নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

লংমার্চ বাস মার্চ কই যাস।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

আগে জানতাম লংমার্চে সবায় হাইট্যা যায়।। অর্থাৎ মার্চ করতে করতে যায়। এখন দেহি ওমা তেনারা বাসে করে লংমার্চ করে।। কই যাই কি যে কই..কিচ্ছু ভাল্লাগেনা।। একটা লংমার্চ ডাইক্যা দিমুনাকি।। বুঝতাছিনা তো।। বেশি কথা কইলেই কইবেননে আমি কই।। থাক কমুনা।। এতো বাস ভাড়া কইরা ঢাকায় আইবো হেফাজতে আইুক। এছাড়া কি কইতে পারি।। তয় একখান কথা এ বাস ভাড়া নাকি ইসলামি ব্যাংক পরিশোধ করবে উইথ আউট ইন্টারেস্ট।। উনারা তো আবার সুদ খাননা।। সুদরে কন ইন্টারেস্ট।। মনে মনে ভাবি এ খেলা না খেইল্যা যদি এ টাকাগুলান মাদ্রাসার ইতিম ছাত্রদের ভরন পোষনে খরচ করতো তয় কত্তোই না ভালোই হতো।। আমার ভালা দিয়া তো তাগো কামনাই।। এ লংমার্চ না করলে তো হেফাজতে ইসলাম নামে যে পলিটিক্যাল পার্টি ছিল আমরা জানতামই না।। এখন জামাত শেষ।। হেফাজতে পালা শুরু।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.