নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

গাহি দ্রোহের গান!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬


কবিতার সাথে কবির কথা
ভাষার প্রানে গান
দেহের মাঝে দ্রোহের দেখা
রক্তে লেগেছে বাণ!
কবিতার দেহে আশ্রিত তুমি
যুগে যুগে জাতিকে করেছ মহান!!
অন্তরে তোমার কান্নার মাঝে কষ্টের অভিমান
ফিরে আসো আবার নির্মল শুভ্রতায়,
ভাষা ভাষীর তরে
গাহি দ্রোহের গান!!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু চোখাচোখি
দূরে মুখোমুখি কেটেছে কিছুটা ক্ষণ
বিজলী চমকে মনের গোপনে
সঁপেছে তাহার মন।
হাওড় বাওড় পেরিয়ে সে এক ছলে
সেতারে বাজালো সুরমার জলে
সীমানা ছাড়িয়ে নতুন সুর।

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো। মন্তব্যে যা লিখেছেন সেটা অপূর্ব !

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২১ শে ফেব্রুয়ারি থেকে ২৯ শে জুলাই = ৫মাস ৮দিন পর
মনে কষ্ট থাকলেও কাউকে বলতে নেই,

আমি আপনার বেশ কিছু লেখা পড়েছি, আপনার ভালো লাগলো জেনে
কান্নার মাঝে কষ্টের অভিমান ভুলে গেলাম..................................
...................................................................................................................................................................

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:২১

রাকু হাসান বলেছেন: আমার কষ্ট খুব ,এমন কবিতা গুলো পাঠকহীনতায় ভুগলে । কত সস্তা কবিতা পড়ে সময় নষ্ট করে ফেলি । চঞ্চল হরিণী আপুর মাধ্যমে আপনার কবিতার কথা জানতে পারলাম । সে সুবাধে পড়ার সুযোগ হলো । আজকের দিনের সেরা কবিতা আমার । খুব করে চাইবো ,,আপনারা প্রথম পাতায় আসুন ,মানুষ জানুক । আপনার দেওয়া নামটি খুব ভাল হয়েছে সাথে কবিতা তো অবশ্যই ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে কষ্ট থাকলেও কাউকে বলতে নেই,
আমি আপনার বেশ কিছু লেখা পড়েছি, আপনার ভালো লাগা , আমার পরম আনন্দ
কান্নার মাঝে কষ্টের অভিমান ভুলে গেলাম..........
আপনার ভালােবাসার ছোঁয়ায়
....................................................................................................................................................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.