নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

নানা পাটেকর সব সম্পত্তি দান করলেন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪



ভারতীয় সিনেমা জগতে ..................................
যাঁর অনবদ্য কৃতিত্ব আজও মানুষের মনকে ভাবিয়ে তোলে সেই
নানা পাটেকর সমাজ - সেবক হিসাবেও স্মরনীয় হয়ে থাকবেন। বিশেষত চাষীদের সাহাযার্থে তাঁর অবদান অনস্বীকার্য।
একজন অত্যন্ত উচ্চমানের চলচিত্র অভিনেতা ও নাট্য - ব্যক্তিত্ব এবং একই সঙ্গে সমাজ সেবক ও দানশীল ব্যক্তি হিসাবেও তিনি খ্যাতি অর্জন করেছেন । ভাবতে অবাক লাগলেও সত্যি যে তিনি তাঁর আয়ের নব্বই শতাংশই দান করে দিতেন ।
কেরিয়ারের প্রথমে জেব্রা ক্রসিং এঁকে বা পোস্টার এঁকে মাত্র পঁয়ত্রিশ টাকা আয় করে সেই টাকাও চাষীদের সাহায্যের কাজে লাগিয়েছিলেন। সিনেমায় পা দেওয়ার পর অনায়াসে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারতেন তিনি, কিন্তু তা না করে নিতান্তই সাধারণ জীবনে সাবলীল ছিলেন।
আটটি কারণ জানলে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। দেখে নিন :
১) ক্ষমতা থাকা সত্ত্বেও নানা পাটেকর তাঁর মাকে নিয়ে ১বিএইচকে ফ্ল্যাটে থাকেন।
২) ৬২ জন আত্মঘাতী মারাঠা চাষী পরিবারকে নিজে ১৫,০০০ টাকা দান করেছিলেন। একই সঙ্গে নিজে ১১২টি কৃষক পরিবারকে পরিদর্শন করেছিলেন।
৩) তাঁর তৈরি সংস্থা নাগপুর, লাতুর সহ অন্যান্য জায়গার সাতশোটি এলাকার সঙ্গে যুক্ত।
৪) তাঁর সংস্থা ইতিমধ্যেই ফারমার্স ওয়েলফেয়ারের জন্য বাইশ কোটি টাকা সংগ্রহ করেছে। যার প্রধান লক্ষ্যই হলো শুকিয়ে যাওয়া নদী ও হ্রদের জলের বদলে চাষী পরিবারকে পানীয় জল প্রদান।
৫) উনিশের শতকে তিন বছর সেনাবাহিনী পদে বহাল ছিলেন।
৬) নানা পাটেকরের সংস্থা শুরুর দিনই আশি লক্ষ টাকা সঞ্চয় করেছিল।
৭) লাতুরের একটি ছোট্ট হলে অভিনেতা নানা পাটেকর প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকার চেক দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই সময় পাঁচ মিনিটের জন্য আলো বন্ধ হয়ে যাওয়ায় গোটা হলের মানুষ জন মোবাইলের টর্চ জ্বেলে তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।
৮) বাঁচার জন্য পথ তৈরি করবো, যতদিন বাঁচবো !!!

নিজের এই অনবদ্য ভাবনার কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অভিনেতা নানা পাটেকর !!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: নানা পাটেকর আমার প্রিয় অভিনেতাদের একজন। তাঁর ভিন্ন ধরণের সিনেমা নির্বাচন এবং অনবদ্য অভিনয়ের জন্য আমার ভীষণ ভালো লাগে তাঁকে। প্রতিভার জন্য শ্রদ্ধাও করতাম অনেক। এখন এই তথ্যগুলো পড়ে সত্যি চমকে গেছি এবং শ্রদ্ধা বেড়ে গেছে কয়েকগুণ। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে আগ্রহ দেখে
আমিও চমকে গেছি এবং আগ্রহ বেড়ে গেছে কয়েকগুণ,
মনে হয় নিরব লেখা গুলি ধীরে ধীরে প্রান পাচ্ছে
অনেক ধন্যবাদ আপনাকে।
....................................................................................................................................................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.