নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

মা দিবস : আমার বেদনা

১০ ই মে, ২০২০ সকাল ৯:৪০

মা দিবসের ভাবনা গুলো থাকে ,
মধুর ম্ম্সৃতিচারন বা রত্নগর্ভা মায়েদের গল্পকথা শুনে কিন্ত এই করোনা মহামারীর যুগে
বোধহয় সবই বিবর্ন হতে চলছে ।



এমন কিছু চলমান ঘটনা :

ঘটনা =১
ছেলেটি একটি শপিং মলে চাকুরী করে বেতন তেমন কিছু নয়, মাস শেষে হাতে কিছুই থাকে না,
করনার এই মহামারীর চলমান সময়ে মা প্রচন্ড ব্যাথা নিয়ে বিছানায় শয্যা নিল , রোজার সময়ে তিনজনের
সংসার কি ভাবে চলবে ? মহল্লার যে ডাক্তার তার দেয়া ব্যবস্হাপত্রে কোন কাজ হচ্ছে না ।
পারিবারিক পরামর্শে প্রায় ১০ কিমি দুরে ডাক্তার দেখানো হলো, তারপর মামা কে ফোনে জানাল এখন কি করবে ?

ডাক্তার নিশ্চিত করেছে যক্ষা , বিপদজনক অবস্হায় আছে এখনই ভর্তি করতে হবে , কিন্ত কি ভাবে ?
চলমান করনার সময়ে কোন হাসপাতাল রুগি নিতে চায় না , যান চলাচল তো নাই; ম্বাভাবিক কোন কিছুই
আশা করা যায় না তদুপরি হাতে কোন টাকা নাই । লকডাউনের পর ঐ প্রতিষ্ঠান একদিনের জন্যও খুলে
নাই চাকুরী আছে কিনা জানে না, কোন বেতন পাবার ক্ষীনতম আশাও করা যাচ্ছে না ।বাড়ী ভাড়া ২মাসের বাকী
বাসায় খাবারের অভাব চলছে, চিকিৎসা জন্য আনুমানিক ২০,০০০,০০ টাকা লাগবে ।
এই মহামারীর সময় কোথায় মিলবে টাকা যা দিয়ে ছেলে তার একমাত্র আশার আলো মায়ের চিকিৎসা করাবে ?

আজ চারদিন হলো মা মহাখালী বক্ষব্যধী হাসপাতালে এডমিট নিয়েছে, ছেলে নিচে বিছানা পেতে ঘুমায়
আর চিন্তায় ভেঙ্গে পড়ছে কি করে চিকিৎসা ব্যয় নির্বাহ করবে, যার কাছে যোগাযোগ করছে সবারই
একই কথা এই করনা মহামারীর সময় কিছু করতে পারবেনা । সামাজিক দুরত্বর কারনে কোন আত্নীয় দেখা করার
কথা ভাবছে না ।

ঘটনা =২ :
নিউজিল্যান্ড একটি সুন্দর দেশ , ইতিমধ্যে করোনা নিয়ন্ত্রনে নিয়েছে । মা দিবসে ছেলের সকল চেষ্টা সত্বেও
মায়ের করোনা ভাইরাস চিকিৎসা কালীন আড়াইটার দিকে হাসপাতাল থেকে ফোন এলো। প্যালিয়েটিভ কেয়ার শুরু হয়েছে। ছেলে প্রার্থনা শুরু করল, যেন দ্রুত মা যন্ত্রণা থেকে মুক্তি পান। ৫টা ২৫ মিনিটে নার্স ফোন দিল।
মিনিট পাঁচেক আগে মা চিরবিদায় নিয়েছেন।
পৃথিবীর দীর্ঘতম সপ্তাহ ফুরোল। একদিন হয়তো এই মহামারি শেষ হবে।
কিন্তু রেখে যাবে ভয়ংকর সব স্মৃতি।
আমার মায়ের স্মৃতির মতো। প্রতিদিনই শিকার হচ্ছে অসংখ্য মানুষ।
আমার মায়ের মতো। তোমাকে অনেক ভালোবাসি মা। (ইন্টারনেট ) ।
সদ্য মা হারানো শোকাতুর একজন সন্তানের তীব্র বিষাদ ও বেদনা ।
নিউজিল্যান্ড করোনা তথ্য : আক্রান্ত >১৪৯৪ , সুস্হ : ১৩৭১ , মৃত্যু : ২১ জন ।

ঘটনা =৩ :
পেশায় সাংবাদিক , একসময়ের তুখোর নেতা নারী আন্দোলন আর নারীর অধিকার নিয়ে, তিনি বিয়ে করলেন
একই পেশার এক সহকর্মীকে, দুজনের ইচ্ছায় গোপনীয়তা বজায় রেখে ।তারপর স্বামী মা অসুস্হ বলে বাড়ী গেলেন
এরপর খবর এলো স্বামী অন্যএক নারীকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, স্ত্রী ছুটে গেলেন শশুর বাড়ী করনার এই মহা দুর্যোগে,
জানতে পারলেন যৌতুক দিতে পারলে এই বিয়ে টিকবে না হলে শশুরবাড়ী মানবে না , শাশুড়ী ভালো আছেন
তার কোন অসুস্হতা নেই ।
এই কষ্টদায়ক যন্ত্রনার সময়ে যাত্রার বিড়ন্বনায় অনাগত শিশুটি মারা গেল ।



পাদটীকা *** মা দিবসের প্রার্থনা , মায়েরা এমন অবস্হা থেকে যেন মুক্তি পায়, তাদের কেউ জংঙ্গলে ফেলে না আসে
আর বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম না খুঁজে ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের জন্য দিবস বেড়ে যাচ্ছে। মা আছে, মায়ের ভালোবাসা আছে চিরন্তন।

১০ ই মে, ২০২০ সকাল ১১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা দিবস আমরা অনেক দিন যাবত পালন করি,
........................................................................
লাভ করে ব্যবসায়ীরা,
বাস্তবতা হলো এজন্য কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্হা গড়ে উঠে নাই
যেন বিপদেও মা কে ছেড়ে না যাই ।

২| ১০ ই মে, ২০২০ সকাল ১১:২২

আলোকরশ্মি22 বলেছেন: কোন দিবসে মাতা পিতার ভালোবাসা বাড়িয়ে কমিয়ে দিতে পারে না। বাবা মা কে ভালোবাসতে হবে জীবের সর্ব্যবস্থায় ।
আল্লাহ তায়ালা বলেন: “আমার কৃতজ্ঞতা এবং তোমার পিতা-মাতার কৃতজ্ঞতা আদায় কর।” [সূরা লোকমানঃ ১৪]
কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কিন্তু পিতা-মাতার কৃতজ্ঞতা আদায় না করে তবে তা আল্লাহর নিকট প্রত্যাখ্যাত। সে কারণেই মহাগ্রন্থ আল কুরআনে একাধিকবার আল্লাহর আনুগত্যের নির্দেশের সাথে সাথে পিতা-মাতার আনুগত্য করার প্রতি নির্দেশ এসেছে। ধ্বনীত হয়েছে তাদের সাথে খারাপ আচরণ করার প্রতি কঠিন হুশিয়ারী। তা যে কোন কারণেই হোক না কেন। ইরশাদ হচ্ছে:“তোমরা আল্লাহর ইবাদত কর। এবং তার সাথে কাউকে শরীক কর না আর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর।” [সূরা নিসাঃ ৩৬]

১০ ই মে, ২০২০ সকাল ১১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা মুসলিম প্রধান দেশ,
তারপরও এমন ঘটনা ঘটল যে, ছেলে মাকে
চিকিৎসা দিতে না পেরে, জঙ্গলে রেখে আসে ।

.........................................................................................
আমার বনির্ত সকল ঘটনা সত্য ও চলমান।

৩| ১০ ই মে, ২০২০ সকাল ১১:২৫

রাফা বলেছেন: লেখাটা মনে হয় এলোমেলো হয়ে গেছে । মহাখালি বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি মায়ের জন্য নিউজিল্যান্ডের ২০,০০০.০০ টাকা কি দরকার ! একটু রিভিশন দিন লেখাটায়।

১০ ই মে, ২০২০ সকাল ১১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে তিনটি ঘটনা উল্লেখ করা হয়েছে
....................................................................
সবখানে মা আর তার সন্তানের মানসিক অবস্হার পাশাপাশি
সামাজিক দ্বায়বদ্ধতার ও দুরবস্হা তুলে ধরা হয়েছে ।

৪| ১০ ই মে, ২০২০ সকাল ১১:৫৮

আলোকরশ্মি22 বলেছেন: আমরা মুসলিম প্রধান দেশ,তারপরও এমন ঘটনা ঘটল যে, ছেলে মাকে চিকিৎসা দিতে না পেরে, জঙ্গলে রেখে আসে ।
আপনি খোঁজ নিয়ে দেখুন তারা কেই সুখে নেই ,তারা দুনিয়াতে লাঞ্ছনার জীবন কাটাতে রয়েছে আর পরকালে কঠিন শাস্তি বেবস্থা করে রেখেছে মহান আল্লাহ

১০ ই মে, ২০২০ দুপুর ১:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরকাল চিন্তায় থাকলে এমন ঘটনার সুযোগ থাকতনা ।
.......................................................................................
এছাড়াও ঢাকায় এমন ঘটনা ঘটছে যে, ছেলে লেখাপড়া করে ঢাকায় ভালো চাকুরী
করছে কিন্ত বউ এর আপত্তির কারনে বাবা মার বাসায় কোন জায়গা হয়না ।

৫| ১০ ই মে, ২০২০ দুপুর ১২:০৫

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।

১০ ই মে, ২০২০ দুপুর ১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোনও স্বার্থপরতা ছাড়াই সন্তানের জন্য তিনি যা করেন তার জন্য আপনার মাকে ধন্যবাদ জানাতে এবং তার
শর্তহীন ভালবাসা এবং স্নেহ প্রদর্শন করার জন্য মাদার্স ডে পালন করা গুরুত্বপূর্ণ। মা হ'ল সন্তানের প্রথম বন্ধু যার সাথে সে সমস্ত আনন্দ, বেদনা, আবেগ এবং সুখ ভাগ করে দেয়।

.............................................................................................................................................
আজকাল মায়েরা ভাইরাস আক্রান্ত হচ্ছে, বাসার যে ছেলে আয়-রোজকার করে তার প্রতি মায়ের যত্ন একটু
বেশী থাকে ।

৬| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: তিনটা ঘটনাই দুঃখজনক।

১০ ই মে, ২০২০ দুপুর ২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১ম ঘটনার ছেলেটি আজও ফোনে কথা বলছে মাকে নিয়ে
চিকিৎসা ব্যয় নির্বাহ ও অগ্রগতি সম্পর্কে ।

৭| ১০ ই মে, ২০২০ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: মা দিবসের প্রার্থনা কবুল হোক।

১০ ই মে, ২০২০ দুপুর ২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সন্তানের জন্য মা যা করেন তা সর্বদা শর্তহীন ভালবাসা এবং স্নেহ প্রদর্শন
........................................................................................................
কিন্ত যখন কোন কোন সন্তান নিজ স্বার্থে দুরে রাখে তখন কি মা
শর্তহীন ভালবাসা এবং স্নেহ প্রদর্শন করতে পারে ?

৮| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:০৮

করুণাধারা বলেছেন: ঘটনাগুলো সত্যি জেনে খুব খারাপ লাগলো। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুন।

১০ ই মে, ২০২০ বিকাল ৩:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা তখনো কেঁদেছিলেন
সন্তান ভাত খায় না বলে,
মা এখনো কাঁদছেন সন্তান
ভাত দেয় না বলে,

..........................................................

৯| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫১

সোহানী বলেছেন: ঘটনা ১: বাংলাদেশে বক্ষবেদী হাসপাতালে যক্ষা চিকিৎসার জন্য কোন টাকা লাগে না। যক্ষা চিকিৎসার ওষধ দেশে সম্পূর্ণ ফ্রি।

ঘটনা ২: নিউজিল্যান্ড এ অনেক কম কিন্তু ইতালীতে ভয়াবহভাবে বৃদ্ধরা মারা গেছেন। ডাক্তাররা বাধ্য হয়ে কম বয়সীদের চিকিৎসায় প্রায়োরিটি দিয়েছে।

ঘটনা ৩: এটা বাংলাদেশের জন্য খুব সাধারন ঘটনা। এ দেশের বোকা মেয়েগুলো নিজের ভালোও বুঝে না। আর লম্পট ছেলেগুলো এর লাভ উঠিয়ে নেয় হাড়ে হাড়ে।

১১ ই মে, ২০২০ রাত ২:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশেষে আপনার মন্তব্য পেয়ে আশা পূর্ণ হলো, ধন্যবাদ ।
..............................................................................................................
ঘটনা =১ : আমরা বাহির থেকে সে রকম জানি, বলা হচ্ছে সিটি স্ক্যান করতে হবে(৭০০০)
আমাদের ব্যবস্হা নাই, এক্স রে করাতে হবে আমাদের লোকজন নাই, বেড চার্জ প্রতিদিন =৩০০ টাকা
ঘটনা =২: মাত্র ২১ জন মারা গেছে ঐ দেশে ,চিকিৎসা ব্যবস্হা খুবই ভালো তারপরও
মা হারানো বেদনা র্শ্পশৃ সবাইকে ।
ঘটনা=৩: নারীর অধিকার আন্দোলন নেত্রীকে বোকা বলি কি ভাবে ?


১০| ১১ ই মে, ২০২০ বিকাল ৩:৫১

ওমেরা বলেছেন: ঘরে ঘরে সব মায়েরা ভালো থাকুন কামনা থাকলো।

১১ ই মে, ২০২০ বিকাল ৪:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খোকা মাকে শুধায় ডেকে–
“এলেম আমি কোথা থেকে,
কোন্‌খানে তুই কুড়িয়ে পেলি আমারে।’
মা শুনে কয় হেসে কেঁদে
খোকারে তার বুক বেঁধে–
“ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে।

..................................................................
ধন্যবাদান্তে

১১| ২১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে....

২১ শে মে, ২০২০ বিকাল ৫:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই, মায়ের মুখখানি সকলের প্রিয়,
...............................................................
একই সাথে সকল মায়ের মুখখানি হাসিমুখ দেখতে পেতাম
তাহলে জন্ম আমার সার্থক হতো ।

১২| ২১ শে মে, ২০২০ রাত ১১:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: আজকে মা দিবস নাকি?

২২ শে মে, ২০২০ ভোর ৫:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা দিবস গিয়েছে ১০ দিন আগে,
.................................................................................
আপনি দর্শন র্চচা করতে গিয়ে মহাকাশ ভ্রমন করছিলেন
তাই আরকি !
সময়টা ধরতে পারছেন না, হা হা হা
আপনার লেখাটা (ডুকতিগ পইক্যা) দারুন, মজা করে পড়লাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.