নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ভোট : জনগনের ভাবনা

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩১



Amar Vote Ami Debo

আজ ভোট,
ইতিমধ্যে যার যার শিবিরে প্রস্তুতি চলছে ।
আরমাত্র ৬ ঘন্টা পর ভোট কার্যক্রম শুরু হবে ।
কিছুক্ষন আগেই সংবাদ এলো ২/১ জনের প্রান গেল , ব্যালট বক্স ছিনতাই হলো,
পুলিশের ঘুম হারাম হলো । কেন এই সহিংসতা ???
...................................................................................................................................
অল্প সময়ের মধ্যে আমার সুযোগ হয়েছে ৮টি আসনে ভোটের প্রস্তুতি আর প্রার্থীর প্রচার প্রচারনা দেখার ।
বেশীরভাগ ক্ষেত্রে নৌকার পোষ্টার, বিএনপির পোষ্টার দেখাই যায় না, হাতপাখার পোষ্টার তবুও কিছু আছে ।
তাহলে প্রতিদন্ধিতা হচ্ছে কি ? আমার মনে হয়, ঐক্যফ্রন্ট মারাত্নক একটি ভূল করেছে ।
বিএনপি কখোনই দ্বায়িত্ব সম্পন্ন দল নয়, কথা দিয়েছিল , জামাত সঙ্গে নেয়া হবে না, পরবর্তীতে সে কথার
বরখেলাপ করেছে এবং ধানের শীষ প্রতীক ঐক্যফ্রন্টের হতে পারে না, তাই অনেক উৎসাহ ভাটা পড়েছে ।
অনেকে বিব্রত, অন্যদিকে আওয়ামী শিবিরে প্রচুর উৎসাহ উদ্দীপনা !

বিদেশ পত্রিকার জরীপ বলছে :
আওয়ামী লীগ পাবে : ২৪৮ ঐক্যফ্রন্ট পাবে : ৫২

আমার হিসাব বলছে, যদি ভোট প্রয়োগ নির্বিঘ্নে ঘটে তবে :
আওয়ামী লীগ পাবে : ২৩৪
ঐক্যফ্রন্ট পাবে : ৬০
স্বতন্ত্র ও অন্যান্য : ০৫ (একটি স্হগিত )

........................................................................................................................................
সকালে ভোট দিন এবং আপনার জরীপ লিখুন, হুবহু যারটা মিলে যাবে তার জন্য আছে আকর্ষনীয় পুরস্কার ।
গুজব কান দিবেন না,
আপনার ভোট কেউ দিবেনা,
ভোট দিন আপনার ভোটাধিকার রক্ষা করুন ।
গুজব শুনলে ৯৯৯ তে ডায়াল করুন ।



মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

blogermassud বলেছেন: হুম ঠিক বলেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, প্রথম আসার জন্য
তবে ভোট দিয়ে এসে আপনার "ভোট দিন " ব্লগে
মতামত লিখুন ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৩

স্বপ্নডানা১২৩ বলেছেন: আপনি হানাহানির যে সংবাদ দিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জী ভাই, রাত ১২টার দিকে টিভিতে স্ক্রলিং দেখলাম ।
.....................................................................
মনটা খারাপ হলো, অযথা হানাহানির প্রয়োজন কি ???

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: আমার মনে হয় না একটি আসনও আওয়ামী লীগের ক্যাডাররা অন্যদের নিতে দিবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা আপনার সম্পূর্ণ ভূল ধারনা
..........................................................................
আশা করি ভোট শেষে প্রকৃত তথ্য আমরা দেখতে পাব ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: মানুষে যে নির্বাচনে ভোট দেবার এখতিয়ার নেই সেই নির্বাচনে কে কত আসন পেল তা দিয়ে কিই বা এসে যায়।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি তাহলে কোন ভোটার এলাকায় নিজ
ব্যবস্হাপনায় ঘুরে দেখেন নাই ।

............................................................................
অন্যর কথায় বা প্রপাগন্ডায় বিভ্রান্ত হবেন না ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৪

গেছো দাদা বলেছেন: আমি ভারত বাসী। কাজেই ভোটের ব্যাপারে আপনাদের মতামতই আমার মতামত।ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতবাসীদের অনেক আগ্রহ আমাদের ভোট নিয়ে
বিশেষত কলকাতার মানুষের ।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার তো শুধু মন্তব্য করার কথা; পোষ্টও দিচ্ছেন?

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি প্রবাসী,
জনগনের ভাবনা, আতন্ক, সেনা বাহীনির লং মার্চ
বা জঙ্গীর হুমকি সরাসরি উত্তাপ অনুভব করতে পারেন না ।
কিন্ত প্রতি মহুর্ত আমাদের এসব ভাবায় ।

..................................................................................................
নির্বাচন সহিংসতায় এ পর্যন্ত ২জন মারা গেল , নির্বাচনী ক্যান্প পুড়ল,
ব্যালট বক্স ছিনতাই করল, সরকারী কাজে ৫জন আহত হলো,
ভোট এখনও শুরু হয় নাই, তবে এটা কিসের সংকেত ???
সবই আজ ঘটছে, তাহলে আরও কি ঘটতে পারে ?

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



সুষ্ঠু ভোট হবে কিনা? তা কেমনে বলি, কন?
নীল নকশা, লাল নকশা হওয়ার গুজব উড়তেছে। বলা মুশকিল!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচন সহিংসতায় এ পর্যন্ত ২জন মারা গেল , নির্বাচনী ক্যান্প পুড়ল,
ব্যালট বক্স ছিনতাই করল, সরকারী কাজে ৫জন আহত হলো,
ভোট এখনও শুরু হয় নাই, তবে এটা কিসের সংকেত ???
সবই আজ ঘটছে, তাহলে আরও কি ঘটতে পারে ?

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৩

কলাবাগান১ বলেছেন: শিবিরের ৮জন গ্রেফতার শুধু প্রপাগান্ডা/ফেইক ভিডিও/ওয়েবসাইট বানানোর জন্য। গতবার নিজেদের লোকদের টেলিফোনে জানা যায় যে, ভোট কেন্দ্রের পাশে দোতলা বাসা ভাড়া নিয়ে, নিজেদের লোক দিয়ে ভোট জালিয়াতির ভিডিও করে সরকারকে ফাসানো পরিকল্পনা। আজ অলি সাহরব নির্দেশ দিচ্ছেন লাঠি/বাশ নিয়ে বেরিয়ে আসতে..,,,,তারপরও সব দোষ হাসিনার!!!!!
কালথেকে দেখবেন ফেইক জালিয়াতির নানা ছবি ও ভিডিও

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট এখনও শুরু হয় নাই, তবে এটা কিসের সংকেত ???
সবই আজ ঘটছে, তাহলে আরও কি কি ঘটতে পারে ?

...............................................................................
আমরা কি ঘটনার মধ্যদিয়ে অতিক্রম করছি ???

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ! আমাদের এলাকা এখনও শান্ত। তবে কেউ কেন্দ্রদখল করতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। ধানের শীষের নেতাকর্মীরা প্রকাশ্যে বলাবলি করছে তারা মোকাবেলা করতে প্রস্তুত।

এলাকার ভোটের অতীত ইতিহাস ভালো। আশাকরছি, আগামীকালও সুষ্ঠু একটা নির্বাচন হবে।

(লক্ষীপুর, নোয়াখালী এবং সম্ভবত চট্রগ্রামে মোট তিনজন মারা গ্যাছে। দুঃখজনক! এমন... কিছু আর না ঘটুক। )

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট চলছে, অত্যন্ত আশাব্যন্জক সর্বস্তরে
এভাবেই চলুক ৪টা পর্যন্ত ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

রাফা বলেছেন: বি,এন,পি -প্রকৃতপক্ষে নির্বাচন করতে অংশগ্রহণ করছেনা।তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিয়েছে।পানি ঘোলা করে ৩য় কেউ যেনো ক্ষমতায় চলে আসে ।সেটাই তাদের লক্ষ।সেখান থেকে ফায়দা নেওয়ার নোংরা প্রচেষ্টা।

বি,এন,পি যেখান থেকে তার রাজনিতী শুরু করেছিলো ঠিক সেখানেই ফিরিয়ে নিতে চাইতেছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবকিছু আগের মত ফিরে আসে না,
এবার তরুন ভোটাররা রায় দিক , তাদের মনোভাব কি ?

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২

মা.হাসান বলেছেন: BAL 245
JP 40
Independent 5
Other party 3-5
BNP 0-2

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
তবে বি,এন,পি এত কম হবে না ।
জে.পি তো মহাজোটে আছে ।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

ঢাবিয়ান বলেছেন: নির্বাচন সহিংসতায় এ পর্যন্ত ২জন মারা গেল , নির্বাচনী ক্যান্প পুড়ল,
ব্যালট বাক্স ছিনতাই করল, সরকারী কাজে ৫জন আহত হলো,
ভোট এখনও শুরু হয় নাই, তবে এটা কিসের সংকেত ???

ব্যপক সহিংষতার আভাস পাওয়া যাচ্ছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন পর্যন্ত খুব ভালো , শান্ত আবহাওয়া বিরাজ করছে ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

বলেছেন: এত রক্তপাত!!

এত হানাহা!!

হায় দম্ভ!! হায় ক্ষমতা!!


রিজাল্ট তাহলে পেয়ে গেলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এত দ্রুত হতাশ হবার কোন কারন নাই ।
এখন পর্যন্ত খুব ভালো , শান্ত আবহাওয়া বিরাজ করছে ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২

রাকু হাসান বলেছেন:

বিদেশী ও দেশী কোনো বাণীই ভালো লাগেনি ।ঘাপলা আছে । যেখানে নির্বাচনই প্রশ্নবিদ্ধ সেখানেই এসব জরীপ টরীপ অনেক পরের কথা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাত্র ভোট দিয়ে আসলাম, চারিদিকে শান্ত আবহাওয়া বিরাজ করছে ।
আমরা পরিবারের সবাই ভোট দিলাম এবং কোন সমস্যার কিছু দেখলাম না ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সময় স্পব ঠিক করে দিবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আশা করি ,
আগামী দিন আমাদের জন্য
ভালবার্তা বয়ে আনবে ।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

যোখার সারনায়েভ বলেছেন: ক্ষমতার লড়াই।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব স্বাভাবিক,
বনে জঙ্গলে ও ক্ষমতার লড়াই চলে ।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



অনেক জায়গায় ভোটারেরা ভোট দিতে পারেনি সেটা নিয়ে কিছু বলেন ।

আমার এলাকাতেই অনেকে যেয়ে দেখে তার ভোট নাকি দিয়ে দিছে । এটা তো মানুষের অধিকার হরন করা । তার উপর ভোটারদের সাথে খারাপ ব্যবহার ও করেছে ।

লীগ যে জিতবে সেটা তো জানা কথা । তবে দেখার বিষয় কত সিট পায় । মনে হচ্ছে এবার একটা বিরোধী দল আমরা পাবো ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছু কিছু সেন্টারে তাই হয়েছে,
এর কারন হলো বিরোধী দলের প্রতিরোধ শক্তি ছিল না ।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাংলাদেশে এই প্রথম অনেক সুস্থ্য একটা নির্বাচন হয়েছে

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সর্বত্র সুষ্ঠু ভোট হয়েছে তা মানা যায় না ।
................................................................................
আমার কিছু আত্নীয়র তথ্য মতে, কোন কোন সেন্টারে , বি এন পি
আওয়ামী লীগকে ওয়াকওভার দিয়েছে ।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০০

উম্মু আবদুল্লাহ বলেছেন: এটা আপনার সম্পূর্ণ ভূল ধারনা
..........................................................................
আশা করি ভোট শেষে প্রকৃত তথ্য আমরা দেখতে পাব ।

=========================================================================

শুনলাম ১০টার পর থেকে মাঠ দখলের মত কেন্দ্রের দখল আওয়ামী লীগ নিয়ে নেয়। গত কয়েক সপ্তাহে পুলিশের সহায়তায় আওয়ামী লীগের মাঠ দখল আমরা দেখেছি। সুতরাং কেন্দ্র দখল তাদের পক্ষে অসম্ভব হবে কেন? শুধু আওয়ামী সমর্থকদের ভোট দিতে দেয়া হয়েছে। বাকীদের নয়। এটা আগেই বুঝতে পেরে বিএনপি সমর্থকদের বেশীর ভাগ ভোট দিতে যান নি। যার ফলে বিএনপির ভাগে ভোট কম এসেছে।

যাই হোক, নির্বাচনের ফল নিয়ে আমি যা পূর্বাভাস দিয়েছিলাম তার কাছাকাছিই হয়েছে। আমি বলেছিলাম ৩০০ আসনেই আওয়ামী সমর্থিত দল এবং তাদের মিত্ররা জয়ী হবে। এখন দেখা যাচ্ছে প্রায় সেরকমটিই হয়েছে। দুই একটি আসনে বোধকরি পুলিশ ক্যাডাররা তাদের পুরো শক্তি দেখায় নি। কেন দেখায় নি কে জানে। তারা হয়ত সেই আসনের আওয়ামী প্রার্থীদের পছন্দ করত না।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইলেকশন ইন্জিনিয়ারিং
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাংলায় একটু ভঙ্গী করে বলতে পারি, নির্বাচনের প্রকৌশলীপনা !
প্রথম শুনতে পাই ১৯৯১ সনে, সেবার সর্বসাকুল্যে বেশী ভোট পেয়ে ও
আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে নাই, বেশ কিছু আসনে অদ্ভুদ ভাবে হেরে যায় ।
.........................................................................................................
পৃথিবীটা র্ঘূণমান, তাই বুঝি সকলকে ঘুরেফিরে স্বাদ নিতে হয় ।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

সোহানী বলেছেন: আপনার ভবিষ্যত বাণী ২০০% ভুল হলো দেখছি।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
.................................................................................
ভোটে র স্রোত যে সমুদ্রের চেয়ে বেগবান এই প্রথম জানলাম ।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

মা.হাসান বলেছেন: My prediction was very close. BNP tried to buy vote with illegal money and loot ballot and in some places they were successful. If not, they would have gotten 5-4 seats less. I was wrong about JP but overall prediction on BAL alliance is very close. Where is my prize?

Sorry for the English. My phone does not support Bangla font.

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: +/- ১% গ্রহনযোগ্য তা কি হয়েছে ?
...................................................................................
ঐক্যফ্রন্টের ভরাডুবিতে আমি র্মমাহত, একটি শক্তিশালী
পার্লামেন্টের সুযোগ হারালাম ।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শঙ্খচিল ভাই,

পোস্টে ঢুকেছি যখন দু - চার কথা বলতে হবে। তবে এ সম্পর্কে নিজের সীমাবদ্ধতার কারণে কিছু না বলাই সংগত বিবেচনা করছি।

পাশাপাশি আপনাকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই.....
আগামী বছর আপনার জীবনকে আরো সমৃদ্ধতায় ভরিয়ে দিক - কামনা করি।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভনববর্ষের আন্তরিক শুভেচ্ছা
.....................................................................
তাহলে আমার নববর্ষে লেখা কবিতাখানি পড়ুন ।

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি, আপনি, কিংবা অন্ধ সমর্থকরা যা ভেবেছিলাম তার কিছুই হয়নি। সবাইকে অবাক করে দিয়েছে এই ফলাফল...

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ, দেশ সঠিক পথে চলার জন্য একটি
শক্তিশালী পার্লামেন্ট আবশ্যক,
................................................................................
আশাভঙ্গ হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.