নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
শিরোনামটা হয়তো অন্যরকম হতে পারত, কিন্ত অত্যন্ত দু:খভারাক্রান্ত মনে এটাই সঠিক মনে হলো ।
বিগত ১৫ / ২০ দিন যাবত এক রোগী নিয়ে মহা-সমস্যায় আছি, রোগী একটি দপ্তরে ছোটখাট চাকুরে,
সাদাসিধা জীবন যাপন, হঠাৎ কিনা ডাক্তার বলে, " আপনার কিডনী খারাপ হয়ে গেছে, দ্রুত কিডনী
ট্রান্সপ্লান্ট করতে হবে নাহলে আগামী ৯০ দিনের মাঝে মারা যেতে পারেন । বলুন দেখি সংসারের অবস্হা এহেন
অবস্হায় কি হতে পারে ? চারিদিকে কান্নার রোল, ছোট ছোট দুটো বাচ্চা পড়া লেখা করছে তাদেরই বা কি হবে ?
একজন বন্ধুর সহায়তায় দ্রুত ভারত গেল ,আশা ভালো ডাক্তার যদি কোন উত্তম চিকিৎসা বা আশার বানী শোনাবে !
সবই গুড়েবালি , একই কথা, দ্রুত কিডনি পাল্টান অর্থাৎ ৮/১০ লক্ষ টাকা খরচ করুন, যেন নূতন জীবন দান করবে ।
আজকাল অধিকাংশ ডাক্তারদের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, কোন রুগী হাতে আসলে মাছ ভাজার মতো উলট পালট করে রস নিংড়ে মৃত্যু অবধি দেখে ছাড়ে, তবুও বলবে না , কোন ডাক্তার তার উপযুক্ত বা কোথায় তার জন্য ভালো চিকিৎসা অপেক্ষা করছে ।টাকার নেশায় মানবিকতা দেখানোর কোন সুযোগ নাই ঐ রোগীর প্রতি । মনে হয় রোগী কেন কঠিন রোগাক্রান্ত হলো, এটা তার পাপ আর রোগী সমাজে একজন দাগী পাপী !
আমরা জানি চিকিৎসা শাস্ত্রে বলা হয়ে থাকে, যে রোগীর একটা কিডনী ভালো আছে সে ভালো ভাবেই বাচঁবে, তাই একসময়
ডাক্তাররা একটা কিডনী দান করতে উৎসাহিত করত, কিন্ত যার দুটোই কাজ করেনা, সে কি ভাবে বাচঁবে ? প্রচলিত মতে
এই অবস্হায় দুটো চিকিৎসা আছে , ১) ডাইলোসিস ২) কিডনী প্রতিস্হাপন ।
দুটোই ব্যয়বহুল চিকিৎসা, অর্থাৎ টাকা থাকলে আরও কয়টা বৎসর বেঁচে থাক না হলে সোজা কবরের রাস্তায় হাঁটো।
রোগীর কোন বিকল্প না থাকায়, পরিবারে অঝরো ধারায় কান্না আর থামছে না । রোগী অনবরত প্রলাপ বকছে আরও কয়টা বৎসর বাঁচতে পারলে ছেলে দুটোকে মানুষ করে যেতে পারতাম, এখন কি হবে ???
হন্যে হয়ে বিভিন্ন স্হানে খুঁজতে শুরু করলাম কোন উপায় আছে কি ?
অবশেষে নিকষ কালো অন্ধকারে, এক বিন্দু আশার আলো হাতছানি দিয়ে ডাকছে ।বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা আমাদের দ্বারপ্রান্তে অথচ কোন কিডনী ডাক্তার সরাসরি এই চিকিৎসার কথা বলেন না।
সারা বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা "ষ্টেম সেল থেরাপী "
যদিও আমাদের দেশে এই চিকিৎসা ব্যয় সাধারনের হাতের নাগালে নয় তবে একবারে অসম্ভব ও নয় । আমার সেই রোগী এখন আশার আলো নিয়ে আত্মীয় স্বজনের নিকট যাচ্ছে সাড়ে তিন লক্ষের বিনিময়ে এই জটিল পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকা যায় কিনা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ প্রথম আপনার মন্তব্যর জন্য।
মাত্রই আমরা জানতে পারলাম এই চিকিৎসা বাংলাদেশে শুরু হয়েছে,
কিছু রোগীর মন্তব্য পাওয়া গেছে , চিকিৎসা খুবই ভালো, বি দে শী ডাক্তার এখানে আছে ন
তবে চিকিৎসা ব্যয় একেবার কম নয়। ভরসা একটাই কিডনী ট্রান্সপ্লান্ট এর মতো জটিল এর্ং
ব্যয়বহুল নয় ।
.......................................................................................................................
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৬
হাবিব বলেছেন: স্টেম সেল থেরাপী ১ম শুনলাম। কোথায় পাওয়া যায়?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাত্রই আমরা জানতে পারলাম এই চিকিৎসা বাংলাদেশে শুরু হয়েছে,
থাইল্যান্ড, ভারতে অনেক আগেই শুরু হয়ছেে ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৫
নাদিম আহসান তুহিন বলেছেন: আমার এক পরিচিতের কিছুদিন আগে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বোনের জন্য তারই জমজ ভাই একটা কিডনি দিয়েছে। অবশ্য, বড় ঘরের সন্তান ওরা। টাকার চিন্তা ওদের নেই। কিন্তু গরীবের কি আর সে সাধ্য আছে?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টাকার চিন্তা ওদের নেই। কিন্তু গরীবের কি আর সে সাধ্য আছে?
....................................................... সে জন্যই এ লেখা, কতজন পারবে
জীবন যুদ্ধে বেঁচে থাকতে ? এবং কিডনি প্রতিস্থাপন জটিল সার্জারী , শোনা যায়
ম্যাচিং না হলে এরপরও কিডনি ফেল করে ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ডাআক্তার গুলোর এত টাকার লোভ কেন?
ডাক্তার হয়েছে তারা টাকার লোভে ? না মানূষের সেবা করার জন্য?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডাক্তার বাহিরের ,
আয়োজক বাংলাদেশের ,
অতএব বুঝতে ই পারছেন ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
নয়া পাঠক বলেছেন: সকল ডাক্তারগণ একরকম নয়, তবে বেশিরভাগ হয়ত এ রকম মনমানসিকতাসম্পন্ন। আর শুধু ডাক্তরদের একপেশে দোষ দিয়ে লাভ নেই। কারণ আগে ভেতরের বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, একজন রোগীর সকল চিকিৎসার অর্থ ডাক্তার একাই ভোগ করেন না, সঙ্গী হন হসপিটাল কর্তৃপক্ষ, দালাল, ওষুধ কোম্পানী, পরীক্ষা-নিরীক্ষার ল্যাব তথা ডায়াগণস্টিক সেন্টার.... ইত্যাদি ইত্যাদি.....। আর এদের সবার টার্গেট হল ডাক্তার। ডাক্তার সাহেবকে ব্যবহার করে তারা সবাই অর্থ লুটেপুটে নেন, আর বদনামের ভাগি হন ডাক্তার সাহেব। কিছু কিছু ডাক্তার আছেন যাদের সেবা করার মানসিকতা থাকলেও এই সকল রক্তচোষা ভ্যাম্পায়ারদের কারণে বাধ্য হন রোগীদের গলা কাটতে। সবই সিস্টেম......। যা আমাদের জীবনের প্রতিটি সেক্টরে বিরাজমান।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতের একজন ডাক্তারের নাম শেঠী ছিল
তিনি এখন সবার প্রিয় দেবী শেঠী কেন ?
..............................................................................
তাহলে আমাদের মুসলিম সমাজ , রীতি নীতির কি শিক্ষা দেয় ?
আমাদের ডাক্তাররা কি তাহলে সব খ্রিষ্টান ???
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
সাইন বোর্ড বলেছেন: অাপনার এই নিকট পরিচিত মানুষটি স্বাভাবিক জীবনে ফিরে অাসুক, এই প্রত্যাশা করি...
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমারও প্রত্যাশা তাই,
তবে টাকার কাজ অন্য কোন ভাবে সমাধান হয় না ।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
ল বলেছেন: আপনি কি পেশায় চিকিৎসক?
ডিটেইলস লেখেন।
আরো জানি।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চিকিৎসা শাম্ত্রের কোন ডিগ্রী আমার নাই,
পেশাগত কাজে প্রচুর বিদেশ ভ্রমন আছে , সেই সুবাদে
মাঝে মাঝে রোগীর সঙ্গ দিতে হয়, আর এমনি এক পর্যায়ে
২/১ জন মৃতপ্রায় রোগীর চিকিৎসা উন্নত দেশে এবং সঠিক হাসপাতালে
ভর্তি করে অনেক দোয়া অর্জন করেছি , সেটাই আমার পাথেয় ।
.....................................................................................................
বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা "ষ্টেম সেল থেরাপী " সম্পর্কে আরও বিস্তারিত লিখব , তার প্রস্ততি চলছে ।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন, আসতে বেশ দেরী হয়ে গেল, দু:খিত।
আপনার এই লেখাটা পড়ে আমি মুগ্ধ। আমি এটার প্রায় কিছুই জানি না। স্টেম সেল থেরাপী নামটা তো ১ম শুনলাম। আমি মনে করি আপনি এই লেখাটার ২য় পর্ব লিখুন। এই দেশে কোথায় কোথায় গেলে এই চিকিৎসা পাওয়া যাবে সেটা উল্লেখ করুন। দরকার হলে সময় নিন। তাও ২য় পর্বটা দিন। কিডনি সমস্যা এখন প্রকট আকার ধারন করেছে। প্রায় সময়ই এটার রুগী দেখতে পাওয়া যায়। আমার ক্লোজ একটা দোস্তের বাবার একবার ডায়ালাইসিস এর সময় আমি ছিলাম। অসম্ভব কষ্ট হয় পেশেন্টের। অমানুষিক চিৎকার শুনে আমার মাথা খারাপ হয়ে যাবার অবস্থা.........সেজন্যই ২য় পর্ব লেখার জন্য বললাম।
আপনি কি ভালো আছেন? মাঝে মাঝে ব্লগ থেকে উধাও হয়ে যান!
শুভ কামনা রইল!
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুবই অনুপ্রানিত হলাম আপনার কথায়,
আমি অত্যন্ত আশান্বিত যে, কিডনি সমস্যা
আমাদের পরিবারকে কি ভাবে বিপদের মুখে ঠেলে দেয় তা
কিছুটা অনুভব করতে পারছেন ।
আপনাদের অনুরোধে স্টেম সেল থেরাপী পর্ব লেখার প্রস্তুতি চলছে ।
.......................................................................................................
পেশাগত কাজে মাঝে মাঝে ঢাকার বাহিরে থাকতে হয় , তখন ইন্টারনেট সমস্যার কারনে
ব্লগে আসতে পারিনা ।
........................................................................................................
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: স্টেম সেল থেরাপী সম্পর্কে একটু ডিটেইলস জানতে পারলে ভালো হত। এই থেরাপী কি শুধুমাত্র কিডনী সমস্যাজনিতে কারণে দেওয়া হয়?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার এই প্রশ্নের উত্তর একটাই,
আধুনিক যুগের বিশ্য়কর আবিস্কার এই স্টেম সেল থেরাপী,
যা মানবদেহের বিপ্লব ঘটাবে একদিন ।
................................................................................................
এই স্টেম সেল বিজ্ঞান মানুষ ক্লোন এর প্রথম ধাপ । বিজ্ঞান আমাদের আরও
বিশ্য়কর জগতে নিয়ে যাবে অনাগত দিনে ।
আপনার প্রশ্নের আরও উত্তর পাবনে আমার পরবর্তী লেখায় ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
ষ্টেমসেল থেরাপী কি কিডনীর বেলায় কাজ করছে? বাংলাদেশে কি এই টেকনোলোজী ও স্পেশালিষ্ট আছে?