নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
ভালবাসা যখন নূতন ঘ্রান ছড়ায়
তুমি কি অনুভব করো
দু-চোখে, দু-নয়নে ?
অথবা প্রস্ফুটিত , কামোদ্দীপ্ত ঠোঁটের ফাঁকে
ভালবাসা কখন নূতন ঘ্রান ছড়ায়
তোমার দেহের প্রান্তে, তেপান্তরে
সর্ন্তপণে শিরা উপ শিরায়
অথবা প্রস্ফুটিত ,দেহের স্তনের বোঁটায়
ভালবাসা তখন নূতন ঘ্রান ছড়ায়
একাকী নির্জন বাসে, মেঘের ডাকে
চকিত ঝিলিক সাঁঝে, রক্তের খেলায়
অথবা প্রস্ফুটিত ,দেহের ব্যালেন্স বীমের মাথায়
আমি তখন,
সমুদ্র মন্থন এক, পাগলা রেসের ঘোড়া
তীব্র বেগে অনু -পরমানুর
ঘর্ষণ - কর্ষণে, প্রেমত্ত পাখির মেলা !
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সর্ব প্রথম আগমন আর শুভেচ্ছা
দুটোই কাম্য, ধন্যবাদান্তে
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
সত্যিকারের প্রেমে পড়লে এক ধরণের দিগ্বিজয়ী অনুভূতির জন্ম নেয়। যেনো সেই প্রেমটিকে ঘিরে সব কিছু করে ফেলা সম্ভব, সব বাঁধা পার করা সম্ভব। আপনি হয়তো জানতেনই না আপনার মধ্যে এতো স্পৃহা লুকিয়ে আছে।
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
পাগলা রেসের ঘোড়া, শুধু ঐ দিনই দুনিয়া মাত করে
জীবনের সর্ব শক্তি দিয়ে,
তা দেখে আধুনিক সুন্দরীরা ঝাপায়ে পড়ে
পঙ্গ-পালের মতো
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ
তবে,
সাহস করে আরেকটু অন্দর মহলে আসুন
রহস্যময় রোমান্টিকতা মিশে আছে,
............................................ অজানা শিহরন
৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
আরোগ্য বলেছেন: চমৎকার অভিব্যক্তি !
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আর থাকল শুভচ্ছো,
আরেকটু অন্দর মহলে আসুন
রহস্যময় রোমান্টিকতা মিশে আছে,
............................................ অজানা শিহরন
৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: হুম, ভালোবাসা যখন নতুন ঘ্রান ছড়ায় তখনই ভালো
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসা যখন নতুন ঘ্রান ছড়ায়
........................................................
তখনই আমরা পাগল হয়ে যাই,
চোখের মাঝে ফুটে উঠে,
অন্য এক জগত।
শুভকামনায় ,থাকল শুভচ্ছো,
৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সু স্বাগতম,
আসুন পাগলা ঘোড়ার
রাশ টেনে ধরি
হাঁ হাঁ হাঁ
৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
নব ভাস্কর বলেছেন: ভাল লাগলো।
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভকামনায় ,থাকল শুভেচ্ছা,
৮| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। মিষ্টি খাওয়ান। কেমন আছেন?
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহারে ২৪ ঘন্টা পার হয়ে গেল , মিষ্টি এখনও থাকে ?
তবুও স্পেশাল অর্ডার দিলাম , আরও আছে কিন্ত,
সব খেয়ে যেতে হবে
...................................................................................
৯| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: B- হাহাহা ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
............................................................................................................
ভালবাসা হাওয়ায় উড়ে চলে
১০| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
রাকু হাসান বলেছেন:
শেষ অংশ ভালো লাগছে । শুভকামনা রেখে গেলাম ।
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভকামনায় ,থাকল অশেষ ধন্যবাদ ,
১১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, অসাধারণ কাব্য গড়েছেন ভালোবাসা নিয়ে।
মুগ্ধ কথামালায়।
শুভকামনা আপনার জন্য সবসময়
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসাধারণ কাব্য গড়েছেন ভালোবাসা নিয়ে।
মুগ্ধ কথামালায়।
..............................................................................
আপনার এই মুগ্ধ কথামালা আমার প্রেরনা !!!
১২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭
নজসু বলেছেন: সুন্দর
সুন্দর
এবং
সুন্দর ভালোবাসার কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
১৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা।
২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার এই মুগ্ধতা আমার প্রেরনা !!!
..............................................................
১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
বিজন রয় বলেছেন: শব্দখেলা ভাল হয়েছে।
তবে দেহের ব্যালান্স বীমের মাথায় এই জায়গাটা ভাল লাগেনি।
আপনার আরো লেখা পড়তে হবে।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ব্লগে আপনার আগমন অনেক কম,
আমার জানা আছে।
কবিতার ভাষায় অনেক শব্দ বিন্যাস ঘটে;
কেউ সরাসরি বলবে, কেউবা রুপকের আশ্রয় নিবে
এটাই স্বাভাবিক ।
........................................................................ স্বাগতম আমার ব্লগে আরো লেখা পড়ার জন্য।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮
বিজন রয় বলেছেন: আমি তো সবার ব্লগবাড়ি যেতে চাই, এই আন্তরিকতা আমার আছে। আগে যেতাম সবার বাড়ি। কিন্তু এখন আগের মতো সময় পাই না যে!! এমন কি আমি আমার নিজের কবিতাও পোস্ট করতে পারছি না। ওই কবিতা সংকলন পোস্ট করতে করতেই সময় হাওয়া হয়ে যাচ্ছে।
আগামী ২/৩ মাস পরে হয়তো আরো একটু সময় পাবো। তখন নিয়মিত আসবো নিশ্চয়ই। আর এখনও চেষ্টা করবো।
ভাল লাগল আপনার আন্তরিকতা।
শুভকামনা রইল।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন বিখ্যাত কবি এরকম একটি কবিতায়
শব্দ চয়ন করে ছিলো " তুমি সেই তরবারি "
...................................................................
এর শব্দার্থ অনেকেই তাৎক্ষনিক বুঝতে পারে নাই
ভাবছি সেই তরবারি নিয়ে নুতন কিছু লিখব কিনা ?
পাঠক সমাজে তার ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে ?
......................................................................................
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: বহুমুখী অর্থবহ কথামালায় সাবলিল গতিতে
ও কাব্যিক শৈলিতে রচিত কবিতায় ভাল লাগার
একটি আবেশ রেখে গেল ।
শুভ কামনা রইল
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বহুমুখী অর্থবহ কথামালায় সাবলিল গতিতে
ও কাব্যিক শৈলিতে রচিত কবিতায় ভাল লাগার
একটি আবেশ রেখে গেল ।
.........................................................................
আপনার এই বিশেষন আমাকে আরও ভাবিত করিল,
কাব্য কথার অর্ন্তনিহিত আবেদন, এভাবে
সকলকে ছুঁয়ে গেলে, কবিতার সার্থকতা বহুগুনে বর্ধিত হয় ।
.............................................................................
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা