নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনে আসিও বন্ধু,আমার আকাশ ছোঁয়া অভিমান ।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩



তুমি কথা দিয়েছিলে
জন্মদিনে আমরা সারাদিন ঘুরব
কোন কাজ রাখবে না হাতে
আমার নিভৃত আদর গুলো
প্রস্ফুটিত গোলাপ পাপড়ি হয়ে
তোমার উপর ঝরবে।

তুমি হেসে বলেছিলে,
আমার জমানো কথাগুলো
হলের আলো আধাঁরীতে, ফিসফিসিয়ে
চুম্বন খেতে খেতে , রক্তিম কানে কানে
হাতের মাঝে হাত , চলবে প্রণয় খেলা।

তুমি হৃদয় খুলে বলেছিলে,
ছুঁয়ে দেখ তৃষ্ণার্ত এইখানে
তোমার ছোঁয়ায়, লাজুক লতায় শিহরন
হারাব দু'জনা সেদিন
সমুদ্রের উত্তাল মাতাল হাওয়ায়।

তুমি কপালে চুম্বন দিয়ে বলেছিলে,
ভালবাসা ! আমার জান
জন্মদিনে,সকল কাজে সখা বিনে
এ দেহে না থাকিবে প্রান !!!
জন্মদিনে আসিও বন্ধু,আমার আকাশ ছোঁয়া অভিমান ।



সর্বসত্ব সংরক্ষিত
তাং : ২৪/১০/২০১৮

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: অভিমানের আখ্যান বেশ ভালো লাগলো ।

শুভকামনা প্রিয় শঙ্খচিল ভাইকে ।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভসকাল,
অভিনন্দন সবার আগে অভিমানের আখ্যান
পড়ার জন্য ।
..............................................................................

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অভিমান ঝরে যাক, মুগ্ধতা ফুটে উঠুক।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রিয়ার ভালবাসায় ঘাটতি হলেই অভিমান হয়
এখানে ও তাই ঘটেছে ।
................................................................. শুভকামনায়

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, সাত সকালে কবিতা পড়ার জন্য

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

নজসু বলেছেন: মধুর সম্পর্কের মাঝে রাগ বা অভিমান হওয়াটা অনেক বেশি স্বাভাবিক একটি বিষয়।
ভালোবাসার অধিকারে দুজনেই দুজনের উপর আশা করে থাকেন।
আর তা পূরণ না হলে রাগ বা অভিমান।
কিন্তু কবি যদি রাগ বা অভিমান বেশি হয় তখন অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়।

জন্মদিনে প্রেয়সীর শুভাগমন ঘটুক।
আনন্দে উদ্বেলিত হোক দুটি মন।
অভিমান যেন বাসা না বাঁধে হৃদয়ে।

কবিতায় ভালো লাগা।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রিয়ার ভালবাসায় ঘাটতি হলেই অভিমান হয়,
জন্মদিনে প্রেয়সী, কথামত কথা রাখেনি
তাই এই কবিতার সৃষ্টি ।

..............................................................................................

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫১

বিজন রয় বলেছেন: গভীর হৃদয়ের গাঢ় ভালবাসা। এখানে সুখ-অসুখ থাকবেই।

তৃষ্ণার্ত বানানটি ঠিক করে দিন।
সাধু-চলিত মিশ্রণ পরিত্যাজ্য।

শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক চেষ্টা করেও ওই বানানটি টাইপে আনতে পারি নাই,
প্রিয়ার ভালবাসায় ঘাটতি হলেই অভিমান হয়,
ভালবাসার পরীক্ষা চলে

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:


আজকাল প্রেয়সীদের হারিকেন নিয়ে খুঁজতে বের হতে হবে৷

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাঁ হাঁ হাঁ
জম্পেশ একটা মন্তব্য হলো ।
আধুনিক প্রেয়সীদের জন্মদিনে , স্বল্প গিফট থেকে
প্রেমিকের পকেটের দিকে নজর থাকে বেশী ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

সাগর শরীফ বলেছেন: কিছুই তো করেন নাই যা বলছিলেন। এবার যে অভিমান করেছেন উনি, এরপর ?

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরবর্তী কবিতায় রহস্য আরও ঘনীভুত হবে ।
..........................................................................

৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

সাগর শরীফ বলেছেন: পরবর্তী কবিতায় রহস্য আরও ঘনীভুত হবে ।
অপেক্ষায় থাকলাম।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দারুন ব্যাপার !
এটা তো ভাবি নাই
কবিতার আবার পর্ব থাকবে !!

৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: ভালোবাসার জন্য অপেক্ষা, সেতো মধুর চেয়েও মিষ্টি!
খুনসুটি আর অভিমান না হলে প্রেম পিরীতি জমে নাকি!
অভিমান বেশী হলে প্রেমিকার কাছ থেকে কড়ায় গন্ডায় সুদ সহ উসুল আদায় করে নিবেন!
ছবি জোসের উপরে কিছু থাকলে সেটা ;)
কবিতা প্রেমের রসে টুই টুম্বুর.......।
চলুক তবে প্রেমের রক্তিম কথামালা.....।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিমান বেশী হলে প্রেমিকার কাছ থেকে কড়ায় গন্ডায় সুদ সহ উসুল আদায় করে নিবেন!
............................................................... ঠিক ঠিক ঠিক
পরের কবিতায় কিভাবে সুদসহ উসুল আদায় করা যায় সে চিন্তা করছি ।
দুষ্ট বুদ্ধি দেবার জন্য ধন্যবাদ

১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: যত রকমের দুষ্ট বুদ্ধি দরকার আমার কাছে খোঁজ নিবেন। আমার মাথায় সব সময় শুধু দুষ্ট বুদ্ধি ঘুরে........।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

১১| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

রাকু হাসান বলেছেন:


গভীর হৃদয়ের গাঢ় ভালবাসা। এখানে সুখ-অসুখ থাকবেই।---বিজয় ভাইয়ের মতই বলতে চেয়েছিলাম । কবিতা ভালো হয়েছে

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
দেখলাম আপনাকে নায়ক বানানোর চেষ্টা চলছে
ভালইতো,
এখানেও গভীর হৃদয়ের গাঢ় ভালবাসা আছে ।
.................................................................................

.................................................................................
শুভেচ্ছা থাকল , আগামীর নায়ক ও প্রযোজক এর জন্য

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আমার ব্লগে এসে কবিতা পড়ার জন্য
কোথায় আরও ভালো করা যেত জানালে
আরও উপকৃত হতাম ।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯

বলেছেন: খুব সুন্দর

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উৎসাহ ব্যঞ্জক মন্তব্য হলো ।
আরও কিছু বল্লে ভালো লাগত, শুভকামনায়

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রিয় ভাইয়া, কেমন আছেন? কবিতা সুন্দর হয়েছে। আপনার কবিতায় +++। মিষ্টি খাওয়ান। B-)

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একবার মিষ্টি খাওয়া হয়েছে বারবার খেলে
ডায়বেটিস হতে পারে । হা হা হা

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

হাবিব বলেছেন: স্বপ্নের শঙ্খচিল প্রিয় নতুন লেখা চাই।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুটোলেখা ড্রাফটে থাকলেও সময়ের অভাবে লেখা শেষ করতে পারছিনা ।
তাই মানসিক ভাবে সিদ্ধান্ত নেয়া আছে যে, প্রতি মাসে ৪টির বেশী পোষ্ট নয় ।
সম্ভব হলে আপনার ইচ্ছায় চেষ্টা করব ।
.............................................................................................
আমার লেখায় আপনার আগ্রহ প্রকাশ আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক
......................................................................................................




১৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

মুক্তা নীল বলেছেন: *যে প্রেমে গভীরতা বেশি সে প্রেমে অভিমানও বেশী* জয় হোক ভালোবাসার। সুন্দর একটি কবিতা।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উৎসাহ ব্যঞ্জক মন্তব্য হলো ।
ভালোবাসার গল্প বল্লে ভালো লাগত, শুভকামনায়

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্বাস করুন শিরোনাম পড়েই চোখে পানি এসে গেছে।

প্রত্যাশারা পূর্ণতা পাক।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্য শুনে আমি শিহরিত !
প্রত্যাশার প্রেয়সীর কাছে আপনার মন্তব্যটি
ডাকে পাঠায়ে দিলাম ।
.........................................................................................


১৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

ম ইসলাম বলেছেন: জন্মদিনে আসিও বন্ধু, এ আমার আকাশ ছোঁয়া অভিমান.........অসাধার!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্য
আমার অসাধারন ভালোলাগা
............................................................................................

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
লেখায় শব্দ চয়নে ও কবিতায় তা যথাযথভাবে সন্নিবেশে এর অভিমানি আবেশটিকে
সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে বলে মনে হলো ।
শুভেচ্ছা রইল

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে অত্যন্ত আনন্দিত,
অভিমানি আবেশটি প্রকৃত ভালবাসার ভান্ডার হতে উৎসারিত
ফলে আমেজটি হয়েছে , খাঁটি অম্লমধুর রসালয় ।
........................................................................................

২০| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসে নাই?

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জন্মদিনের আকাশ ছোঁয়া ভালবাসা
অন্যদিন কি পূরন করা যায় ???

২১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

নজসু বলেছেন: কেউ কথা রাখেনা ভাই। :(

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালবাসা নিরন্তন, শুভ্র রহস্যে ভরপুর
কেউ হাসে কেউ কান্দে

২২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তো এসে কি ছিলো সে নাকি না? ;)
আমার সালাম নিবেন ভাইয়া। কেমন আছেন? আশা করি ভালোই আছেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালবাসা নিরন্তন, গভীর রহস্যে ভরপুর
এসেছিল এবং কানায় কানায়
আদর ছিল পরদিন..............!!!
......................................................................................

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন:

নাহ আমার জন্মদিনে কেউ আসে নাই । ভালবাসে নাই ।

একে একে পার হচ্ছে । সিঙ্গেল লাইফ ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

২৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৫

মাস্টারদা বলেছেন: ভালোবাসায় ভরপুর
জন্মদিনের সকাল - সন্ধ্যা - দুপুর।
এক কথায় "ওয়াও" লেগেছে

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসায় ভরপুর
জন্মদিনের সকাল - সন্ধ্যা - দুপুর।
এক কথায় "ওয়াও" লেগেছে

....................................................................................
জীবন্ত চলমান ভালোবাসা
সবাইকে নাড়া দিয়ে যায়,
সবার মনেই এমন স্বপ্ন থাকে
কেউ অনুভব করে , কেউ করতে পারে না ।
....................................................................................

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালবাসা নিরন্তন, শুভ্র রহস্যে ভরপুর
কেউ হাসে কেউ অভিমান করে, এভাবেই জীবন
প্রকৃতির সাথে ভারসাম্য রাখে
.......................................................................

জন্মদিনে আসিও বন্ধু,আমার আকাশ ছোঁয়া অভিমান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.