নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

ছি: নারী হারাম!

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

ধনরঞ্জন দত্তের খুব মন খারাপ। সাধারনত মন খারাপ হলে মন্দিরে পুরোহিতের কাছে যায়। ইদানিং তার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে। সে যা ধরে সেটাতেই মার খাচ্ছে। একজন বললো শনির দশার জন্যই হচ্ছেনা। এবার ধনরঞ্জন মন্দিরের পুরোহিতের কাছে গেলে পুরোহিত গোপনে বললো শোন ধনরঞ্জন তোমার কি সাবালিকা মেয়ে আছে। ধনরঞ্জন আঙ্ঘে মহাশয় আছে তো। যাও ওকে রাতের অন্ধকারে নিয়ে এসো । কিন্তু ক্যান। কোন প্রশ্ন নয় । যা বলি তাই কর। ধনরঞ্জন মনে মনে ভাবে না ষার্টোর্ধ্ব পুরোহিত তার কি আর কুমতলব থাকবে। কিন্তু পুরোহিত সাহেব যেভাবে মন্দিরে মেয়ে মানুষের প্রবেশ নিষেধ করে দিল। এখন যদি মেয়েটারে রাতের অন্ধকারে মন্দিরে নিয়ে গেলে কারো চোখে পড়ে তাইলে মহা ক্যালেঙ্কারি বেধে যাবে নে। শেষে পুরোহিতের জাত যায় কিনা। ধনরঞ্জন বহুত চিন্তাভাবনা করে বাড়ি ফিরে তার মেয়েকে নিগুমে ডেকে বললে "মেয়ে সানন্দে রাজি হয়ে গেল"। ধনরঞ্জন এবার তার বউয়ের কাছে গোপন রেখে মেয়েকে নিয়ে রাতে মন্দিরের দিকে রওনা দিলো। ওমা মন্দিরে গিয়ে দেখে ধনরঞ্জনের মেয়ের মতো অনেকেই মন্দিরে পুজো দিতে গেছে। ধনরঞ্জনেরতো মাথায় হাত। সর্বনাশ। এইবার কি হইবে। ধনরঞ্জনের বেগতিক দেখে পুরোহিত বললো যাও মেয়েকে নিয়ে পুজো দিয়ে আসো। আমি নারি বিদ্বেষি তাই বলে এই না যে মেয়েরা রাতের বেলায়ও মন্দিরে পুজো দিতে পারবেনা।।

পুণশ্চ: একধরেনের নারি বিদ্বেষি মানুষ আছে যারা নারিদের সাথে মিটিং করে এসে বলে না রাজপথে নারীদের বেহায়াল্লাপনা মেনে নেয়া যায়না। নারী নেতৃত্ব হারাম। কিন্তু নারীকে মহাশয়ার চেয়ারে বসে মিটিং করতে তাদের বিবেকে বাঁধেনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বিএনপিতে নারী পুরুষের অবাধ মিলামিশা বন্ধ করতে হবে: খোকা
http://motikontho.wordpress.com/

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আবেগঘন কণ্ঠে আল্লামা খোকা বলেন, অনেক সহ্য করেছি। আর নহে। নারীকে সমাজে তার সঠিক স্থান বুঝিয়ে দিতে হবে। নারীর সংগে দেখা হবে রুটি বেলার কাঠে, কাপড় কাচার ঘাটে, রাইতের বেলা খাটে। এর বাইরে আর কুথাও নারী দেখলেই মাইর।

আল্লামা খোকাকে মোবারকবাদ জানিয়ে হেফাজতের নায়েবে আমীর জুনায়েদ বাবুনগরী বলেন, আমি লজ্জিত যে একজন নারীর পেট হতে আমার জন্ম হয়েছে। আমার সন্তানকে যেন এই অপমানের ভিতর দিয়া যাইতে না হয়। হে আল্লাহ তুমি আমার পুত্রকে একজন পুরুষের পেট হতে জন্ম দিও।

http://motikontho.wordpress.com/

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.