নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

কিচ্ছুই বলবোনা

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

সম্মানিত একজন ব্লগার আমার একটা পোস্টে অনুরোধ করেছেনহেফাজতে ইসলাম নিয়ে কিছু বলতে।। হেফাজতে ইসলাম নিয়ে আমি কি বলতে পারি।। তবে এটাও যে স্রেফ একটা রাজনৈতিক দল তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আর হেফাজতে ইসলাম নামটা কিন্তু সুন্দর হইছে। তবে ইসলাম আল্লাহ তা’লার মনোনিত ধর্ম। স্বয়ং আল্লাহই ইসলাম রক্ষার ব্যাপারে ওয়াদাবদ্ধ। যাই হোক হেফাজতে ইসলামের গতকালের সমাবেশ নিয়ে আমার নিজস্ব কিছু ওভর্জারভেশন আছে যা শেয়ার করা যেতে পারে ।

১. হেফাজতে ইসলাম পেরেছে..আজ পর্যন্ত কোন ইসলামিক দল পারেনি এতো লোক জড়ো করতে।

২. হেফাজতে ইসলাম সামনের নির্বাচনে টার্ম কার্ড।

৩. বিএনপি জা'মাত নির্বাচনে না গেলে জাতিয় পার্টি, হেফাজতে ইসলাম অংশগ্রহণ করবে এবং জাতিয় সরকার গঠন করবে। নিধনপক্ষে হেফাজতের ৫ জন মন্ত্রীত্ব পাবে।

৪. জা’মাত এতোদিন দাবি করে আসছিল যে তারাই বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামি শক্তি এ দাবি এখন সর্বাংশে মিথ্যে প্রমাণিত হলো।

৫. বিএনপি অপাত্রে ঘি ঢাললো। হেফাজতের লংমার্চ দিয়ে বিএনপির পরিকল্পনার কোন কিছুই বাস্তবায়িত হয়নি।

৬. শেষ পর্যণ্ত হেফাজতের আন্দোলন ঘরে তুলবে আ'লীগ।

আমার অভর্জাভেশনে ভুল থাকলে আওয়াজ দিতে পারেন। কোন সমস্যা নাই। সাথে আপনাদের অভর্জাভেশনগুলো বলতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: জামাত শিবির নিপাত যাক!
হেফাজতে জামাত আফগান যাক !

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

কামরুল হাসান ভুঞা বলেছেন: হ্যা...জামাত শিবির নিপাত যাক
হেফাজতে আফগান যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.