নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষের ভালবাসা

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮





Happy New Year 2019

ভাললাগার সাথে ভালবাসা আছে তো ?
শুভ নববর্ষের ভালবাসা
...................................................
অদিগন্ত সীমানায়
ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে যায়
গাঙচিলের ডানায় ভর করে
আলতো গালে, ঠোঁটের বাহারী কারুকাজ
আমি হই তাতেই শিহরিত,
মনে পড়ে প্রিয়ার দুর্দান্ত চুম্বন কলা কৌশল,
লতানো গাছের মতন, পায়ের পাতায় ভরকরে
অনন্ত সীমাহীন ভালবাসা !
আমার নষ্টালজিক জীবনের ইতিকথা,
বিদেশ ভ্রমনে দেখি এমনতর কতনা ভালবাসা
পথে প্রান্তরে, কিংবা করিডোরে, হোটেলের লবিতে
না জানি কত্ত গভীর প্রেম .... ... ..,
অর্থের টানে প্রেম প্রেম চলে, সারারাত, অতপর: !!!
আমার সেই প্রিয়ার, ঠোঁটের বাহারী কারুকাজ
আমি এখনও শিহরিত,
এই শুভ নববর্ষে (২০১৯)।



লেখক স্বত্ব সংরক্ষিত
(৩১/১২/২০১৮)

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ,
আপনার লেখাটা একদম অন্য রকম হয়েছে। ভালোই লাগলো পড়তে......।
উপরে ভালোবাসার কিছু লাইন দেখলাম, আমার কাছে আসলে ভালোবাসার আসল সত্য হলো......

ভালো থাকুন সব সময়।
শুভ কামনা রইল!


০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ নববর্ষে ,
ভালবাসা ছাড়া আমাদের বেঁচে থাকার আর কি অবলন্বন থাকতে পারে ?

.............................................................................................

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসাহীন জীবন আসলেই কষ্টের। সুন্দর কবিতা পড়লাম। নতুন বছরে ভালোবাসায় ভরে উঠুক জীবন। শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতুন বছরে আপনার জীবনটাও ভালোবাসায় ভরে উঠুক ।
...................................................................................

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

হাবিব বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২০১৯ সালে , আপনার জীবনটাও ভালোবাসায় ভরে উঠুক ।
....................................................................................................

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

পদাতিক চৌধুরি বলেছেন:
আহা; " লতানো গাছের মতন, আমি পায়ের পাতায় ভরকরে
অনন্ত সীমাহীন ভালোবাসা ! "

নববর্ষের সুন্দর অনুভূতি চলতে থাকুক....

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২০১৯ সালে , আপনার জীবনটাও অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক
................................................................................................
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা।
হানা-হানি ভেদাভেদ সব কিছু ভুলি,
এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ।
..................................................................................................

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বপ্ন সাঁজাও রঙের মেলায়,
জীবন ভাসাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।

...............................................................................................

৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

সুদীপ কুমার বলেছেন: আমিও শিহরিত।
ভালোবাসা হবে।ভালবাসা নয়।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসা,ভালোবাসা,
গাইব মোরা জীবনের গান
.......................................................................
ফিরে আসুক, ফিরে আসুক,
উজ্জল বর্তিকা থেকে
গাহি সাম্যর গান !!!

৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ।।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.............................................................................................
নতুন বছরের শুভেচ্ছা।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ নববর্ষ ;)

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ নববর্ষে , নব আগমন
অত্যন্ত আনন্দদায়ক ।
...................................................................................
শুভকামনা রইল, ভালো থাকুন।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৭

বলেছেন: প্রিয়ার ঠোঁটর বাহারী রঙ্গিন কারুকাজ ------ দারুণ ও অনবদ্য লেখনী।



নববর্ষের শুভেচ্ছা।।

০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার জন্যও
.....................................................................................
নববর্ষে আপনার থাকল এই "ভালবাসা " ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নীলপরি নীলপরি
উড়ে এল আমার বাড়ি,
সবুজ হলো আমার মনটা,
ভালবাসা ছড়িয়ে গেছে আমার
সারা বছরটা !!!

..................................................................................

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩১

মেহেদী হাসান হাসিব বলেছেন: কেমন আছেন ভাই?

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেহেদী পাতার হাসান ভাই
প্রেমের কেন খবর নাই !
নববর্ষের ভালোবাসায়
মেহেদী পাতা সবুজ চাই

....................................................................................


১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অনেক দেরিতে আসলাম।

লন...

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষর ভালবাসায়
এক কাপ গরম চা কফি
প্রিয়ার ঠোঁটরে উষ্ঞতার চেয়ে
মোটেই কম কিছু নয় ।

.....................................................................................

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাইরে কী দেখাইলা!

ছবিটা আমার কাব্যে দিয়ে দেই?

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
দিতে পারি এক শর্তে
জম্পেশ প্রেম হবে এই মর্ত্যে ?

................................................................................................

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

করুণাধারা বলেছেন: কিছুটা অনিয়মিত ছিলাম ব্লগে, তাই হয়তো আপনার এই ভালোবাসা আর শুভকামনার উত্তরে ভালোবাসা আর শুভকামনা জানানো হয়নি আগে। এবার জানালাম- শুভকামনা এবং ভালোবাসা!!!

কবিতা চমৎকার হয়েছে,++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার এই ভালোবাসা আর শুভকামনা
আমার প্রান জুড়িয়ে গেল, তাই
আমার শুভকামনা থাকল আপনার জন্য ।
.............................................................................................................

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: নতুন বছরের শুরুতেই একটা চমৎকার কবিতা লিখেছেন!
শুভ নববর্ষ! শুভ নববর্ষ! - ইংরেজী ও বাংলা, দুটো নতুন বছরের জন্য দুইবার! :)
মূল কবিতায় দেয়া দুটো ছবি আর প্রতিমন্তব্যে দেয়া বেশ ক'টা ছবি খুব সুন্দর! ১৩ নং প্রতিমন্তব্যে দেয়া ছবিটা দেখে আমার কবি কাহলিল (খলিল) জিবরান এর একটি বিখ্যাত কবিতার শুরুর চারটে লাইনের কথা মনে পড়ে গেলোঃ
"Give me the flute, and sing
immortality lies in a song
and even after we've perished
the flute continues to lament"
কবিতার নামঃ ""Give me the flute"

কবিতায় প্লাস + +

১৫ ই মে, ২০১৯ ভোর ৬:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি দেরীতে হলেও আমার ব্লগে এসে কবিতা পড়েছেন মন্তব্য করেছেন
আমি তাতেই আনন্দিত,
যদি ও আমার উত্তর "ব্রাউজ করতে না পারার বন্দী জীবনে" র জন্য
আরও দেরী হলো সে জন্য আন্তরিক ভাবে দু:খিত ।
.................................................................................................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.