নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
আবার ভোট দিয়ে এলাম ( ২৮/০২/২০১৯ইং)
আবার ভোট, মেয়র এবং কাউন্সিলর প্রার্থী ভোট !
এবার মনে হলো , আমার ভোট আমি দেব যাকে খুশী তাকে দিবো
কথাটা সর্বতো ভাবে প্রযোজ্য ।
সকালে আবহাওয়া খারাপ থাকায় ভোট কেন্দ্রে আগ্রহ কমে যায় ,
দুটো মূল্যবান ভোট দিব না বা আজ ভোটের পরিবেশ কেমন তা জানার
আগ্রহ ধীরে ধীরে তীব্র হ্ওয়ায়, বেলা দেড়টার সময় ভোট কেন্দ্রের দিকে হাঁটতে লাগলাম।
একটু অবাক হলাম কোথাও কোন মেয়র পোষ্টার নেই , কাউন্সিলর প্রার্থীর পোষ্টারে সয়লাব।
বিভ্রান্তিতে পড়লাম তাহলে কি, মেয়র ভোট হচ্ছে না ? আমি তো ঢাকায় থাকতে পারি নাই তাই
বোধহয় জানি না ।
ভোট কেন্দ্রের কাছাকাছি যখন গেলাম , চারিদিকে , হৈ চৈ. শ্লোগান, কর্মীদের
ব্যস্ততা মনে হল এমন তো জাতীয় নির্বাচনে ও দেখি নাই । ভালো করে লক্ষ্য করে বুঝলাম, এখানে
কাউন্সিলর প্রার্থীরা খুবই তীব্র প্রতিদন্ধিতা করছে, মনটা একটু বিষন্ন হলো, যাকে ভোট দেব চিন্তা করেছি
তার নির্বাচনী ক্যান্পের জৌলশ নেই, কর্মীও কম।
ভোট কেন্দ্রে ঢুকলাম প্রচুর নিরাপত্তা কর্মী, জাতীয় নির্বাচনের দিন এত নিরাপত্তা কর্মী চোখে পড়ে নাই।
ভোটার যথেষ্ট কম, একবারে ই পোলিং বুথে ঢুকতে পারলাম, স্লিপ দিতেই ব্যালট পেপার দিল, দেখলাম
চার জন মেয়র প্রার্থী। কাউন্সিলর প্রার্থী অনেক ৬/৭জন, দ্রুত ভোট দিয়ে বের হবার সময় দেখলাম
প্রচুর পোলিং এজেন্ট, একটু দাড়াঁয়ে মাথা গুনলাম, ৯/১০ জন। আবার চিন্তায় পড়লাম তাহলে কি জাতীয় নির্বাচন থেকে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ???
০৩ রা মার্চ, ২০১৯ রাত ২:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্যখানে কি হয়েছে জানি না তবে আমার কেন্দ্রে ভাল ভোট
হয়েছে এর্ং আমি মনে মনে শন্কিত ও দু:খিত ছিলাম যে,
আমার কাউন্সিলর প্রার্থী হেরে যাচ্ছে,
কিন্ত তা হয় নাই, শেষ পর্যন্ত তীব্র প্রতিদন্দিতা করে জিতেছে ।
২| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫
মাকার মাহিতা বলেছেন: জনগণ ভোট দিতে যায় নাই, সেজন্য ট্রাফিক পুলিশ গণহারে মামলা ঠুকেছে।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথাটা বোধহয় সব খানের জন্য প্রযোজ্য নয় ।
৩| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: বাহ !
০৩ রা মার্চ, ২০১৯ রাত ২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন কর্ম পদ্বতির মাধ্যমেই পরবর্তী ধাপের বীজ বপন করা থাকে,
তাই আমি মনে করি,
এই নির্বাচনকে নেতিবাচক বলার কোন সুযোগ নাই ।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৬
খায়রুল আহসান বলেছেন: আপনি ভোট দিয়ে একটি ভাল কাজ করেছেন। আর আরেকটি ভাল কাজ করেছেন সে সম্পর্কে এখানে এ পোস্টটি দিয়ে। তবে মনে হয়, আপনার অভিজ্ঞতা আর অন্য বহু লোকের অভিজ্ঞতার মাঝে ব্যাপক ফারাক থাকবে/আছে। তবুও, আপনি যেটা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন, সেটাই এখানে লিখে সবাইকে জানিয়েছেন, এটাও ভাল কথা।
১৫ ই মে, ২০১৯ রাত ৩:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট আপনার আমার জন্মগত অধিকার,
সে অধিকার কেউ সুযোগ পেয়ে, কেড়ে নিবে তা হতে কেন দিব ???
তাছাড়া বাস্তব অভিজ্ঞতা অর্জন আবশ্যক আর শুনা কথায় কান দেয়া আমাদের অভ্যাস
পরিত্যাগ করার সময় হয়েছে ।
..........................................................................................................
ভাই "ব্রাউজ করতে না পারার বন্দী জীবনে" র
কারনে দেরিতে উত্তর দেবার জন্য দু:খিত ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২৭
রাজীব নুর বলেছেন: ভোট হয়েছে হাইস্যকর।