নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের মটর বাইক শেয়ারিং : আমার ভাবনা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৮

মেয়েদের মটর বাইক শেয়ারিং : আমার ভাবনা

শ্রদ্ধেয় হাসান কালবৈশাখী ও চাঁদগাজী ভাইর লেখার প্রতি সমর্থন রেখে আমার এই ভাবনা । মটর বাইক শেয়ারিং : নিয়ে আমি আগে একটি লেখা দিয়েছিলাম,
তাই মটর বাইক শেয়ারিং এখন আর বিচ্ছিন্ন ভাবনা হতে পারেনা, অনেকের জীবন মৃত্যু ও আতন্কিত ভাবনা ।
Click here





আমাদের দেশের সামজিক ও আর্থিক অবস্হা বিবেচনা করে আরও সিদ্ধান্ত নেয়া উচিৎ ।
এই মটর বাইকে উঠে প্রথম তীব্র সমালোচনায় পড়ে ছিলেন , শামীম সিকদার (বসে ছিলেন পা দুপাশে দিয়ে ।)
তখন অনেক মহিলাকে দেখেছি অকথ্য ভাষায় গালিগালাজ করতে ।
তখন তিনি এই কাজটি করে ছিলেন জিদের বশে দু:সাহসিক কাজ, যা অন্য নারীরা চিন্তাও করতনা ।

এখন সময়ের পরিবর্তন ঘটেছে, জীবন ও জীবিকার প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রামের মেয়েরা মটর বাইক শেয়ারিং করে ।
এই পরিবর্তনের সাথে সাথে আমাদের মন-মানসিকতার কতটুকু পরিবর্তন ঘটেছে তাও বিবচেনা করতে হবে ।
মটর বাইক শেয়ারিং করে আমি দেখেছি, পিছনে বসা যাত্রীর কোন সাপোর্ট থাকে না, সেক্ষেত্রে চালক যদি খুব দ্রুত
চালায় বা আনাড়ী হয় তবে সমূহ বিপদ ।
মটর বাইক শেয়ারিং বা মেয়েদের মটর বাইক শেয়ারিং আমি প্রথম দেখি থাইল্যান্ডে সম্ভবত ৪/৫ বৎসর আগেই ।
সেখানে বাইক চালকরা অত্যন্ত দক্ষ এবং আলাদা পোষাক পড়তে হয়, যেন যাত্রী বুঝতে পারে তার চালক দক্ষ এবং
রাইড শেয়ারিং নিরাপদ হবে । সেখানের মেয়েরা প্যান্ট সার্ট পড়া স্মার্ট এর্ং নির্ভাবনায় চলে, রাত ১২টার পরও তাদের
মটর বাইক শেয়ারিং করতে দেখেছি ।
======================================================================
উপরোক্ত বক্তব্য আলোকে আমার চিন্তা ভাবনা :

১) যে কোন চালককে রাইড শেয়ারিং এর নীতি মালায় আসতে হবে ।
২) চালককে অবশ্যই দক্ষ হতে হবে এবং নির্ধারিত পোষাক পড়ে মটর বাইক চালাতে হবে ।
৩) মটর বাইক চালকের নির্দিষ্ট একটি নম্বর থাকবে যা দিয়ে যে কোন সময়ে শনাক্ত করা যাবে ।
৪) রাইড শেয়ারিং সময়ে যাত্রীর পোষাক "উপযুক্ত মানের" হতে হবে ।
৫) রাইড শেয়ারিং মটর বাইক সমূহ নির্ধারিত মানের হতে হবে । যেমন, পিছনে শক্ত কেরিয়ার থাকবে,
নীচে পা রাখার ব্যবস্হা থাকবে,চালকের পরিধানে বিশেষ ধরনের জ্যাকেট থাকবে, যার পিছনে
ধরার মত ব্যবস্হা থাকবে, অথবা সিট বেল্টের ব্যবস্হা থাকবে ।

৬) উভয়ের হেলমেট পড়া বাধ্যতা মূলক থাকবে । ( বর্তমানে ৮০% তা পালন করছে )
৭) বাইকের ফিটনেস বাধ্যতামূলক এবং ৩ মাস অন্তর অন্তর পরীক্ষা করতে হবে ।
( বাইকের ত্রুটির কারনে দুর্ঘটনা বেশী ঘটে )
৮) মটর বাইক শেয়ারিং সময়ে শহরের মধ্যে ৫০ এবং শহরের বাহিরে ৮০ এর উর্ধে চালানো যাবে না ।
৯) সর্ববামে মটরবাইক লেন নির্ধারন করা উচিৎ এবং ফুটপাত বা ডানে অন্য লেনে যাতায়ত করলে বড়
ধরনের জরিমানা থাকা দরকার ।

==================================================================



..................................................... নইলে মৃত্যু ঝুঁকি থাকবেই .......................................................

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ঢাকা বা চট্টগ্রামে মটর-বাইক শেয়ারিং খুবই বিপদজনক!
আপনার উপদেশগুলো কিছু প্রাণ রক্ষায় সাহায্য করবে।
তবে, বাইকের যাত্রীর ধরার জন্য ড্রাইভারের পেছনে হ্যান্ডল দরকার; এবং যাত্রীর পেছনে (হেলান দেয়ার) জন্য সাপোর্ট দরকার; বাইক কোন অবস্হায় ১৫ মাইলের বেশী গতিতে চলতে পারবে না; যাত্রীবাহী বাইকগুলো এক রং ( হলুদ রং'এর) হলে ভালো হয়; যাত্রীবাহী বাইক থেকে পেছনের বাস, ট্রাক, সিএনজি, প্রাইভেট কারকে ২০ ফিট দুরে থাকতে হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যাত্রীর ধরার জন্য অতি আবশ্যক ব্যবন্হা থাকা উচিৎ ,
.......................................................................................
চালকের পরিধানে বিশেষ ধরনের জ্যাকেট থাকবে, যার পিছনে
ধরার মত ব্যবস্হা থাকবে, অথবা সিট বেল্টের ব্যবস্হা থাকবে ।

..........................................................................................
১৫ গতিতে কেউ মটর বাইক চালায় না, তবে যানযটের কারনে কখনোই
৩০ এর উপর যায় না । কিছু মাথামোটা চালক আছে যারা অধিক গতিতে না চালাতে পারলে,
পেটের ভাত হজম হয় না, আর যাত্রী যদি নারী হয় তবে বাহদুরীটা কে দেখাবে ???
......................................................................................................................
বাইক চালনার জন্য নির্ধারিত লেন থাকা জরুরী ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি বাইক নিয়ে কোন পোষ্ট লিখিনি, কোথায়ও কমেন্ট করেছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদগাজী বলেছেন:১৩. ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
চালকের সীটের পেছনে একটা হ্যান্ডল যোগ করতে হবে, যা ধরে বসবেন পেছনের আরোহী;
আরোহীও চালকের মতো ২ পাশে পা রাখবেন।মটর বাইকে করে শহরের মাঝে যাত্রী নেয়া নিষিদ্ধ করা উচিত।
........................................................................................................................................
চাঁদগাজী বলেছেন: ১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৯
@স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন, "ভাই আমার বিবি নিকাব হাত মোজা পা মোজা বোরখা পড়ে সবসময় চলাফেরা করে | তাকে আমার বাইকে কিভাবে বসাবো | "
-আপনার স্ত্রীর যাতায়াতের জন্য একটা উট কেনার কথা ভেবে দেখতে পারেন।
............................................................................................................................................................
এই ছিল আপনার কমেন্ট সমূহ ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪১

নীল আকাশ বলেছেন: ১ম মন্তব্যের সাথে একমত।
আপনার ৫ নাম্বার পয়েন্ট খুবই যৌক্তিক। আমি নিজেও এটা বলতাম।
খুব ভালো লিখেছেন। ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
..................................................................................
আমি এখন অস্ট্রেলিয়া বসে দেখছি ,আইন মানাটা কতটা জরুরী
জনসাধারন তাদের আইন মানছে, মটর চালকরা তাদের আইন
মেনে গাড়ী চালাচ্ছে, সরকার আইন মেনে চলার জন্য প্রয়োজনীয়
অবকাঠামো তৈরী করে দিয়েছে।
আমার ২১ দিনের অবস্হানে একটা দুর্ঘটনার কথা শুনি নাই বা দেখি নাই ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আপনার ৯ টা পয়েন্টই খুব গুরুত্বপূর্ন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর ও গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য ।
...............................................................................
আপনি সাবধানে থাকবেন,
ক্যামেরা নিয়ে যাদের চলাচল, বা ছবি তোলার নেশা
তারা যে কোন সময়ে মটর-বাইক শেয়ারিং করতে দেরী করে না ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি শুধু গুরুত্বপূর্ন সময়ের জন্য বাইক শেয়ারিং করি, তবে পূর্বে
বুঝে নেই চালক কেমন । মাসে ২/১ বার এর বেশী নয় ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি বলেছেন: সুন্দর পোস্ট
.................................................................
কিন্ত সঙ্গে যে ছবিটি আছে তা খেয়াল করে দেখুন
ভয়ংকর ও নারীর অবয়ব মিলে মৃত্যুর হাতছানি ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেডি বাইকার প্রজেক্ট চালু হয়েছে কিন্তু পরিমানে বোধকরি ষ্বল্প!
আর প্রচারণাও কম!

ভাল ভাবনা :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশে ওভাইর পাশাপাশি ওবোন চালু করা হয়েছে,
তা কতটুকু নির্ভরযোগ্য এখনও জানা হয় নাই।
.......................................................................................................
মটর বাইক চালকদের খুবই দ্রুত নীতি মালায় আনা উচিৎ, তাদের আচার আচরন
ভদ্রতা ছাড়ায়ে যাচ্ছে এবং অদক্ষ চালক এই পেশায় যুক্ত হয়েছে ফলে , যাত্রীর
দূর্ঘটনার হার বেড়ে গেছে ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

কনফুসিয়াস বলেছেন: ভাল সাজেশন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য ।
.......................................................................
তবে পালন করার ব্যবস্হা করবে কে ???

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: কার্যকর ভাবনার চমৎকার পোষ্ট। অভিবাদন আপনাকে....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার!!!
.........................................................................
ধন্যবাদ আপনাকে ও , তবে সময়মত বাস্তবায়ন না হলে
রাস্তায় আরও প্রান ঝরবে ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

নতুন বলেছেন: মেয়েদের বাইকে দুই পা ছড়িয়ে বসা যাবেনা কিন্তু মৃত্যুর ঝুকি নিয়ে পদা,পুশিদার সাথে বসতে হবে সেই চিন্তু কিছু মানুষ করবে কিন্তু তাদের সংখ্যা এখন একটু কমছে।

দেশে বেশির ভাগ নারীরাই তাদের আত্নীয়ের মটরসাইকেলেই চড়ে, স্বামী,ভাই,মামা,চাচা। কিছু নারী অবশ্য রাইড সেয়ারিংও ব্যবহার করে এবং সেটা অবশ্যই বাধ্য হয়ে, সখের বসে বা মনের আনন্দে না।

তাই তাদের জীবনের ঝুকি কমাতেই সবার ভাবা উচিত।

অবশ্য মূখ`রা বোঝে না যে তাদের এই কটু কথার জন্য দেশে অনেক নারী জীবন ঝুকি নিয়ে চলাফেরা করে এবং তাদের মাঝে কিছু নারী মারাও যায় দূঘটনায় পরলে। কিন্তু এই কটু কথা না থাকলে তারা আরো নিরাপদ ভাবে চলাচল করে পারতো এবং মানুষগুলি মারা যেতো না।

অনেক নারী ইজি বাইক,অটো,রিক্সাতে ওড়না পেচিয়ে মারা গেছেন, পঙ্গু হয়েছেন.... এর পেছনে আমাদের সমাজের কিছু যৌনপারভাটের আচরন দায়ী। যারা নারীকে ওড়না ছাড়া দেখলেই যৌনকাতর হয়ে পড়ে এবং ইভচিজিং করে, অপলকদৃস্টিতে তাকিয়ে থাকে....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে বেশির ভাগ নারীরাই তাদের আত্নীয়ের মটরসাইকেলেই চড়ে, স্বামী,ভাই,মামা,চাচা।
কিছু নারী অবশ্য রাইড সেয়ারিংও ব্যবহার করে এবং সেটা অবশ্যই বাধ্য হয়ে,
সখের বসে বা মনের আনন্দে না।

.....................................................................................................................
ধন্যবাদ, আপনার সুন্দর ও গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য । আপনার বক্তব্য ৮০% সমর্থন করি,
তবে কিছু টিনএজ মেয়েরা ইদানীং বয় ফ্রেন্ডের বাইকে চড়ে লং ড্রাইভে যেতে পসন্দ
করে ।
.......................................................................................................................
আমি মনে করি নারী কি ভাবে চলবে, তা নারীর চিন্তা ভাবনার ব্যাপার, সরকারের দ্বায়িত্ব
দুর্ঘটনা রোধে আইন বলবৎ করা , যা নারী বা যাত্রী ও চালকের জন্য বাধ্যতামূলক ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মাথায় বেজায় বুদ্ধি!
সংশ্লষ্টদের আহ্বান করব সমকালীন লাগসই চিন্তাভবনাগুলো গ্রহণ করার জন্য।
শুভেচ্ছা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বরকতউল্লাহ বলেছেন: আপনার মাথায় বেজায় বুদ্ধি!
.............................................................................
ভাই , বাস্তবতা থেকে উপলদ্ধি ।
চলমান জীবনে কত বিপদ আপদের মধ্য দিয়ে যেতে হয় ।
.............................................................................
বিদেশে এসে তাদের ব্যবস্হাপনা দেখে, মনে হয় , এরা
মানুষের জন্য আইন ও শাসন কায়েম করেছে,
আর দেশের দুষ্ট লোক বলে,
সরকার আইন করলে; পুলিশ, আইনজীবি মোক্তারের পকেট ভারী হয় ।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার চিন্তা ভাবনা অনেকটা আমার মতই।
আপনি ভালভাবে গুছিয়ে লিখেছেন।
যেহেতু বার বার দুর্ঘটনা ঘটছে, মেয়েরা কি ভাবে বসবে সেটা অবস্যই এখন একটি গুরুত্বপুর্ন। বিশেষ করে 'উবার' 'পাঠাও' ইত্যাদি রাইডশেয়ারিং বাইকে। দুর্ঘটনায় অনেকে মারা যাচ্ছে সঠিক ভাবে না বসার কারনে। সবাইকে সিটের দুই দিকে দুই পা দিয়ে পিঠ সোজা করে বসতে হবে, পেছনে সিটরেষ্ট থাকলে ভাল, পড়ে যাওয়ার সম্ভাবনা কম।

এ ধরনের সিট রেষ্ট অনেকটা নিরাপদ হতে পারে বলে আমার মনে হচ্ছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার গুরত্বপূর্ণ বক্তব্য ও ছবির জন্য
.......................................................................
ঐ রকম সিট রেষ্ট খুব জোরে চালানোর ক্ষেত্রে পিছনের সাপোর্ট দিবে
তবে পড়ে যাবার থেকে রক্ষা করবে না । আর এই পদ্ধতি সব মটর বাইকে নাই,
সংযোজন করতে হবে, সিট বেল্ট খুব অল্প টাকায় সংযোজন করা যাবে,
হঠাৎ পড়ে যাওয়া থেকে রক্ষা করবে ।
....................................................................................................
যাত্রীর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে দুই ব্যবস্হাই থাকতে পারে ।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই ফাঁকে সবার মন্তব্য গুলোও পড়ে নিলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন্তব্য গুলো পড়ে কোথায় কেমন লাগল, বা
কতটুকু প্রয়োজনীয় জানা গেলে ভালো লাগত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.