নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০২

১। প্রধানমন্ত্রী হিসাবে উনার সাফল্য বা ব্যর্থতা নিরপেক্ষ ভাবে বলুন।

২। একজন মমতাময়ী মাতা হিসাবে উনার সাফল্য বা ব্যর্থতা নিরপেক্ষ ভাবে বলুন।

৩। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসাবে আর্ন্তজাতিক অন্ঙনে উনার সাফল্য বা ব্যর্থতা নিরপেক্ষ ভাবে বলুন।

.............................................................................................................





দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের
মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী
১৯৮১ সালে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। ঐ বছরেরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান
ঘটিয়ে বাংলাদেশে ফিরে আসেন।



ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘২০১৮ স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ
’বৈশ্বিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস তাকে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেন।
গ্লোবাল হোপ কোয়ালিশন প্রধানমন্ত্রীকে ‘২০১৮ স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড’এ ভূষিত করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি অনুষ্ঠানে পুরস্কার দুটি গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জয় বাংলা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা রাজনৈতিক শ্লোগান, আমরা সবাই জানি, তিনি একদিন থাকবেন না
তখন ও এই শ্লোগান থাকবে ।
আমি চাইছি আপনার অভিমত, তিনি আমাদের জন্য
বা দেশের জন্য বা মাতা বা ভগিনী বা আন্ত -রাষ্ট্রের জন্য কি করেছেন
তার একটি ডাটা বেইজ তৈরী করতে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম :
আমি চাইছি আপনার অভিমত, তিনি আমাদের জন্য
বা দেশের জন্য বা মাতা বা ভগিনী বা আন্ত -রাষ্ট্রের জন্য কি করেছেন
তার একটি ডাটা বেইজ তৈরী করতে ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

আবু তালেব শেখ বলেছেন: শুভেচ্ছা রইলো। তবে তিনি ধনীদের, গরীবের নয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে তিনি ধনীদের, গরীবের নয়।
আপনার বক্তব্য স্বপক্ষে কিছু যুক্তি দিন ।
আমি তো দেখেছি তিনি গরীবের জন্য অনেক প্রকল্প করেছেন ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪২

সনেট কবি বলেছেন: তাঁর জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা। দেশ ও জাতির মঙ্গলে হোক তাঁর আগামীর পথ চলা। তাঁর হাত ধরে যেন জাতি উন্নত রাষ্ট্রের দিশা খুঁজে পায়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম সনেট কবি
তিনি আমাদের জন্য উন্নত জাতি ও রাষ্ট্রের দিশা খুঁজে
দেখাবেন । বক্তব্যর স্বপক্ষে ব্স্তবতা কি
একটু বলুন

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭

বলেছেন: এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্হান।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্হান।
তিনি কি নতূনদের স্হান দেন না ?
..................................................................................
যুক্তি দিন , প্রমান দিন ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২২

আমিনভাই বলেছেন: জাতিকে ভিবক্ত করার ভাল দুরদরশিতা আছে। এতোমিথ্যা বলা রাষ্ট নায়ক আরো আছে কিনা থাকলে জানাবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার বক্তব্য পক্ষে কোন যুক্তি দিন বা প্রমানিক ডকুমেন্ট থাকলে
অবহিত করুন । জানতে চাই আপনার এই ধারনা ভূল প্রসুত নাকি
সত্যই আমরা বিভক্ত ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

নজসু বলেছেন:

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগত : সুভকামনা
আপনার অভিমত দিন ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মানুষ উনার উপর এখন বিরক্ত।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন দেশে , রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী দীর্ঘ দিন ক্ষমতায় থাকে তখন
এই পরিস্হিতির উদ্ভব হয় ।
রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রীর অগোচরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা উনার পক্ষে
প্রকত ঘটনা জানা সম্ভব হয় না, সাধারনত, সব দলেই কিছু ঘনিষ্ঠ লোকজন
এই গর্হিত কাজ গুলো করে থাকে ।
........................................................................................................
আপনার সুচিন্তিত ও নিরপেক্ষ মতামত দিন
........................................................................................................

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:


তার অবদান অনস্বীকার্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গতানুগতিক ভাষায় বলেছেন
আপনার নিজস্ব ভাষায় জোরালো বক্তব্য আশা করছি ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: তিনি একজন সাহসী এবং পরিশ্রমী মানুষ।
দেশের জন্য গত ৯ বছরে অনেক কিছু করেছেন। করছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
আপনার মন্তব্যর জন্য, আমি চাইছি আপনার বক্ত্যবর সপক্ষে সঠিক
বাস্তব উদাহরন প্রর্দশন করুন, কেন আপনি " তিনি একজন সাহসী এবং পরিশ্রমী মানুষ"
বলছেন ? তাহলে অনেক মানুষের বিভ্রান্ত ধারনার অবসান হতে পারে ।
............................................................................................................

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা,রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভকামনা
আপনার নিজস্ব ভাষায় জোরালো সমর্থন বা সমালোচনা আশা করছি ।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আনার আসা,

মাননীয়া প্রধানমন্ত্রীর জন্মদিনে জানাই অন্তরের প্রীতি ও শুভেচ্ছা।


সঙ্গে প্রিয় শঙ্খচিলভায়ের জন্য রইল বিমুগ্ধতা ♥♥♥♥ ও শুভকামনা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই আমার কিছু নাই, আমার জন্য বিমুগ্ধতা নাইবা থাকল
আমি একটা বিষয়কে লক্ষ্য রেখে
এই পোষ্টটা দিয়েছিলাম, আমরা অনেকেই বিভিন্ন প্রপাগান্ডা বা
মিডিয়ার অনবরত চাপায়ে দেওয়া অডিও বা ভিডিও দেখে সত্য মিথ্যা
বিশ্বাস করতে শুরু করি । তাই আমার উদ্দেশ্য ছিল , আমরা কতটুকু সত্য
জেনে একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মন্ত্রীর উপর নাখোশ হই অথবা জয়বাংলা বলি !!!
.......................................................................................................
এই ক্ষুদ্র পরিসরে যা পেলাম তাতে এটা পরিস্কার যে, তা অত্যন্ত বিষ্য়কর ব্যাপার
.......................................................................................................

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১। সাফল্য - অনেক উন্নয়ন হয়েছে। যে কোন সরকার থাকলেই উন্নয়ন হয়। ব্যর্থতা - ব্যাংকিং খাতে লুটপাট, শেয়ার মার্কেটে ধ্বস সর্বোপরি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। গুমের সুরাহা হয়নি।
২। 'মমতাময়ী মা' হলে তার আবার ব্যর্থতা কীভাবে হয়? - প্রশ্নটা অযৌক্তিক...
৩। উনার দূরদৃষ্টি শুধু ভারত পর্যন্ত। উনি বৈশ্বিক রাজনীতিতে দুর্বল। ভারত ছাড়া উনার তেমন কোন ভালো বন্ধু নেই। উনি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশীদের ভিসা চালুর ব্যপারে তেমন দক্ষতা দেখাতে পারেন নি...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য :
আপনার প্রশ্নের কিছু ব্যাখ্যা করি ১) সাফল্য - অনেক উন্নয়ন হয়েছে। যে কোন সরকার থাকলেই উন্নয়ন হয়। ব্যর্থতা - ব্যাংকিং খাতে লুটপাট, শেয়ার মার্কেটে ধ্বস সর্বোপরি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। গুমের সুরাহা হয়নি।
অতীতের সরকারের সময় কি কি উন্নয়ন হয়েছে এমন কোন মাইল ফলক আমার জানা নাই । বরং আমরা জানি , ওপটিক্যাল লাইন আসার কথা ছিল বিনা খরচে, তা হয় নাই, ঢাকা-চট্টগ্রাম সাবওয়ে মেট্রো লাইন নির্মানের প্রস্তাব জাইকা দিয়ে ছিল কিন্ত ২৫%
আর্থিক সুবিধা প্রস্তাবের জন্য উক্ত কাজ ভেস্তে যায় ।
২) 'মমতাময়ী মা' হলে তার আবার ব্যর্থতা কীভাবে হয়?
আপনি তা বিশ্বাস করেন না বুঝলাম। কিন্ত আমরা ইতিপূর্বে এই দক্ষিন পূর্ব এশিয়ায় কোন প্রধানমন্ত্রী কি দেখেছি , রাষ্ট্র
পরিচালনার সময়ে দু:খী মেয়ে/ ছেলেদর অভিবাবক হয়ে কন্যা দান আবার একই সময়ে মেয়ে বা ছেলের জন্য হেসেঁলে
রান্না বান্না করা ?
৩) উনার দূরদৃষ্টি শুধু ভারত পর্যন্ত। উনি বৈশ্বিক রাজনীতিতে দুর্বল। ভারত ছাড়া উনার তেমন কোন ভালো বন্ধু নেই। উনি
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশীদের ভিসা চালুর ব্যপারে তেমন দক্ষতা দেখাতে পারেন নি...

আপনার এই বক্তব্যর সাথে বিএনপির বক্তব্য মিল আছে অর্থাৎ বক্তব্যটি আপনার নয় । তবুও বলছি তাহলে তিনি জাতি
সংঘে কি করছেন ? রোহিঙ্গা প্রশ্নে প্রথমে ভারতের ভূমিকা আমাদের পক্ষে না থাকলে ও সারা বিশ্ব কেন আমাদের সমর্থন
দিলো ?

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চিরজীবী হোন আমাদের নেত্রী। এভাবেই যেন হাজার বছর আমাদের পাশে থাকনে।
জয় বাংলা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু জয় বাংলা বলে দলীয় শ্লোগান দেয়া যায়,
কিন্ত সাধারন মানুষ যখন অসাধারনের মত কথা বার্তা বলে
তখন আপনার দ্বায়িত্বকি অনুধাবন করুন
এবং দ্বায়িত্বর সাথে পালন করুন ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ জন্মদিন নেত্রী।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভকামনা
আপনার নিজস্ব ভাষায় জোরালো সমর্থন বা সমালোচনা আশা করছি ।
আপনি কেন নে্ত্রীকে পসন্দ করেন বা উনার কোন কাজটি জাতির
জন্য প্রশংসনীয় তা জানাতে পারতেন ।
........................................................................................................

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

আবু মুহাম্মদ বলেছেন: কিছু কমু না আমি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেন ?
আপনি কি ভয় পান ?
সুস্হ সমালোচনা বা সঠিক প্রশংসা তিনি পেতে পারেন
সুনাগরিক হিসাবে তা আমাদের কর্তব্য
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

ওমেরা বলেছেন: আমি তো উনার সম্পর্কে তেমন কিছু জানি না আপনার পোষ্টে জানার জন্য এসেছিলাম কিন্ত কেউই তেমন কিছু বল্ল না ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তো উনার সম্পর্কে তেমন কিছু জানি না আপনার পোষ্টে জানার জন্য এসেছিলাম
কিন্ত কেউই তেমন কিছু বল্ল না ।

আমি এরকম একটা পোষ্টের অপেক্ষায় ছিলাম।
................................................................................................................
খুবই অবাক হলাম, অনেকেই বিভিন্ন সময়ে, আজে বাজে বা আবেগ প্রবন কথা বলে
বিভিন্ন সময়ে, কিন্ত আজ খুব আশায় এই পোষ্ট দিলাম যে, গঠনমূলক কিছু আলোচনা
হোক ,সত্যকে সত্য বলব আর মিথ্যা কে স্বীকার করব ।
কিন্ত আশ্চর্য হয়ে দেখলাম আমাদের সৎ সাহসের ভাটা পড়েছে ।
................................................................................................................

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: লেখক বলেছেন: শুভকামনা
আপনার নিজস্ব ভাষায় জোরালো সমর্থন বা সমালোচনা আশা করছি ।
আপনি কেন নে্ত্রীকে পসন্দ করেন বা উনার কোন কাজটি জাতির
জন্য প্রশংসনীয় তা জানাতে পারতেন ।

সত্যি বলতে বাংলাদেশে যোগ্য রাজনীতিবিদ খুঁজে পাচ্ছি না। আমি নিরপেক্ষ। নির্দিষ্ট করে কোন দলকেই আমার পছন্দ না। এই না যে রাজনীতি আমার ভাল লাগে না। স্বদেশীয় রাজনীতি ভাল লসগে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি নিরপেক্ষ সমালোচনা আশা করছি
সেক্ষেত্রে আপনি উপযুক্ত কন্ঠ হতে পারেন।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

কে ত ন বলেছেন: কোন উন্নয়নই ফলপ্রসূ হবেনা, যদি দেশে বেকারত্বের হার বাড়তে থাকে। শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা হল দেশ থেকে বেকারত্বের হার কমাতে না পারা। একদিকে উচ্চ মধ্যবিত্তের সম্পদের পরিমাণ বাড়ছে, অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বেকারত্ব করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে।

মা হিসেবে তিনি তেমন সফল নন। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। পারেননি তার শুন্য স্থান পূরণের যোগ্যতা অর্জন করাতে।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি পুরো ফ্লপ। নিজের সুবিধার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজে লাগাতে পারেন, কিন্তু দেশের স্বার্থে তা কোন কাজে আসেনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ অাপনার বক্তব্যর জন্য :
১) কোন উন্নয়নই ফলপ্রসূ হবেনা, যদি দেশে বেকারত্বের হার বাড়তে থাকে। শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা হল দেশ থেকে বেকারত্বের হার কমাতে না পারা। একদিকে উচ্চ মধ্যবিত্তের সম্পদের পরিমাণ বাড়ছে, অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বেকারত্ব করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে।
আপনি কোন বাস্তব পরিসংখ্যান দেননি : ২-৩ বৎসর পূর্বে দারিদ্র সীমা ছিল ৪৫% এর নীচে ,
বর্তমানে তা কমে ২২% হয়েছে
তাহলে আপনার বক্তব্য কিভাবে গ্রহনযোগ্য হবে ???
২) মা হিসেবে তিনি তেমন সফল নন। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি।
উনার কোন সন্তান অশিক্ষিত আছে ? বা সুশিক্ষা পায় নাই ? বক্তব্যটি আপনার সম্পূর্ণ মনগড়া ।
৩) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি পুরো ফ্লপ।
কোথায় কি ভাবে ফ্লপ ? বিস্তারিত জানান । বরং তিনি গতকাল দুইটি আন্তর্জাতিক সন্মান অর্জন করেছনে
যা আপনি বা আমি ৫০ বৎসর চেষ্টা করলে ও পাবনা ।

২০| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

কে ত ন বলেছেন: আমি দারিদ্র্য নিয়ে লিখিনি। লিখেছি বেকারত্ব নিয়ে। বেকারত্ব একটা অভিশাপ। এটা দূর করতে না পারলে কোন উন্নয়নই ফলপ্রসু হবেনা। আপনি প্রথম আলোবাংলাদেশ প্রতিদিনের এই লেখা দুটো পড়তে পারেন

দেশের প্রধানমন্ত্রীর সন্তানেরা অশিক্ষিত থাকবে, এটা কল্পনায়ও ভাবা যায়না। আমি বলতে চেয়েছি তারা সুশিক্ষায় শিক্ষিত নয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় জয় দেশে এলে তারেক ফুল নিয়ে প্রতিনিধি পাঠিয়েছিলেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য। জয় তাদেরকে বাসায়ই ঢুকতে দেননি, বরং গেটের বাইরে থেকেই অপমান করে তাড়িয়ে দেন।

আন্তর্জাতিক সম্মান অর্জনে দেশের কোন লাভ হয়না। দেশের লাভ হয় আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধিতে। উনি ভারতের আনুকূল্য লাভের জন্য বিশ্বের বড় বড় শক্তির সাথে সম্পর্ক খারাপ করেছেন।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার চিন্তা ভাবনার জন্য
রাজনীতিতে দূর থেকে যা দেখেন তার
অন্তরে কি থাকে তা অনেক কিছুই আমরা
জানি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.