![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
হাসনাত আব্দুল হাইয়ের চটি ছাপিয়ে প্রথম আলো লাভ করেছে অর্ধকোটি টাকা। প্রায় ২ কোটি হিট পড়েছে অনলাইনে যেখান খেকে প্রথম আলো পেয়েছে ২০ লাখ টাকা। গুগুল সিন্ডিকেটে লেখাটি খোজার জন্য প্রায় আরো অত্যন্ত ১ কোটি লোক হিট করেছে। যেখান থেকে প্রথম আলো পেয়েছে অনধিক ২০ লক্ষ টাকা। ৪০ লাখ টাকার ব্যবসায় লেখকের সম্মানি ধরা হয়েছে মাত্র ৪ হাজার টাকা। আর পাঠকদের মুল্যবোধের কারণে প্রথম পাতায় লেখক ও সম্পাদকের দু:খ প্রকাশ করার স্পেস ভাড়া হিসেবে আরো ২ লাখ টাকা । ২ লাখ ৪ হাজার টাকা বাদ দিলে প্রথম আলোর নিট লাভ ৩৭ লাখ ৯৬ হাজার টাকা। এইবার বুঝেন ব্যবসা কারে কয়।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
শিব্বির আহমেদ বলেছেন: এই টাইপের ব্যাবসা সামুও করে ।
ব্লগে যত ক্যাচাল তত হিট ।
যত হিট তত এড থেকে আয় ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
খাটাস বলেছেন: যে কোন তর্কের মুল উদ্দেশ্য টা অর্থের মাপকাঠি তে প্রকৃত ভাবে বোঝা যায়। লেখক কে ধন্যবাদ। it's all about business.
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
কুৎসিত লেখাটির নামী লেখক, ফরমায়েশী লেখাটি লেখার জন্যে "জামাতি মোটা টাকার খেলা" কাজ করেছে! এতে কোন সন্দেহ নেই। ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে, দেশী টকশো বুদ্ধিজিবীদের কিনতে পারলে একটা কুশীল লেখককে সিস্টেম করতে পারবে না কেন?
Click This Link
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫
মোমের মানুষ বলেছেন: শিব্বির আহমেদ বলেছেন: এই টাইপের ব্যাবসা সামুও করে ।
ব্লগে যত ক্যাচাল তত হিট ।
যত হিট তত এড থেকে আয় ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
বড় মামা বলেছেন: ব্যবসা