নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

অবশেষে দেবী দেখে এলাম

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১০



ব্লগে রিভিউ পড়তে পড়তে অবশেষে দেবী দেখে এলাম।(২৫/১০/২০১৮ বিকেল ১.৪৫ যমুনা ফিউচার পার্ক ব্লক বাষ্টারে )
না আমি কোন নূতন রিভিউ দিতে চাইনা, দেবী দেখার আগে ও পরে আমার অনূভূতি কেমন হয়েছে শুধু তা তুলে ধরতে চাই ।
আগেই বলে নেই, ব্লগে কাভা ভাই,চঞ্চল হরিণী ও খায়রুল আহসানের রিভিউ পড়ে শক্ত পোক্ত হয়ে হলে ঢুকলাম।

সাথে যদি প্রিয়জন কেউ থাকে তাঁকে নিয়ে যান। ভয়ের মুহুর্তে যখন আঁতকে উঠে আপনার হাত খামচে ধরবে, তখনই মুভির সফলতা টের পাওয়া যাবে। হা হা হা। ,

কাভা ভাইর কথা মনে রেখে প্রিয়জন সঙ্গে নিলাম দেখি কেমন একশন হয় ।
ছবির প্রথমেই ১৭৫৭ সাল থেকে ২০১৮ তে আসার দৃশ্য এত দ্রুত দেখানো হয়েছে যে, অনেকে বিষয়টি বুঝে উঠতে পারে নাই,
আমার সঙ্গের প্রিয়জন, তার কোন প্রতিক্রিয়া দেখলাম না ।
রানুর চরিত্রে জয়া আহসান অবশ্য ভালো করেছে, বিশেষ ভাবে ভালো লাগল ভয় পেয়ে পানি পানের দৃশ্যটি । তবে দু এক স্হানে অতি অভিনয় মনে হয়েছে ।
দেবী ছবিতে ভয় পাবার জন্য অনেক কৌশলী পদক্ষেপ ছিল, যা আমার কাছে ভয়ের বলে মনে হয় নাই, তবে দূর্বল চিত্তের
দর্শকের জন্য ভয়ের উপাদান ছিলো । যারা নিয়মিত ভারতীয় হরর ছবি দেখে অভ্যস্হ তাদের ভয় পাবার কথা নয় । ভয় পাবার জন্য যে সকল হঠাৎ হঠাৎ উচ্চস্বরে ক্যামোফ্লেক্স তৈরীর চেষ্টা হয়েছে তা কর্ণে ভীষনভাবে আঘাত করেছে । এখানে আরও বিজ্ঞতার প্রয়োজন ছিল। মিসির আলী চরিত্রটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে তাই আমার অনুভুতি বলতে চাই, একজন গোয়েন্দা বা অনুসন্ধানকারীর চোখে মুখে যেটুকু দিপ্তী বা সার্চ লাইটের আলো থাকা দরকার ছিলো তা খুঁজে পাইনি ।
মুখের ফোকাসটা আমার একদম ভালো লাগেনি । নিলুর চরিত্রে শবনম ফারিয়া অত্যন্ত ভালো করেছে, ছবির শেষ প্রান্তে ধীরে ধীরে রানুর অবয়ব প্রাপ্তিটা, দর্শকদের জন্য ভালো চমক ছিলো ।
বাস্তবে ছবিটির থীম হিসাবে বির্তক থাকতে পারে, চলমান সমাজের উপর এর কোন প্রভাব পড়বে না, তাই হরর বা
প্যারা সাইকোলজিকেল মুভি হিসেবে দেখাই শ্রেয়।


সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রন থাকল ।
(ঢাকায় না থাকায় দেরিতে পোষ্ট দেবার জন্য দু:খিত )


মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: সাথে যদি প্রিয়জন কেউ থাকে তাঁকে নিয়ে যান।
ভয়ের মুহুর্তে যখন আঁতকে উঠে আপনার হাত খামচে ধরবে, তখনই মুভির সফলতা টের পাওয়া যাবে

ট্রাই করবো নাকি B-))

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই
আমি ট্রাই করেছি আপনি ও করুন
তবে চুপি চুপি, প্রচার করবেন না ।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপাতত কেউ নাই তাই মুভি দেখতে আর গেলাম না ।

রিভিউ ভাল লাগল । তবে আর একটু গুছিয়ে দিলে ভাল হতো ।

ধন্যবাদ ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক বলেছেন ।
আরও কিছু বলার ছিলো,
কিন্ত দেরীতে পোষ্ট করায় মাথা থেকে
ডিপ থটে চলে গেছে ।
.....................................................................................

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে চুপি চুপি, প্রচার করবেন না
=p~ =p~ =p~
এসব কেউ প্রচার করে নাকি ;)

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
............................................................................

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাকে সাথে নিয়ে দেখেছেন?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
কবিদের সব কথা কি বলা যায় ?
...................................................................................
কাভা ভাইর পরামর্শ সেলে খোঁজ নিন ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫০

বলেছেন: ভাল ভাল ভাল

ধন্যবাদ ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্রাভো ! ব্রাভো !! ব্রাভো !!!
দেরী করবেন না
প্রিয়জন কেউ থাকে তাঁকে নিয়ে যান।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৬

বলেছেন: এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসেআমাকে করে যায় বড় বেশী এলোমেলো।। ...

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দিয়েছি
এই মাত্র দিয়েছি , (নিজ ব্লগে)
প্লেন ভাড়া দিলে লাইভ পাঠায়ে দিবো..................হা হা হা

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১১

বলেছেন: কবিতা বুঝে নিও

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৭

মাহমুদুর রহমান বলেছেন: প্রথম মন্তব্যটা পড়ে হাসি পেল।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুঝলাম,
আপনিও ঐ সারিতে আছেন
কিন্ত প্রকাশে নারাজি, হা হা হা
............................................................. মন খুলে কিছু বলুন বা কবিতা
পাঠায়ে দিন ।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লাইক দিয়ে গেলাম লেখার প্রতি তার শব্দ চয়নের জন্য। ছবি দেখা তেমন হয়ে উঠে না, তাই ঢাকায় থেকেও ঐ গেট মাড়ি না!

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারও প্রতি অভিমান ?
নাকি প্রত্যাশার না পাবার যন্ত্রনা !
চলমান জীবনে গান শুনব,ছবি দেখব, ফুটবল খেলব, সাতার কাটব
এসবই মন ও স্বাস্হ্য ভালো রাখার বিষয়।
আপনি ও যোগ দিন আমাদের সাথে ।
....................................................................................ধন্যবাদ লাইক দেবার জন্য ।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

শুভ্র বিকেল বলেছেন: আপাতত দেখা হচ্ছে না ছবিটি তবে কিছুটা ধারনা পেলাম, শুভ কামনা।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
দেরী করবেন না
প্রিয়জন কেউ থাকে তাঁকে নিয়ে যান।

১১| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

হাবিব বলেছেন: মুভি দেখতে কেন জানি ইচ্ছে করে না

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারনটা আমি জানি, আগ্রহ সবার হবে না ,
বাস্তবে দেবী এসে আমাদের মেয়েদের কাউকে বাঁচিয়ে দেয় না।
যা শুধু মাত্র একটা সম্প্রদায়ের প্রচার প্ররচনা মাত্র।
.....................................................................................
ছবিটি দেখতে হবে , কলাকুশলী ও প্রযোজক এর মুন্সীয়ানা কতটুকু
আমাদের মনের খোরাক হয়েছে কিনা,

১২| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথম মন্তব্যটা পড়ে হাসি পেল।
=p~ =p~ =p~

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুঝলাম,
আপনিও ঐ সারিতে আছেন
কিন্ত প্রকাশে নারাজি, হা হা হা
............................................................. মন খুলে কিছু বলুন বা কবিতা পাঠায়ে দিন ।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: এই মুভিটা যদি হুমায়ূন আহমেদ বানাতেন তাহলে কেমন হতো?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই আরও আকর্ষনীয় হতো ।
যেমন সত্যজিৎ রায় নিজের ছবির পাত্র পাত্রী দীর্ঘ দিন ধরে
খুঁজে ফিরে যতক্ষন না উনার মনমতন হয় ।
এখানে যেহেতু রানুর চরিত্র মূখ্য করে আবর্তিত, তাই অন্য
চরিত্র নিয়ে ততটা মাথা ব্যাথা ছিলনা পরিচালক বা প্রযোজকের ।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: এই মুভিটা যদি হুমায়ূন আহমেদ বানাতেন তাহলে কেমন হতো?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

জাহিদ হাসান বলেছেন: রাজীব নুর বলেছেন: এই মুভিটা যদি হুমায়ূন আহমেদ বানাতেন তাহলে কেমন হতো?

মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরি থাকতো না।এটা সিউর। কারণ মিসির আলীকে তিনি আরও রাশভারী ও দৃঢ়চেতা মানুষ হিসেবে তার উপন্যাসে উপস্থাপন করেছেন। আর খুব সম্ভবত জয়া আহসানের জায়গায় থাকতো শাওন।

ভুল কিছু বলে ফেললাম নাকি? কেউ মাইন্ড করলো নাতো?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা আলোচনা সমালোচনার স্হান, তবে কাউকে আঘাত করে নয় ।
আপনার কথার স্বপক্ষে যুক্তি স্হাপন করলে আরও গ্রহনযোগ্য হতো ।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১০

সুমন কর বলেছেন: নিজস্ব মতামতগুলো ভালো লিখেছেন।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার অভিমতের জন্য ধন্যবাদ ।
..................................................................................

১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

নজসু বলেছেন:


সুযোগ পেলে দেখার ইচ্ছে আছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেরী করবেন না
প্রিয়জন কেউ থাকে তাঁকে নিয়ে যান।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন: ভাই, কোন লিংক টিংক আছে?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটি লিংক দিলাম :https://www.youtube.com/watch?reload=9&v=_v9eIPXXBig

১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

সৈয়দ ইসলাম বলেছেন: পূর্ণ পাঠ দেখা যাবে তো!


আপনাকে অনেক অনেক ধন্যবাদ! আই লাভ ইউ ;)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পূর্ণ পাঠ দেখা যাবে না,
বিজ্ঞাপন ক্লিপ, দেখে যেন হলে যেতে আগ্রহ জাগে ।
প্রর্দশনী শেষ হয়ে যাবার পর হয়তো পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যাবে ।

২০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

সৈয়দ ইসলাম বলেছেন: যারা দেশের বাহিরে তারা হলে যাওয়ার কি সহজ কোন পথ আছে! মানে হলের পেছনের দরজা...? ;)

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা,
তাও আছে...
একটু সবুর করতে হবে।
.........................................................................
আপাতত অন্য দেবীর লিংক দিতে পারি ।

২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমিই খালি সারাদিন মুভি মুভি চিল্লাই, আর কেও কোনো পাত্তাই দেয়না। :(

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেন কোন মুভি দেখতে সমস্যা?
যমুনা ব্লকবাস্টারে চলে আসুন, মুভি দেখা হবে
সমালোচনার আসর বসবে ।

২২| ১৫ ই মে, ২০১৯ ভোর ৫:৩৯

পথিক প্রত্যয় বলেছেন: দেখা হয় নি। তবে মিসির আলী সিরিজ নিয়ে কাজ করার ইচ্ছে আছে।

১৫ ই মে, ২০১৯ ভোর ৬:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে অবশ্যই দেখা উচিৎ,
ইউটিউবে দেখে নিন ।
......................................................................
আপনি ও যোগ দিন আমাদের সাথে ।ধন্যবাদ ব্লগে আসার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.