নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

মহাকাশ অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৩

মহাকাশ অঙ্গনে ঘটে যাওয়া এই ঘটনা সম্পর্কে
সুনিতা উইলিয়াম নিজেই বলেছেন যে,
আমি যখন পৃথিবী থেকে প্রায় ২৪০ মাইল উপরে
উঠলাম, তখন পৃথিবীর দিকে তাকিয়ে পৃথিবীপৃষ্ঠে
দুটি তারা (আলো) দেখতে পেলাম।

এর পর একটি টেলিস্কোপের মাধ্যমে
আলো দুটি দেখার চেষ্টা করলে দেখি,
একটি আলোর অবস্থান মক্কায় আর অন্যটি মদিনায়।
এই দৃশ্য দেখার পর আমি প্রচণ্ডভাবে অভিভূত হই
এবং তখনই ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিই।
পরে ইসলাম গ্রহণ করি ফিরে এসে।

একটি নভোযান পাঠানো হলো বরাবরের মতোই মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে। ২০০৬ সালের কথা। যে অভিযানের মূল উদ্দেশ্য ছিল ছিল মহাকাশের খোঁজখবর সংগ্রহ করাই।অন্য গবেষকদের সঙ্গে সে নভোযানে অবস্থান করছিলেন সুনিতা উইলিয়াম।

মহাকাশ গবেষণাযানটি যখন পৃথিবীপৃষ্ঠ থেকে ২৪০ মাইল উপরে, হঠাৎ নিচের দিকে চোখ আটকে যায় সুনিতার। পৃথিবী পৃষ্ঠে তারার মতো তিনি দুটি আলো জ্বলতে দেখলেন।

তখন চিন্তায় পড়ে গেলেন সুনিতা; ভাবলেন, পৃথিবীপৃষ্ঠে তো কোনো আলোকশিখা থাকার কথা নয় এভাবে জ্বলে থাকার মতো। সঙ্গীদের ডেকে দেখালেন এবং টেলিস্কোপের সাহায্যে আলো দুটিকে নির্ণয় করার চেষ্টা চালালেন।তবে এই আলোকরশ্মি দুটি কি? নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলো সুনিতার।

আরো কাছে, আরো পরিষ্কারভাবে দেখলেন, আলো দুটির কেন্দ্রস্থল পৃথিবীর মক্কা ও মদিনা। মহাকাশমুখি এই আলোকরশ্মি দুটি বিকিরিত হচ্ছে মক্কা শহরের কেন্দ্রস্থল ও মদিনা শহরের কেন্দ্রস্থ থেকে। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়াম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ায়ো অঙ্গরাজ্যের জন্মগ্রহণ করেন।

বাবা দীপক পাণ্ডে ও মা বনি পাণ্ডে উভয়ই ছিলেন ভারতীয় হিন্দু।সব জল্পনা-কল্পনা এবং সন্দেহ-কানাকানির ইতি টেনে গত রমজান মাসে ওমরাহ পালন করতে এসে নিজের মুসলমান হওয়ার ঘোষণা দিলেন সুনিতা উইলিয়াম এবং গর্ব করে বললেন, আমি এখন একজন মুসলমান, এটা ভাবতেই আমার ভালো লাগছে।

নাসার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুনিতার ইসলাম গ্রহণ করা বিষয়ে তাঁকে চেনেন বা জানেন এমন অনেকের মন্তব্য ছিল অনেকটাই এরকম-আর কারো পক্ষে সম্ভব হলেও সুনিতার পক্ষে এটা কখনো সম্ভব নয়। কারণ সে ছিল ইসলাম বিদ্বেষী।

আর আমি এখন একজন মসলমান।ইসলাম গ্রহণ করা নিয়ে শত জল্পনা-কল্পনার ইতি টেনে ওমরাহ পালন করতে আসা সুনিতা উইলিয়াম জেদ্দার হোটেল হিলটনে বসে এভাবেই ব্যক্ত করছিলেন তাঁর ইসলাম গ্রহণ করার কাহিনী।

সাংবাদিকদের শোনাচ্ছিলেন তাঁর মুসলমান হওয়ার রোমাঞ্চকর গল্প। এ সময় তিনি ইসলাম গ্রহণ করার নেপথ্যে থাকা ঘটনা ব্যক্ত করার পাশাপাশি উত্তর দেন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও।



ফেসবুক থেকে শেয়ার করা

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেকেই তার সাথে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার বাস্তবতা খোঁজতে গিয়ে মুসলমান হয়ে গেছেন।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা সাধারন মানুষ তা বিশ্বাস করতে চাই, তাই পোষ্টটি দেয়া
যে, কার প্রতিক্রিয়া কি ?
এবং কারও ভিন্নমত আছে কিনা ?
....................................................................................
ধন্যবাদ আপনি প্রথমেই সরল মুসলিমদের মতোই বিশ্বাস প্রকাশ করেছে ন ।
তবে ২নং মন্তব্যটি পড়ে দেখতে পারেন ।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ স্বপ্নের শঙ্খচিল- জনাব, সুনীতা উইলিয়ামের মুসলিম হওয়া, ইসলাম গ্রহণ করা ডাহা মিথ্যা কথা। এগুলো হীনমন্য মুমিনদের বানানো রটনা। খালি Wikipedia-য় তার জীবনী পড়ে দেখুন। এর আগেও নীল আর্মস্ট্রং-ও মুসলিম হয়েছিল বলে মিথ্যা প্রচার করা হয়েছিল।

আপনাদের বিখ্যাত মরিস বুকাইলি-ও কিন্তু মুসলিম হয়নি । মাইকেল হার্ট-ও না। কারেন আর্মস্ট্রং-ও না।

মুক্ত তথ্য প্রবাহের যুগে, যা ইচ্ছা তাই লিখে দিবেন ?

সর্বশেষ প্রশ্ন , বর্তমানের চুয়ান্নটির অধিক মুসলিম দেশের একশত আশি কোটি মুসলিমদের মধ্যে কাদের মহাকাশ গবেষণা সংস্থা আছে, কাদের মহাকাশে নভোযান পাঠানোর, নভোচারী পাঠানোর মতো সক্ষমতা/টেকনোলজি আছে , জানাবেন কি ?

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার বক্তব্যের আলোকে সূত্র প্রদান করেন নাই,
আমি স্বচ্ছতার বিচারে কথা বলতে চাই,
এজন্য পোষ্টটি দেয়া ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক সুন্দর

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাধারন মানুষ তা বিশ্বাস করতে চায়,
তাই পোষ্টটি দেয়া
যে, কারও প্রতিক্রিয়া কি ?
এবং কারও ভিন্নমত আছে কিনা ?
....................................................................................
ধন্যবাদ আপনি প্রথমেই সরল মুসলিমদের মতোই বিশ্বাস প্রকাশ করেছেন ।
তবে ২নং মন্তব্যটি পড়ে দেখতে পারেন ।

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: A man is only as big as he think's he is. There is no limit on what you can do .

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা নবীজির আমলে ও এধরনের বেশ কিছু ঘটনা
দেখেছি, মানুষ বিভিন্ন ভাবে,
বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছে ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ভাই, লেখাটার সূত্র উল্লেখ করলে মনে হয় ভালো হতো.......।
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ এর মতো আরও প্রতিকৃয়া আসবে.....
উদাসি স্বপ্ন মনে হয় ব্যান, না হলে দেখতেন সূত্র উল্লেখ না করে লিখলে কি করত?

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কালের কন্ঠ
বুধবার । ২১ নভেম্বর ২০১৮। ৭ অগ্রহায়ণ ১৪২৫। ১২ রবিউল আউয়াল ১৪৪০
মিরাজ রহমান নামের একজন ঘটনা সর্ম্পকে ১৬ মার্চ, ২০১২ ০০:০০ লিখেন ।
....................................................................................................
www.kalerkantho.com/print-edition/vot-chitro/2012/03/16/237812
আপনার ও সকলের জানার জন্য লিন্ক দিলাম ।
....................................................................................................
অাশা করি আপনি এবার সন্তষ্ট হবেন ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

নীল আকাশ বলেছেন: আমার জন্য নয়।
এখান বেশ কিছু নাস্তিক আছে এরা এই সব পোষ্ট পেলে ঝাপিয়ে পরে। আপনি আমার পছন্দের একজন মানুষ। আপনার এ্ত সুন্দর একটা পোষ্টে এরা এসে ঝামেলা করুক আমি সেটা চাইনি.........
আজকাল খুব কম দেখি, ব্যস্ত মনে হয়...... আপনার অসাধারন ছবি গুলি খুব মিস কর..
শুভ কামনা রইল!

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক বলেছেন,
ব্যস্ততার জন্য আজ ১৫ দিন ঢাকার বাহিরে, তাই কোন লেখা বা
ছবি দেবার সুযোগ কম ।
..............................................................................
কিছু নাস্তিক সবখানে আছে, তবে তারা সুধু মাত্র ইসলামের বিরোধীতা করে
অন্য ধর্মের বেলায় চুপ থাকে বা অন্ধত্ব ধারন করে ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিছু ভালো তথ্য আমাদের ভালো জ্ঞান দেয়। ইমান বেড়ে যায়।।। সুন্দর তথ্য৷।। আসল কথা হল কোন কাহিণি কে কিভাবে বুঝলো।।। কিভাবে নিলো

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধণ্যবাদ সহমত দেবার জন্য ।
গত দুই দিন আগে ও এরকম আরকটি ঘটনা বিভিন্ন মিডিয়ায়
আসল, ব্যস্ত থাকায় ক্লিপে আনতে পারি নাই ।
.........................................................................................

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

নজসু বলেছেন:



শরীরে অদ্ভুত এক শিহরণ জাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা নবীজির আমলে ও এধরনের বেশ কিছু ঘটনা
দেখেছি, মানুষ বিভিন্ন ভাবে,
বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.