নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
দুদিন আগে একটি উৎপাদন এবং ব্যবস্হাপনা প্রতিষ্ঠানের প্রধান দপ্তরে সভা করছি,
একেবারে শেষ পর্যায়ে হুরমুড় করে ৬/৭ জনের একটি দল এসে ঢুকল ।
স্যার অনেক দেরী হয়ে গেছে , কি করব রাস্তায় অনেক জ্যাম।
কিছু বুঝে উঠার আগে দেখলাম প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা এল এবং সভা শুরু হলো।
আগত দলের প্রধান উঠে নিজ পরিচয় দিয়ে শুরু করল তাদের কি লক্ষ্য এর্ং কিভাবে
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন করবে ।
অতপর বারবার বলতে থাকল, তারা যা করছে তা একটি হোলিস্টিক সলিউশন !!!
আমি চমকে উঠলাম , ব্যাটা বলে কি ? আবারও শুনলাম আর নিশ্চিত হলাম,
বিজ্ঞানের চমকপ্রদ বিষয় আর ব্যবস্হাপনা আমাদের অতি উৎসাহী মার্কেটিং টীম তাদের
বিজ্ঞাপনী ফেষ্টুনে ব্যবহার শুরু করেছে ।
হলিস্টিককে দক্ষিণ আফ্রিকার সৈনিক এবং রাজনীতিবিদ জ্যান ক্রিশ্চান স্মটস ১৯২০ সালে এক দার্শনিক শব্দ হিসাবে তৈরি করেছিলেন। স্মটস, যিনি যুদ্ধ ও রাজনীতি থেকে দূরে থেকে প্রাকৃতিক বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন, তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন প্রকৃতির সংগঠন সম্পর্কিত তাঁর জটিল দর্শনের বর্ণনা দেওয়ার জন্য। "হোলস" - এর অর্থ, অণু ও পরমাণুর পরিবর্তে জীব এবং সিস্টেম , গ্রীক শব্দ হোলোস থেকে পুরোপুরি শব্দটি গ্রহণ করেছিলেন। ১৯২৬ সালে তাঁর হলিজম অ্যান্ড ইভোলিউশন গ্রন্থে তিনি হোলিজমকে সংজ্ঞায়িত করেছেন "সৃজনশীল বিবর্তনের মাধ্যমে সকল অংশগুলির যোগফলের চেয়ে বৃহত্তর স্তরের গঠনের প্রকৃতির প্রবণতা।"
সামগ্রিক এবং সার্বজনীন কখনও কখনও পরিবর্তিত হয়। একাডেমিক ও চিকিৎসা ক্ষেত্রে এই ধারনা অনেক বেশি গুরত্বপূর্ণ ।
বর্তমানে গুরত্বপূর্ণ হাসপাতালগুলি চিকিৎসা ক্ষেত্রে এই ধারনা পোষন করে যে,
"আপনার স্বাস্থ্য এবং সুস্থতা আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয় । একটি সামগ্রিক পদ্ধতির সাহায্যে আপনার স্বাস্থ্যকে নিজের হাতে নিন। আমরা আপনাকে সামগ্রিক নিরাময়ের পিছনে প্রজ্ঞা দেখাব, কেন আমাদের এটির প্রয়োজন এবং কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে সামগ্রিক নিরাময়কে অন্তর্ভুক্ত করা যায়।"
অর্থাৎ হলিস্টিক চিকিৎসা আমাদের জীবনে আবশ্যক পরিপূর্ণ ভাবে বেঁচে থাকার জন্য ।
পাঠক ভাবতে থাকুন আরো যদি জানতে চান তাহলে পরবর্তী পর্ব লিখব ।
হোলিস্টিক সাল্যুসন : সামগ্রিক 'একটি প্রাকৃতিক বিবর্তন ব্যবস্হাপনা
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, কিছুটা হলেও আপনি বুঝতে পারছেন
বিষয়টি শাব্দিক অর্থে জটিল মনে হলে ও
জীবনের জন্য প্রয়োজনীয় ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৭
মা.হাসান বলেছেন: উনি মনে হয় হকিস্টিক বলতে যেয়ে ভুল করে হলিস্টিক বলেছেন।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
এখানে ভুলের কোন অবকাশ নাই,
দেখছেন না, আমাদের দেশে অতি উৎসাহী মার্কেটিং টীম
এই শব্দকে কাজে লাগায়ে বাজীমাৎ করতে চাচ্ছে ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: সলিউশন ঈশ্বরেরটাই ফাইনাল হবে।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের প্রয়োজনে,
সুস্হতার সর্তকতায়
হলিষ্টিক সল্যুউস চমৎকার একটি আইডিয়া ।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৯
ল বলেছেন: ""Holistic approach ""
আসেনি কি এটা বুঝাতে চাচ্ছেন??
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি আইনের মানুষ,
অপেক্ষা করুন আরও পড়তে থাকুন
ধারনাটা পরিস্কার হবে ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২০
এলিয়ানা সিম্পসন বলেছেন: পরের পর্ব লিখুন। এই পোষ্টটা ভাল হয়নাই, ভাল টপিক।
"The whole is greater than the sum of its parts."
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পড়তে থাকুন,
আশাকরি আরও পরিস্কার ধারনা
আপনার জন্য অপেক্ষা করছে ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই ষ্টার জলসা প্রেজেন্টেশন
আগ্রহের চরমে নিয়া বিজ্ঞাপন ধরায় দেবার মতোন
হু হু জলদি
লিখুন তারপর আর কি কি আছে
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
বাসায় বুঝি সারাদিন ষ্টার ঝলসা
চলতে থাকে ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
ঢাকার লোক বলেছেন: হলিজম এর সংজ্ঞা, " সৃজনশীল বিবর্তনের মাধ্যমে সকল অংশগুলির যোগফলের চেয়ে বৃহত্তর স্তরের গঠনের প্রকৃতির প্রবণতা।" আরো একটু সহজবোধ্য বাংলায় তরজমা করলে আমার মতো লোকদের জন্য ভালো হতো !
এর চেয়ে ৫ নম্বর মন্তব্যে এলিয়ানা সিম্পসনের ইংরেজি
"The whole is greater than the sum of its parts" সহজবোধ্য, যদিও বক্তব্যটা শুদ্ধ কিনা সন্দেহ ! কোনো জিনিস তার সবগুলো অংশের যোগফলের চেয়ে বড় হওয়ার কথা নয়, যে কোনো একটা অংশের চেয়ে বড় অবশ্যই হতে পারে।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিতর্ক চলতে পারে,
আলোচনার মধ্য দিয়ে
আমাদের নতূন ধারনা সবার জন্য
উদ্ভাসিত হবে ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮
এলিয়ানা সিম্পসন বলেছেন: @ঢাকার লোক, আপনি ভুল।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিবর্তন এবং প্রচলিত ঘটনার সংঘাতকে
অতিক্রম করার জন্যই হলিষ্টিক সল্যুউস ।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮
ঢাকার লোক বলেছেন: কিভাবে ভুল, এলিয়ানা ? একটু বুঝিয়ে বলবেন?
অঙ্ক অনুসারে, ১ কে আপনি কতগুলো ভগ্নাংশে ভাগ করলে, সে যতগুলোই করেন, ( যেমন ৪টা একচতুর্থাংশ, বা ২টা অর্ধাংশ, বা ১০টা একদশমাংশ ইত্যাদি ) সবগুলোকে আবার যোগ করলে ১ হবে, ১ এর চেয়ে বেশি হবে না । তবে কোনো ভগ্নাংশই ১ এর চেয়ে বড় হতে পারে না !
আমার মনে হয় আপনার কথাটা এভাবে বললে বরং শুদ্ধ হতো, "The whole is greater than any of its parts"
ধন্যবাদ ।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: Holistic healing is ancient. It evolved as we evolved as a people.
Holistic healing is part of our origin story.
And it is the origin story of all medicine.
.............................................................................................................
১০| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩
রাকু হাসান বলেছেন:
অবশ্যই লিখুন । এ বিষয়ে জানার আগ্রহ আছে । অনলানে বাংলায় লেখা খুব কম । সুতারাং আমি বলবো লিখুন । শুভকামনা করি ।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই, আপনাদের আগ্রহ
আমার প্রেরনা,
হাতে সময় কম থাকলেও
এই চমৎকার বিষয়টি নিয়ে পড়াশুনা করতে হচ্ছে ।
১১| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৩২
নতুন বলেছেন: এটা কি অল্টারনেটিভ মেডিসিনের উপরে বেসইড করে নতুন কোন টাকা কামানোর ধান্দা ?
কারন হোমিওপ্যাথি, লিভার ডিটক্স, ইওগা, এই রকমের জিনিস মিলিয়ে নতুন লাইফস্টাইল নিয়ে কিছু ওয়েবসাইটে এই রকমের জিনিসের প্রচারনা দেখেছি।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিবর্তন এবং প্রচলিত ঘটনার সংঘাতকে
সুসংগঠিত করে চলমান ধারনার বাহিরে অনুসন্ধান ও সঠিক
প্রয়োগের প্রেক্ষাপট বাস্তবায়নের জন্যই হলিষ্টিক সল্যুউস ।
.......................................................................................
বিষয়টির গুরত্ব বুঝে, বিভিন্ন ব্যবসায়ী তাদের ব্যবসায়িক ফায়দার
জন্য "ধারনাটি" লুফে নিচ্ছে
১২| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: @ঢাকার লোক, এটা আমার কথা না, এটা এরিস্টটলের কথা এবং চিকিৎসাবিদ্যার একটি বড় অংশ। আপনাকে বোঝানোর মত এনার্জি আমার নাই। আর লেখকের এই বিষয় সম্পর্ক ক্লিয়ার আইডিয়া আছে নাকি আমি কনফিউসড, কারণ তার পোষ্টটাও ভাল না, আর কমেন্টের রিপ্লাইগুলো আনক্লিয়ার।
@নতুন, এটা অল্টারনেটিভ মেডিসিন না। যেকোনো ভাল ডক্টরই একজন হোলিস্টিক ডক্টর।
১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার নিকে ঢু মারলাম,
রীতিমত ঘাবড়ে গেলাম : দুঃখিত আপনাকে ব্যান করা হয়েছে
..............................................................................................
এটা কি আপনার বক্তব্য নাকি , সামুর ???
যাক হলিষ্টিক সল্যুউস সমপর্কে আপনি কি জানেন বলুন !?
আমার লেখায় আমি পরিস্কার বলেছি , বিষয়টির কেন অবতারনা
করেছি সামুতে....... আরও অর্জন করছি পরবর্তী পর্বের জন্য ।
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: লেখক আরো সহজ ভাষায় লিখুন। আপনার দার্শনিক কথা কেউ বুঝতে পারছেনা lol
১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার এখানে দার্শনিকতার কিছু নাই,
আমার দর্শন শাস্ত্রে তেমন কোন জ্ঞান নেই ।
................................................................................
বিষয়টির বক্তব্য বাংলা ভাষায় যা তাই বলা হয়েছে,
আমাদের দুর্বোধ্য লাগবে , যেহেতু আমরা এর সাথে পরিচিত নই ।
বিজ্ঞানের অনেক ভাষা আছে যা বাংলা করলে পড়তে গেলে আমার মাথাধরে ।
আশার কথা পরবর্তী পর্বে ব্যাখ্যা দিয়ে উদহারন দিয়ে বর্ননার পর এই সমস্যা থাকবে না ।
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৬
নীল আকাশ বলেছেন: আগে বলুন ভাই আপনি কেমন আছেন? মাঝখানে কতদিন উধাও হয়ে ছিলেন, দেখাই পেতাম না আপনার।
লেখার টপিক দারুন তবে এত অল্প পড়ে কিছুই বুঝলাম না। এযেন সামনে নাস্তা এনে জিজ্ঞেস করছেন খাবেন?
খুব তাড়াতাড়ি এর পরের পর্ব লিখুন। আর ব্লগে এখন থেকে নিয়মিত হবেন।
ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, ভালো আর মন্দের মাঝামাঝি আছি,
......................................................................
বলতে পারেন এ আবার কেমন কথা !!!
বর্তমান পরিবেশ এবং আর্থ - সামাজিক দন্ধর মাঝে
ভালো থাকতে চাইলে ও থাকা যায় না ।
ঢাকার বাহিরে বেশি সময় থাকা হয়, সেখানে কোন ভাবেই সামুতে আসতে
পারি না ।
................................................................................................
টপিকটি অত্যন্ত চমকপ্রদ আর আধুনিকতায় অতুলনীয়,
কিন্ত এর অপব্যবহার শুরু হয়েছে বিধায় সকলকে অবহিত করার জন্য
এর অবতারনা ।
আশা করি পরবর্তী পর্বে সবার ধারনা পরিস্কার হবে ।
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৯
আখেনাটেন বলেছেন: ভালো একটি বিষয়ের অবতারণা করেছেন। গবেষণায় হোলিস্টিক অ্যাপ্রোচ শব্দটি প্রায়শই ব্যবহার হয়।
পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলুম......
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনি আমার বিষয়ের মূল অবতারণার লক্ষ্যর
অতি নিকটে চলে এসেছেন ।
..........................................................................................
অনেকেই এই শব্দটি ব্যবহার করে তাদের মূল টার্গেট বাস্তবায়নের
সুযোগ নিচ্ছে । তাই এই প্রতিবেদন সকলকে সচেতন করা,
বিজ্ঞানের মতো জটিল আর গবেষনা মূলক কথাবার্তা আমারও বলার
উদ্দেশ্য নয় ।
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫২
নীল আকাশ বলেছেন: ভাই এই দেশে কেউ এখন আর ভাল নেই, গুটি কিছু দলীয় লোকজন ছাড়া।
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর্থিক বিষয়ের চেয়ে মানসিক চিন্তা ও চেতনাকে
সমৃদ্ধ করা গেলে ,
এই কঠিন অবস্হার মধ্যেও কিঞ্চিত ভালো থাকা যায় ।
.........................................................................................
১৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হোলিজম "মানব দেহের সকল অংশগুলোর সমষ্টিগত শক্তিকে প্রাধান্য দেয়। বলে মানবদেহের পৃথক পৃথক সকল উপাদান বা অংশ সমষ্টিগতভাবে মূল উপাদানের চাইতেও বড়।
এটা সম্ভবত মনোবিজ্ঞানের একটা কনসেপ্ট।
৫ নং মন্তব্য "The whole is greater than the sum of its parts." ঠিক আছে। এটা একটা ফেজ। এর শাব্দিকঅর্থ তর্জমা না করে, অংক না করে প্রবাদপ্রবচন বা বাগধারার মতো ভাবলে ভালো হবে।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হলিষ্টিক সল্যুউসন
......................................................
অবশ্যই আমাদের জন্য সুসংবাদ
১৮| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক নতুন পোস্ট পেলাম। +++
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার উপস্হিতির জন্য
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৪
জুন বলেছেন: বিষয়বস্ত সম্পর্কে ভালোভাবে জানতে হলে আরেকটু বিস্তারিত জানা দরকার স্বপ্ন্রের শঙ্খচিল ।
+
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার উপস্হিতি আমার প্রেরনা,
.........................................................
বিস্তারিত আগামী পর্বে, আশা করি ২/৩ দিনের মধ্যে
প্রস্তুতি সম্পন্ন হবে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:১২
চাঁদগাজী বলেছেন:
লিখুন, দেখা যাক।