![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
১. যেভাবে আওয়ামীলীগ শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে উঠে পড়ে লেগেছে তাতে তরুনদের আন্দোলনের পরিশ্রমটা না জানি পন্ড শ্রম হয়ে যায়।
২. আস্তিক নাস্তিকের বিভাজনের রেখা স্পষ্ট করতে গিয়ে সরকার ব্লগারদের গ্রেপ্তার করেছে । এরকম আরো ৮৪জন ব্লগারের লিস্ট এখন সরকারের হাতে। এদেরকে পক্ষান্তরে গ্রেপ্তার করা হবে বলেই মনে হচ্ছে। এর মুলে আমার কাছে হেফাজতে ইসলামী দলের হুমকিটাকেই সরকার আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে। সত্যি বলছি হেফাজতে ইসলামি নাম এর আগে আমি কোনদিন শুনিনি। হঠাৎ করে এ দলটি চিটাগাংয়ে এতো শক্তি সঞ্চার করলো বুঝতে পারছিনা। নাস্তিক ব্লগারদের দাবিতে এ দলটি ঢাকা য় লংমার্চ করতে আসছে।। চিটাগাং টু ঢাকা লংমার্চ কে ঠেকানোর জন্যই ব্লগারদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।
৩. কয়দিন পর হয়তো শুনা যাবে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের ঐক্য করে আওয়ামী-শিবির নামে নতুন ছাত্র সংগঠনের অস্তিত্ব প্রকাশ হচ্ছে।
৪. আওয়ামীলীগ বিএনপি এখন জামাতের শক্তির কাছে পরাভুত। এটা কেউ স্বিকার করুক আর না করুক জামাত তাদের শক্তি প্রদর্শন করেছে। বিএনপির সাহায্য ছাড়াই জামাত সারা দেশে যে নারকীয় তান্ডব চালিয়েছে তাতে জামাতের অবস্হান দুর্বল হওয়ার চাইতে সবল হয়েছে। আর জামাতের শক্তির প্রতি ভীত হয়েই বিএনপি জামাতের আন্দোলনকে নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে।
একদিকে জামাতে ইসলাম বিএনপিকে কোনঠাসা করে রেখেছে আর অন্যদিকে হেফাজতে ইসলাম আওয়ামীলীগকে বাগে এনেছে। এখন সরকার যারা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আন্দোলন করছে তাদের কে আস্তে আস্তে জেলে পুড়বে।। সাবাশ বাংলাদেশ অবাক তাকিয়ে রয়.....!
©somewhere in net ltd.