নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

৪৮তম সমবায় দিবস : আমাদের ভাবনা

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ২:৩২

আজ মহা-উৎসবে সমবায় দিবস উদযাপিত হলো বাংলাদেশে । ( ০২-১১-২০১৯ইং)




প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শ্রেণীভিত্তিক ১০ জন সমবায়ীকে জাতীয় সমবায় পুরষ্কার প্রদান করেন।




সারাদেশব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি, রাষ্ট্রীয় অনুষ্ঠান হলো "বঙ্গবন্ধু আর্ন্তজাতিক কনভেনসন সেন্টারে ।
অন্যান্য বারের মতো এবারও আমন্ত্রন পেয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম ।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো " বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন "
সমবায়ীরা সারা বৎসর হাটে, মাঠে, ঘাটে প্ররিশ্রম করে উন্নয়ন ও আর্থ-সামাজিক কাজে ব্যস্ত থেকে
বৎসরে ২টি দিন সমবেত হয়।
একটি : আর্ন্তজাতিক সমবায় দিবস ( জুলাই মাসের ১ম সপ্তাহ)
দ্বিতীয় টি : জাতীয় সমবায় দিবস ( নভেম্বর মাসের ১ম সপ্তাহ )

এই সময়ে সমবায়ীরা ভালো কাজের জন্য পুরস্কৃত হন, উন্নয়ন মূলক কাজের আলোচনা হয়
এবং ভবিষ্যৎ কর্মপন্হার দিকনির্দেশনা থাকে ।
অন্যান্য জেলায় সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয় এবং সারাদিন
কার্যক্রম চলে । ঢাকায় বেলা ১টায় সমবায় রেলী এবং দুপুর ৩টায় মূল অনুষ্ঠান শুরু হয় ।



গ্রামীণ মানুষ যাতে সুবিধা পেতে পারে তার জন্য ইতোমধ্যে সরকার সারা বাংলাদেশে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামবাসীদের জীবনযাত্রার উন্নতির উপর জোর দিয়ে সরকার বাংলাদেশের পল্লী অর্থনীতিকে আরও সুদমুক্ত করতে কাজ করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় সমবায় পুরষ্কার প্রদান ও জাতীয় সমবায় দিবস উপলক্ষে্ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ বক্তব্য দেন । তিনি আরও বলেছেন: "আমরা পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই যাতে সমবায়ীরা গ্রামে পর্যাপ্ত পরিমাণে উপার্জন করতে পারে এবং পল্লী অর্থনীতি আরও প্রাণবন্ত করতে পারে। আমরা এই সমস্ত বিষয় মাথায় রেখে পদক্ষেপ নিচ্ছি।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "গ্রামাঞ্চলের লোকেরা যেমন নগর অঞ্চলের মতো সুবিধা পাবে। আমরা গ্রামাঞ্চলে স্যানিটেশন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চাই," তিনি ইতিমধ্যে বাংলাদেশ জুড়ে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছেন যাতে গ্রামীণ লোকেরা এর সুবিধা গ্রহণ করতে পারে।

সবার স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যাদের বাড়ি আছে, তাদের কোনও জমি হয়তো চাষ হয় না, পুকুর পড়ে থাকে। এর সবটুকুকে কাজে লাগানোর লক্ষ্যে প্রত্যেক বাড়ির মালিকরা যেন নিজেরা উপার্জন করতে পারে সেই লক্ষ্যে আগে ছিল ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প, এখন নাম পরিবর্তন করে দিয়েছি−‘আমার বাড়ি, আমার খামার’। এই খামারের পণ্যও সমবায়ের ভিত্তিতে বাজারজাত করা হয়। পণ্য বাজারজাত করতে না পারলে খামারিরা পণ্য উৎপাদনে উৎসাহ হারাবে। সমবায়ের মাধ্যমে বিপণন ব্যবস্থা করে দিতে পারলে প্রতিটি পরিবার লাভবান হবে।




সমবায় আন্দোলনকে আরও জোরালো করতে শেখ হাসিনা বলেন, সরকার চাইছে বিদ্যমান আবাদি জমিতে আরও বেশি ফসল উৎপাদিত হয়, এবং এই আন্দোলন আমাদের জন্য উন্নয়নের সবচেয়ে উপযুক্ত মাধ্যম ।
উন্নয়ন ও বিপনন ব্যবস্হা গড়ে তোলার জন্য , আলোচনা পর্বের শুরুতে প্রধানমন্ত্রী সমবায়ীদের জন্য অনলাইনে পণ্য কেনাবেচা ও বাজারজাতকরণের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানস্থলে সমবায়ীদের স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।



অনুষ্ঠানে, স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সমবায় মন্ত্রকের চেয়ারম্যান খন্দকার মোশাররফ হোসেন এমপি, স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টার্চায্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু, । অনুষ্ঠানে সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: সমবায় তে কি দূর্নীতি হয় না??

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দূর্নীতি বা দিল্লীর মত গ্যাস চেম্বারে বসে আমি বলতে পারবনা সুস্হ আছি ।
.........................................................................................................
একসময়ে প্রচুর অব্যবস্হাপনা ছিল ,
এখন অনেক কমে এসছে,
আশা করি আরও কিছু যুগোপযোগী সিদ্ধান্ত নিলে
খামারীরা সঠিক সুফল ভোগ করতে পারবে ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ চাই :|

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এজন্য আমাদের তৃনমূল থেকে কষ্ট করে
অর্থনৈতিক বির্নিমান গড়তে হবে ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনে আশা জাগানিয়া পোস্ট -- সাভারে সমবায় বাজার আছে !! খুবই ভাল একটা উদ্যোগ--

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: -- সাভারে সমবায় বাজার আছে !! খুবই ভাল একটা উদ্যোগ--
...........................................................................................
শুধু সাভারে নয় , সরকারের উদ্যোগ আছে প্রতিটি জেলা উপজেলায় চালু
করার জন্য, কিন্ত এক শ্রেণীর লোক আছে যারা লুটপাটে বিশ্বাসী,
সরকার যেদিন এদের বিপক্ষে বাস্তবিক ব্যবস্হা নিবে তখন
এর সত্যিকার সুফল ভোগ করবে জনসাধারন ।
...........................................................................................
সাভারের সমবায় বাজারটি ভালো ভাবে চালু আছে বিধায় ছবিটি দেয়া হলো ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.