নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগিদের চরিত্রহরণে জামা’তের কোটি টাকার মিশন

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

কোটি টাকার মিশন নিয়ে জামাতের টিম মাঠে নেমেছে। এ মিশনে শাহবাগের গণজাগরণমঞ্ঝের আন্দোলনকারীদের চরিত্র হরনের টার্গেট ধরা হয়েছে শ খানেক কোটি টাকা। দেশীয় গণমাধ্যমকে ব্যবহার করে সুকৌশলে এ কাজটি করা হচ্ছে। টার্গেটের অন্যতম লক্ষবস্তু দেশের নামিদামি বুদ্ধিজীবিদের লেখা। মোটা অংকের টাকা দিয়ে এসব বুদ্ধিজীবিরেদ ক্রয় করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথম শ্রেনীর পত্রিকাগুলোকে পর্যাপ্ত পরিমানে টাকা দিয়ে শাহবাগের আ্ন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত করা। শুধু তাইনা, কিছু টকশোজীবির সাথে বছরখানেকের জন্য চুক্তিও তারা করেছে, যারা বিভিন্ন উপায়ে শাহবাগীদের ডিফেন্ট করবে। ব্যবহার করা হচ্ছে মসজিদ মাদ্রাসার শিক্ষকদের। দেশের বিভিন্ন অঞ্ঝলের মসজিদের ইমামদেরকে শাহবাগ নাস্তিক মুরতাদের বিরুদ্ধে বয়ান করার জন্য মাসোহারা দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে শাহবাগ নিয়ে নেগেটিভ উপস্হাপনার জন্য। বড়মাপের ব্লগারদেরও দেয়া হচ্ছে কাড়িকাড়ি টাকা। শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে একটা প্রকট ও প্রচ্ছন্ন জনমত গড়ে তোলাই এর মুল লক্ষ্য।। এমনকি আওয়ামীলীগ ও বিএনপির বড়মাপের কিছু নেতাকে বাগানো হয়ে্ছে গাড়ি ফ্লাটের টোপ দিয়ে। ভিন্ন কৌশলে ভিন্ন আঙ্গিকে জামাতের এ টাকার খেলার জুয়ার আসরেই বের হয়ে আসবে মুখোশের আড়ালে মানুষগুলোর চেহারা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

কলাবাগান১ বলেছেন: তৃতীয় মাত্রার জিল্লুর সাহেবকে দেখবেন কিভাবে ছলেবলে কৌশলে প্যানালিস্টদের মুখে কথা তুলে দেন শাহবাগের বিরুদ্ধে....... উনাকে একবারের জন্যও কোনদিন শুনি নাই যে তরুনদের আসল চাওয়াটাকে (যুদ্ধাপরাধীদের সঠিক বিচার) উনি সাপোর্ট করেন না। সাপোর্ট না করতে পারেন, তাই বলে কি সবসময়ই কি ওদেরকে হেয় করার প্রচেষ্টায় থাকতে হবে????

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

Toriqul বলেছেন: ভাই আপনি ঠিক আমাদের আইন পাতিমন্ত্রীর মত কথা কয়লেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

ইকবাল পারভেজ বলেছেন: ছাত্রলীগের চরিত্র!!!

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

কলাবাগান১ বলেছেন: ভুল করে লিখেছিলাম
"উনাকে একবারের জন্যও কোনদিন শুনি নাই যে তরুনদের আসল চাওয়াটাকে (যুদ্ধাপরাধীদের সঠিক বিচার) উনি সাপোর্ট করেন না।"

সঠিক হবে:

"উনাকে একবারের জন্যও কোনদিন শুনি নাই যে তরুনদের আসল চাওয়াটাকে (যুদ্ধাপরাধীদের সঠিক বিচার) উনি সাপোর্ট করেন।"

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: তার মানে প্রথম আলো টাকা খেয়ে "ক্যামেরার সামনে মেয়ে টি" গল্প লিখেছিল ??? কত টাকা খেয়েছে কে জানে !!!

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
একটা অপচেষ্টার নমুনা দেখুন
Click This Link

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

গ্রামের মানুষ বলেছেন:
জনাব লাইগ্গা থাকেন, আপনের ভবিষ্যদ অতি উইজ্জল দেহা যায়। কালো মোষের এদিক-সেদিক চরতে গ্যালে কিংবা অনিবার্য কারণ বশতঃ অনুপস্থিতি হইলে আপনিই সোনার ছ্যালেগোরে চালাইয়া নিতে পারবেন।

আপনের কথা অনুযায়ী দ্যাশে চরিত্রহীন লোকের অভাব নাই। কি হুজুর আর কি খাঙ্কি.... হক্কলতেই জামাতি ট্যাকা খাইয়া হ্যাগো কাছে গুয়া মেইল্লা ধরে!

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

মোমের মানুষ বলেছেন: টকশো পাপীগুলোর অবস্থা এমনই। যখন যার থেকে টাকা পাবে তার হয়ে কাজ করবে, আমাদের ব্লগেও মনে হয় কিছুটা টাকার খেলা চলতাছে

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

একাকী বাংলাদেশি বলেছেন: আয় হায় জামাতের টাকা তারা প্রচারের কাজে ব্যাবহার হয় আর আওয়ামিলীগ এর টাকা কি তাইলে খালি বইসা থাকে?

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

কামরুল হাসান ভুঞা বলেছেন: আসুন বিবেদ ভুলে মাথা তুলে দাড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.