নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস যুদ্ধ : আমাদের ফ্রন্ট লাইন ব্যর্থ

২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

করোনা ভাইরাস যুদ্ধ : আমাদের ফ্রন্ট লাইন ব্যর্থ





এই লেখার যখন ড্রাফট করছি তখন করোনা ভাইরাস আমাদের ফ্রন্ট লাইন বিধ্বস্ত করে দ্বিতীয় ধাপে বিস্তার লাভ
করেছে আজ মনে হচ্ছে আমরা বড্ড দেরী করে ফেলেছি , আমাদের মূল স্তরে "মাস কম্যুনিটি" আক্রান্ত হতে চলেছে ।
সরকার ও সহযোগী সংস্হা এতদিনে এর ভয়াবহতা উপলব্দি করছেন ,
গত জানুয়ারী'২০ থেকে দেশে ৬ লক্ষ মানুষ দেশে এসেছে, পুলিশের হিসাবে মার্চের প্রথম ২০ দিনে বিদেশ থেকে ফিরেছেন ২ লাখ ৯৩ হাজার মানুষ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এসেছেন কোভিড-১৯ আক্রান্ত দেশগুলো থেকে। বিমানবন্দর থেকে বের হয়েই তাঁরা যাঁর যাঁর বাড়িতে চলে গেছেন। তাঁদের মধ্যে মাত্র ২০হাজার বিদেশফেরত কোয়ারেন্টিনে আছেন। অন্যদের কোনো হদিস নেই।
গত সপ্তাহ পর্যন্ত এসব প্রবাসী স্বাভাবিকভাবেই গ্রামে-গঞ্জে, হাটবাজারে ঘুরেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই বিদেশফেরতদের মধ্যে কেউ সংক্রমিত হয়ে থাকলে তা কত মানুষের মধ্যে ছড়াবে, সে বিষয়ে কোনো ধারণাই করা যাচ্ছে না। মাঠ থেকে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের কর্মকর্তারা এক ‘ভয়ংকর পরিণতি’র আশঙ্কা প্রকাশ করেছেন।


আগামীকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সেনাবাহিনী নিয়োজিত হচ্ছে। বিভাগীয় ও জেলা শহরগুলোয় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত হবে।
করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে।

চীন ৮ই ডিসেম্বর এই ভাইরাস সনাক্ত করে এবং তখন থেকে কাজ শুরু করে।চীন ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্হ্য সংস্হাকে জানায়।
করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর ডিসেম্বর মাসেই অবহিত হয় ।উনাদের বক্তব্য অনুসারে তখন থেকেই
বিশ্ব স্বাস্হ্য সংস্হার মাধ্যমে আপডেট পাচ্ছিলেন । ৮ই জানুয়ারী কভিড-১৯ নামকরন করা হয়, নভেল করোনা ভাইরাস
অর্থাৎ নূতন করোনা ভাইরাস ।

Corona Guide

করোনা ভাইরাসের দীর্ঘ ইতিহাস আছে :
সার্স করোনা ভাইরাসের শনাক্ত হয় চীনে -২০০৩ সালে
মার্স করোনা ভাইরাসের শনাক্ত হয় সৌদী আরবে -২০১২ সালে
নভেল করোনা-২০১৯ ভাইরাসের শনাক্ত হয় চীনে -২০১৯ সালে

বর্তমান বিশ্বের সর্বশেষ পরিস্হিতি ঃ-
Covid-19 world Update

সার্স, মার্স , কভিড-১৯ সবই একই গোত্রর তবে ভিন্ন ভিন্ন রুপে বিচরন ও বিস্তার বা সংক্রমন ক্ষমতা পার্থক্য ভেদে তাদের
ভয়ংকর রুপ আমরা দেখছি । মূলত ২০০৩ সাল থেকে বিজ্ঞানীরা এর উপর গবেষনা করে আসছেন এবং ভবিষ্যৎ বাণী ছিল যে,
অচিরেই নূতন একটি ভাইরাস আসবে, যা আমরা বর্তমানে প্রত্যক্ষ করছি ।
History of COVID-19


বিশ্ব স্বাস্হ্য সংস্হা ও চীন বলছে তাদের ভূল থেকে অন্যরা শিক্ষা নিক , 'আমাদের মেডিকেল স্টাফদের রক্ষা করা দরকার': চীনা চিকিৎসকরা বলছেন যে উহানে প্রথম ভূলগুলো করেছে ইউরোপ একই ভুল করেছে। চীন প্রথমে তাদের চিকিৎসা কর্মীদের রক্ষা করতে ব্যর্থ হয় , সকল দেশের এব্যপারে সাবধান হওয়া দরকার ছিল; চীনের মূল ভূখন্ডের ৩,৪০০ এরও বেশি চিকিৎসা কর্মী সংক্রামিত বলে মনে করা হচ্ছে। ১৩ জন চিকিৎসা কর্মীর মৃত্যু হয়েছে ।



করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন আশার আলো জ্বেলেছ বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে চীনের কৌশল অন্য দেশগুলোয় ব্যবহার করা যায় কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর বেলায়।এএফপির খবরে জানানো হয়, চীনে গত চার দিনে স্থানীয়ভাবে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। গত বছরের ডিসেম্বরে দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়, তা থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
জানুয়ারি মাসে চীন উহান শহরকে কার্যকরভাবে অবরুদ্ধ করে এবং এর ১ কোটি ১১ লাখ জনসংখ্যাকে কোয়ারেন্টিনে পাঠায়। এই প্রক্রিয়া পরে অনুসরণ করা হয় পুরো হুবেই প্রদেশের জন্য। পাঁচ কোটি মানুষকে গণ–আইসোলেশনে পাঠায়।
হুবেই প্রদেশে কমপক্ষে ৪২ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। এ সময় ৩ হাজার ৩০০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন এবং ১৩ জন মারা যান।বার্তা সংস্থা সিনহুয়ার খবর অনুসারে চীন প্রতিদিন ১৬ লাখ মাস্ক উৎপাদন করেছে ওই সময়। চীনের অধ্যাপক ঝেংজিজিই বলেন, বিপুলসংখ্যক মানুষের ভাইরাসটি বহনের আশঙ্কার মধ্যে ব্যাপক হারে মাস্ক ব্যবহার ভাইরাসের বিস্তার রোধ করতে সহায়তা করেছে ।

করোনাভাইরাস বা কোভিড-১৯: আমাদের সাম্প্রতিক রাজনীতি

আজ সচিবালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে , সোমবার মোট ১০টি সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ,
আরও একমাস পূর্বে নিলে এবং বিমান বন্দরে কড়াকড়ি আরোপ করে কঠিন সিদ্বান্ত বাস্তবায়ন করলে
'মাস কম্যুনিটি ট্রান্সমিশনের ' আশন্কার সৃষ্টি হতো না ।


পরিস্হিতি সামাল দিতে বর্তমানে আরব আমিরাতের দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী আজানের সময় “আল-সালাতু ফি বুয়ুতিকুম” বলা হচ্ছে, যার মানে বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে আছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন।
দুবাইয়ের ইসলামিক এফেয়ার্স এ্যান্ড চ্যারিটেবল এ্যাকটিভিজ ডিপার্টমেন্ট এক ইনস্টাগ্রাম পোস্টে জানায়, "সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত থাকবে এবং জনগণকে তাদের বাড়িতে থেকে নামাজ পড়তে বলা হবে এবং এই মহামারি মোকাবিলায় আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে।” জাতীয় ও সামাজিক অঙ্গীকার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
..............................................................................................................................................................
ভিন্ন মাত্রার খবরটি দিয়ে লেখাটি পোষ্ট করতে চাই : করোনাভাইরাস আতঙ্কে চীন থেকে বাংলাদেশে যারা ফিরেছিলেন। এখন আবার চীনে ফিরতে শুরু করেছেন তারা।করোনাভাইরাস আতঙ্কে যাদের অধিকাংশ ফিরে এসেছিলেন বাংলাদেশে। চীনের পরিস্থিতি স্বাভাবিক আর বাংলাদেশের অবস্থার অবনতি হওয়ায় নিজেদের কর্মস্থল চীনে ফিরতে শুরু করেছেন ।
জাতীয় দলের সাবেক টেনিস খেলোয়াড় শাহনেওয়াজ আহমেদ ও ইসরাত রুমা দম্পতি বিগত শুক্রবার চীনে ফিরে গেছেন ।
-- ঃএক নজরে বর্তমান বাংলাদেশের করোনা পরিস্হিতি ঃ---

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



যেহেতু সরকার দৈনিক কাজের লোকদের কোন খাবার ও ক্যাশ দেবে না, এতে ছুটিটা সাহায্য করবে; যদি গরীবদের খাবার ও কিছু ক্যাশ দিতো, তা'হলে লক-ডাউন করা যেতো ২/১মাসের জন্য

২৩ শে মার্চ, ২০২০ রাত ৮:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিস্হিতি আরও খারাপ হলে লক-ডাউন করা ছাড়া কোন উপায় থাকবে না ।
..............................................................................................................
বিশ্ব স্বাস্হ্য সংস্হার প্রদত্ত পরামর্শ অনুসারে কাজের বাস্তব অগ্রগতি খুবই সামান্য।
আমাদের পর্যাপ্ত ডাক্তার ও তাদের নিরাপত্তা দানের সরন্জামের অভাব আছে।
ইতিমধ্যে চিকিৎসা দানরত একজন ডাক্তার ও একজন নার্স আক্রান্ত হয়েছে ।

২| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: রাতে ছটফট করেছি, ঘুমাতে পারিনি। অজানা আশঙ্কায় বারবার শিউরে উঠেছি অজান্তেই। কেন যেন মনে হচ্ছিল, আল্লাহর পক্ষ থেকে যে সতর্কবার্তা দুনিয়ার উপর আবর্তিত হচ্ছে, এর শিকার আমিও হতে পারি যে কোন মূহুর্তে। নিজের বিপদ নিয়ে তত চিন্তিত নই, আসল চিন্তা পরিবার নিয়ে। বৃদ্ধ পিতা-মাতা, ভাইবোন, বাচ্চাকাচ্চা নিয়ে।

২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আতন্কিত না হয়ে সঠিক চিন্তা করুন এবং প্রয়োজনীয় ব্যবন্হা নিন,
......................................................................................
চীনের মতো সামলাতে না পারলে, ভয়াবহ মৃত্যুর মিছিল দেখতে হবে ।

৩| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৬

ঢাবিয়ান বলেছেন: বিদেশে থেকে নিজেদের জন্য এক ফোটা চিন্তা হচ্ছে না। কারন চিন্তার ভার সরকারের, জনগনের না। কিন্ত আতংংক ঘুমাতে পারছি না দেশের চিন্তায়।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চীন ৮ই ডিসেম্বর এই ভাইরাস মোকাবেলা শুরু করে,
....................................................................................
মনে হয় আমরা মাঠের খেলা গ্যালারীতে বসে দেখছি
একবারও ভাবিনি ফুটবলটা গ্যালারীতে এসে আমাদেরকে ও
চূড়ান্ত আঘাত হানতে পারে ।

৪| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৭

সোহানী বলেছেন: হাঁ, সবাই যখন ভালোর দিকে। আর এখন কুম্ভকর্ণের ঘুম ভেঙ্গেছে। যার দায়ভার যে কিভাবে চুকাবো বুঝে উঠতে পারছি না। তাই যাদের সুযোগ আছে তাদের পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আপনাকে দেখলাম ।
......................................................................................................
সর্তকতা হিসাবে আজ বাসার বাহিরে যাইনি, দু:শ্চিন্তা আর মানসিক চাপ থেকে
লেখাটা লিখলাম ।
এখন সতর্ক চলাফেরা আর সচেতন ব্যবস্হাপনা এই মহামারী থেকে বেঁচে থাকার
একমাত্র উপায়।

৫| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:১৫

নেওয়াজ আলি বলেছেন: গ্রাম কিংবা শহরের খেটে খাওয়া মানুষ না খেয়ে মরবে।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চীনে করোনা ভাইরাস আক্রমনের তিন মাস পর বাংলাদেশে ৭ই মার্চ প্রথম
শনাক্ত হয়্। এই তিন মাস সরকার কঠিন ব্যবস্হা গ্রহন করলে এবং
..........................................................................................................
প্রবাসী সবার ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন হলে আজ আর
এই বিপদের সম্মুখীন হতে হতো না ।

৬| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করে কাজ করতে হবে।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিস্হিতি দিন দিন জটিল হচ্ছে,
আমেরিকার মতো দেশ স্বাস্হ্য সেবায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.