নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আগুনের ঠিকানা !!!

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯

আগুন শুধু স্বপ্নই পোড়ে না
অনেক স্বপ্নও বোনে।
আমার সে আগুনের রূপ
দেখার খুব বাসনা, কেউ কি জানে সে
আগুনের ঠিকানা !!!


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মিঃ আতিক বলেছেন: আগুনে পুরে স্বর্ণ খাঁটি হয়। খাঁটি স্বর্ণ খাঁটি মানুষ সব সময় মূল্যবান।

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খাঁটি স্বর্ণ কজনা চিনতে পারে ?
ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ

২| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খাঁটি স্বর্ণ কজনা চিনতে পারে ?
তাহলে অার বুকের মাঝে প্রতিদিন অার্ত চিতকার শুনতে হতো না..........

৩| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খাঁটি স্বর্ণ কজনা চিনতে পারে ?
তাহলে অার বুকের মাঝে প্রতিদিন অার্ত চিতকার শুনতে হতো না..........

৪| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৪:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের দুর্দান্ত মুহূর্তে
মানুষের হৃদয়ের আশ্চর্য বিশ্বাসের প্রতি
আস্থা রেখেছিলাম , কবিতার ঘ্রাণে কামাচ্ছন্ন হয়ে
ব্যর্থ আয়োজনে
পৃথিবীর গদ্য ছন্দে অমূল্য হৃদয় খুঁড়ে দে‌খে‌ছি
বিধ্বস্ত চেতনায় সন্মোহিতের কাছে নির্মম পরাজয়
মানুষ সততা হারাচ্ছে নিজের হৃদয়ের কাছে
ইতিহাস র্ কাছে নিমর্ম পরাজয় জেনেও
মৃত্যু ক্ষত নিয়ে রমনীর প্রেমে হৃদয় রাঙাবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.