপনার কাছ থেকে নিয়মিত লেখা পাওয়ার আশায় রইলাম।
ভালো কাটুক ঈদ উৎসবের বাকী সময়টুকু। ভালো থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮
শুভ্র গাঙচিল বলেছেন: ভাই আপনাকে আমার পোস্ট এ দেখে আমি অনেক অনেক খুশি। আপনার কথা গুলো আমার মনে থাকবে। দোয়া করবেন। সবসময় আপনার ওই সাহায্যের হাতের অপেক্ষায় থাকবো।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪
জাফরুল মবীন বলেছেন: আপনার ভক্তির লিস্টে অামার নাম দেখে যারপরনাই লজ্জিত।আমি এত বড় ব্লগার নই ভাই শুভ্র গাঙচিল।নিজের ভাললাগা থেকে লিখে যান কোন কিছুর প্রত্যাশা না করে।লিখে যান নিজের সবচেয়ে ভাল জানা বিষয় নিয়ে বৈচিত্রপূর্ণভাবে।অাপনি ঠিকই বলেছেন এখন ব্লগে ব্লগার-পাঠক সবই কম।তবে এটাও কিন্তু বিরাট সুযোগ নিজেকে ভালভাবে মেলে ধরার।আপনার যেহেতু ইচ্ছে আছে ভাল ব্লগিং করার,অামি আশা করি আপনাকে নিয়েও কেউ একদিন এরকম পোস্ট দিবে।
শুভকামনা রইলো অনেক।হ্যাপি ব্লগিং।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২
শুভ্র গাঙচিল বলেছেন: জাফরুল মবীন ভাই আপনি নিজেকে যাই বলেন না কেন- আপনি আমার কাছে অনেক কিছু। তাই আপনার উপদেশ, পথনির্দেশ আমার মনে থাকবে। দোয়া করবেন এই অধমের জন্য।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: * ব্লগে রেগুলার থাকা একটা বিষয় ।
* আপত্তিকর পোস্ট বা ছবি না দিলেই হল ।
* কাউকে আক্রমণ না করাই উত্তম ।
* অন্য ব্লগারদের পোষ্টে মন্তব্য করা জরুরী ।
* দিনে একটার বেশী পোস্ট দেওয়া ভালো মনে করি না , যদিও আমি একসময় দিতাম
* নিঃসঙ্কোচে লিখতে থাকুন । গাইতে গাইতেই গায়েন হয় ।
আমার লেখা অখাদ্য ভাললাগে , এর চেয়ে খুশির আর কি আছে আমার কাছে ।
কৃতজ্ঞতা জানবেন ।
অনেক অনেক শুভকামনা ভ্রাতা
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭
শুভ্র গাঙচিল বলেছেন: অপূর্ণদা আপনার দিকনির্দেশনা অমান্য করার সাহস আমার নাই। তাই পালন করতেই হবে। আর আপনার ওই অখাদ্য গুলোই আমার কাছে অনেক পুষ্টিকর এবং উপাদেয় লাগে। দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ কমনা রইল আপনার জন্য। মসৃণ হোক আপনার ব্লগিং পথ চলা।