নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

৪র্থ মাত্রার ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশনে আপনাকে স্বাগত

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৩:৪৯



১৯৯৮ সালে KODAK কোম্পানি তে ১৭০,০০০ লোক কাজ করতো আর পৃথিবীর ৮৫% ফটো পেপার এই কোম্পানি তৈরী করতো। এখন DIGITAL ফোটোগ্রাফি হওয়ার দরুন কোডাক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আর তার কর্মচারীরা বেকার হয়েছে !
আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী আরও পাল্টে যাবে ! ৭০ থেকে ৯০% ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে !
পৃথিবী খুব তাড়াতাড়ি বদলাচ্ছে ! চোখ কান খোলা রাখুন, নইলে পিছিয়ে পড়বেন !
প্রতিবেশি ভারত শহরে সব পেমেন্টস Paytm দিয়ে হতে চলেছে, রেলের টিকিটও মোবাইল দিয়ে বুক করা হচ্ছে ! নগদ টাকার বদলে ATM কার্ড দিয়ে সব কেনা কাটা হয়ে যাচ্ছে !

১] UBER -শুধু একটা সফটওয়্যার কোম্পানি ! এদের নিজের কোনো ট্যাক্সি নেই ! তা সত্ত্বেও উবের পৃথিবীর সব চাইতে বড ট্যাক্সি কোম্পানি !
২] AIRBNB পৃথিবীর সব চাইতে বড হোটেল কোম্পানি কিন্তু এদের নিজেস্ব কোনো হোটেল নেই !
৩] আমেরিকায় উকিলদের দরকার ক্রমশঃ কমছে, কেননা এখন IBM -WATSON নামের এক সফটওয়্যার উকিলদের থেকে ভালো আইন উপদেষ্টা ! আগামী ১০ বছরে আমেরিকায় ৯০% উকিল কর্মহারা হবে আর যে ১০% টিকে থাকবে তারা সুপার স্পেশালিস্ট উকিল হবে !
৪] এই WATSON সফটওয়্যার মানুষের থেকে চারগুণ ভালো ক্যান্সার নির্ণয় করতে পারে ! ২০৩০ সালের মধ্যেই কম্পিউটার মানুষের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে !
৫] ২০১৮ তে ড্রাইভার বিহীন কার রাস্তায় নামবে ! ২০২০ সালের মধ্যে এই কার পৃথিবীর যান বাহনের ম্যানেজমেন্ট একেবারে বদলে দেবে !
৬] আসছে ১০ বছরে ৯০% পেট্রল /ডিজেল কার রাস্তা থেকে উধাও হয়ে যাবে ! যা বাঁচবে সেগুলো ইলেকট্রিক কিংবা হাইব্রীড কার হবে ! পেট্রল এর ব্যবহার ৯০% কমে যাবে ! আরব তেল উৎপাদনকারীরা কর্মহীন হয়ে যাবে !
৭] যেই আপনি মোবাইল ফোনে কার বুক করবেন অমনি একটা ড্রাইভার বিহীন কার আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবে, আর আপনি যদি কার শেয়ার করেন তাহলে আপনার যাত্রার খরচ মোটর বাইক থেকে কম হবে !
৮] কার ড্রাইভারবিহীন হওয়ার দরুন ৯৯% দুর্ঘটনা কমে যাবে, ফলে ইন্সুরেন্স কোম্পানি গুলো আর থাকবে না !
৯] ট্রাফিক আর পার্কিং সমস্যা নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে ! কেননা একটা কার ২০টা কারের মতো কাজ করবে !
সময়ের সাথে সাথে নিজেকে পাল্টাতে আমরা কেউ কেউ পারবো, কেউ পারবোনা।
নীচের ব্র‍্যান্ডগুলোর কথা ভাবুনঃ কোয়ালিটি ভালো থাকা সত্ত্বেও এরা কেউই আর বাজারে নেই !

HMT (ঘড়ি)
BAJAJ (স্কুটার)
DYNORA (TV)
MURPHY (রেডিও)
NOKIA (মোবাইল) RAJDOOT (বাইক) AMBASSADOR (কার)

কারণ এরা সময়ের সাথে পরিবর্তন করেনি। সময়ের সাথে চলুন,

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা!
ভবিষ্যতে তো অনেক কিছুই হবে।
এমনও হতে পারে মানুষদের খাওয়ার দরকার পড়বেনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা হয় তো ভালো থাকব তবে
আবেগ প্রবণ ভালোবাসা থাকবে বলে মনে হয়না

২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি প্রোটিন যুক্ত টেবল্যাট তৈরি হয়ে যায় তাই হবে।
বা বিশেষ ধরনের ইনজেকশন এক সপ্তাহ বা এক মাস খাওয়ার প্রয়োজন হবে না।
.....................................................................................................

৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মাথা ঘুরছে।

৪| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা..... জীবনটা কি সহজ হচ্ছে না কি জটিল হবে বুজতে
পারছি না।.............................ও ভাই
বেশী মাথা ঘুরলে একখান প্যারাসিটামল খেয়ে নিবেন।
ওটাও কিন্ত ট্যাবলেট

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৩

চঞ্চল হরিণী বলেছেন: ভবিষ্যতের অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর পৃথিবীর কথা ভাবলে আমার মনে ভীতিকর ছবি জন্ম নেয়।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটু পেছনে ফিরে দেখুন আমরা অনেক ভালাে আছি
প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা হয় তো ভালো থাকব তবে
আবেগ প্রবণ ভালোবাসা থাকবে বলে মনে হয়না
....................................................................................................................................................................

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:১০

রাকু হাসান বলেছেন: কমেন্ট'র প্রতি মন্তব্য আপনার হচ্ছে না , মনে কিছূ নিবেন .সমস্যা নেই , অামার ও হত ।

ছবি লাল দাগ দেওয়া ঘরে ক্লিক করলে অপশন পাবেন । তখন প্রতি উত্তর করলে ,কমেন্টকারী আপনার উত্তরের নোটিফিকেশন পাবে । আবার এসে সহজে দেখতে পারবে আপনি কি বলছেন । আর নীল দাগ দেওয়াতে ক্লিক করা হয় কারও মন্তব্য ভাল লাগলে ,মানে লাইক দেওয়ার মত । এটা দিলেও কমেন্ট কারী খুশি হয় । তো এখন আমাকে প্রতি উত্তর করেন তো দেখি ... ;)



আর চঞ্চল হরিণী বলেছেন: ভবিষ্যতের অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর পৃথিবীর কথা ভাবলে আমার মনে ভীতিকর ছবি জন্ম নেয়।..আপুর সাথে একমত ....তবে কিছু করাও নেই ,আমাদের ,,

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা হয় তো ভালো থাকব তবে
আবেগ প্রবণ ভালোবাসা থাকবে বলে মনে হয়না

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা হয় তো ভালো থাকব তবে
আবেগ প্রবণ ভালোবাসা থাকবে বলে মনে হয়না

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

এস এম ইসমাঈল বলেছেন: ওরে বাবা!অবস্থা বেশ জটিল বলে মনে হচ্ছে।জয় সারভাইবাল অফ দ্যা ফিটেষ্ট।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা হয় তো ভালো থাকব তবে
আবেগ প্রবণ ভালোবাসা থাকবে বলে মনে হয়না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.