![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#আমার_চোখে_জাদুর_ঢাকা
স্থান - বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা
ঢাকা শহরকে আপনার কি কখন জাদুর শহর বলে মনে হয়েছে ? আমার হয় সবসময়ই । সাত সকালে যখন হাইকোর্ট রোডটা দিয়ে রিকশায় করে শীতল বাতাস খাই কিংবা নিত্য দিনের পুরান ঢাকার মানুষের আন্তরিকতা দেখি সবসময়ই । আমি বড় হয়েছি ছোট শহরে , যে শহরটায় নেই কোন জ্যাম , ধুলা । প্রকৃ্তি তার সবুজ দিয়ে সব জায়গায় ছায়ায় ঘিরে রেখেছে । এমন নিরিবিলি শহর থেকে ৬ বছর আগে ঢাকায় আসার রাস্তাটা খুব একটা প্রসস্থ ছিল না । কিন্তু জাদুর ঢাকা আমাকে আপন করে নিয়েছে । তার জাদু দিয়ে আমাকে বশ করেছে । দুপুরে হয়ত জ্যামে বসে থাকি রাতের রাস্তায় নিয়ন বাতি গুলা ক্লান্তি গুলা ভুলিয়ে দিয়ে যায় ।
এমন এক টানা ক্লান্তিময় পরিক্ষার দিন গুলায় যখন হাপিয়ে উঠছিলাম এমন একদিনে হুট করেই মনে হল ঘুরে আসি । কেন জানিনা চিড়িয়াখানা যেতে ইচ্ছা হল । সঙ্গি একমাত্র বান্ধুবি অনেক অবাক হয়েছিল । কিন্তু চিড়িয়াখানা যেতে কি বয়স লাগে ? এক ঝুম বৃষ্টিতে চলে গেলাম চিড়িয়াখানা । বাঘমামা , বোনের রাজা সিংহ , কুমির আর ময়ূরের সাথে আরও অনেক কিছু দেখা সত্ত্বেও , মন ভরে ছিল ঝুম বৃষ্টি মাথায় নিয়ে প্রকৃতি উপভোগ করা ।
©somewhere in net ltd.