নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

লংমার্চ

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

লংমার্চে যাইয়া কি হইবে? লং জাম্প হইলে যাইতাম হেইহানে একটা পুরস্কার দেওনের ব্যবস্হা থাকে।

জনৈক এক বয়োবৃদ্ধ’র সরল উক্তি

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: বিভ্রান্ত হবেন না সত্য কে জানুন
***************************
*************************
ঁ***********

ব্লগ এ সবাই কে ঢালাও ভাবে নাস্তিক কয় যারা তারা আসলেই
খুব বেশি অজ্ঞ ।
*************************
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
ব্লগ একটি লেখালেখির স্বাধীন মাধ্যম , এখানে কোরআন , হাদিস সহ
মুফতি মাওলানা ও আত্তাধিক ছুফি গন , কবি সাহিত্যিক গন ইসলামের তাত্ত্বিক সত্য বানী লিখে মানুষ কে সচেতন করে গড়ে তুলে ।
আরও বিজ্ঞানের নানা বিষয় , রাস্ট ও সামাজিকতার দিক নির্দেশ , লেখাপড়ার দিক নির্দেশ সহ ভাল জ্ঞানের অধিকারি হওয়ায়
উজ্জল সম্ভবনা এ ব্লগ মিডিয়া ।
আমরা সবাই যদি ইসলাম বিরুধি কুরুচি পূর্ণ লেখা যারা দেয় তাদের বয়কট করি তাহলে নিশ্চই এ ব্লগ হবে কোরআন হাদিসের
ভিত্তিতে এক বিশাল তথ্য ভাণ্ডার ।

নানা ধর্মের নানা মত নিয়ে যার যার ধর্ম যার যার স্বার্থ রক্ষা করেবে এটাই স্বাভাবিক ,কিন্তু এক ধর্মের লোক না জেনে না বুঝে
অন্য ধর্মের সমালোচনা কেন ? করবে ।
আমি মুসলমান ব্লগে আমি কোরআন পড়ব তাই নিয়ে সটীক লিখব । অন্যজন হিন্দু তারটা সে লিখবে সে পড়বে ।

আর নাস্তিক যারা তাদের তো কোন ধর্মই নাই ।
আমি মনে করি লক্ষ জনের মধ্য নাস্তিক দুচার জন মিলবে কিনা
সন্দেহ । আর যদি পাওয়া যায় তাহলে এঁদের কে ব্লগ মিডিয়া থেকে বের করে দেওয়া এবং কোরআন অবমাননা ও রাছুল সা কে অবমাননা করার জন্য যথাযোগ্য সমুচিত শাস্তির আওতায়
আনা হবে ।
প্রজ্ঞাপনে
ব্লগ মিডিয়া কর্তৃপক্ষ
বাংলাদেশ ও আন্তর্জাতিক সামাজিক ইউনিট ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

কামরুল হাসান ভুঞা বলেছেন: বিভ্রান্ত হবেননা...সত্যকে জানুন।। ধন্যবাদ তথ্যবহুল কমেন্টের জন্য।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: লংমার্চ না বইলা লংড্রাইভ বলাই উত্তম।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

কামরুল হাসান ভুঞা বলেছেন: লং ড্রাইভ পেন ড্রাইভ ওহ দারুন....

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লংমার্চ কৈত্তে এতো বাস মাচ!

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

কামরুল হাসান ভুঞা বলেছেন: কাটবো গাছ
খাব মাছ
করবো লংমার্চ।। ভাই এইটা আমার কথা না...সুজা খন্দকারের কথা কিন্তু...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.