নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

হাসনাত আব্দুল হাইয়ে চটি দিয়ে প্রথম আলোর ইনকাম অর্ধ কোটি টাকা

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

হাসনাত আব্দুল হাইয়ের চটি ছাপিয়ে প্রথম আলো লাভ করেছে অর্ধকোটি টাকা। প্রায় ২ কোটি হিট পড়েছে অনলাইনে যেখান খেকে প্রথম আলো পেয়েছে ২০ লাখ টাকা। গুগুল সিন্ডিকেটে লেখাটি খোজার জন্য প্রায় আরো অত্যন্ত ১ কোটি লোক হিট করেছে। যেখান থেকে প্রথম আলো পেয়েছে অনধিক ২০ লক্ষ টাকা। ৪০ লাখ টাকার ব্যবসায় লেখকের সম্মানি ধরা হয়েছে মাত্র ৪ হাজার টাকা। আর পাঠকদের মুল্যবোধের কারণে প্রথম পাতায় লেখক ও সম্পাদকের দু:খ প্রকাশ করার স্পেস ভাড়া হিসেবে আরো ২ লাখ টাকা । ২ লাখ ৪ হাজার টাকা বাদ দিলে প্রথম আলোর নিট লাভ ৩৭ লাখ ৯৬ হাজার টাকা। এইবার বুঝেন ব্যবসা কারে কয়।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

বড় মামা বলেছেন: ব্যবসা

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

শিব্বির আহমেদ বলেছেন: এই টাইপের ব্যাবসা সামুও করে ।
ব্লগে যত ক্যাচাল তত হিট ।
যত হিট তত এড থেকে আয় ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

খাটাস বলেছেন: যে কোন তর্কের মুল উদ্দেশ্য টা অর্থের মাপকাঠি তে প্রকৃত ভাবে বোঝা যায়। লেখক কে ধন্যবাদ। it's all about business.

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
কুৎসিত লেখাটির নামী লেখক, ফরমায়েশী লেখাটি লেখার জন্যে "জামাতি মোটা টাকার খেলা" কাজ করেছে! এতে কোন সন্দেহ নেই। ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে, দেশী টকশো বুদ্ধিজিবীদের কিনতে পারলে একটা কুশীল লেখককে সিস্টেম করতে পারবে না কেন?
Click This Link

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

মোমের মানুষ বলেছেন: শিব্বির আহমেদ বলেছেন: এই টাইপের ব্যাবসা সামুও করে ।
ব্লগে যত ক্যাচাল তত হিট ।
যত হিট তত এড থেকে আয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.