নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
এক্সিম ব্যাংকের এমডিকে হুমকি সিকদার গ্রুপের
‘গুলি করে জন্মের মতো খোঁড়া করে দিব’
আজকের প্রথম আলোর হেড লাইন ।
সংক্ষপ্তি সংবাদ : ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন
সিকদার গ্রুপের দুই পরিচালক। শুধু তাই নয়, তাঁরা পদস্থ দুই ব্যাংক কর্মকর্তাকে বনানীর একটি বাসায় জোর করে আটক রেখে নির্যাতন করেন এবং সাদা কাগজে সই নেন। গুলশান থানায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এই অভিযোগ করা হয়েছে।
অস্ত্রের মুখে জিম্মি করে ঋণ দিতে এক্সিম ব্যাংকের এমডিকে চাপ
বিদেশি নিরাপত্তাকর্মীদের দিয়ে নির্যাতনের হুমকি
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা
পুলিশ বলছে দুই ভাই পলাতক
ঘটনাটি ঘটেছে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১১ নম্বর সড়কের সিকদার হাউসে গত ৭ মে। মূলত এক্সিম ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ চেয়ে সময়মতো না পাওয়াতেই চলে এ নির্যাতন। এ ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তা, আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।
করোনা কান্ডে দেশবাসী এমনিতেই মানসিক ভাবে বিব্রত অসুস্হ, আমার বাসায় সকলে মৃত্যু মিছিল দেখে
দিন দিন অসুস্হ হয়ে পড়ছে, এরুপ অবস্হায় এধরনের সন্ত্রাস কোন সভ্য দেশে হতে পারে কি ?
সুত্র : ২৭শে মে প্রথম আলো
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যবসায়ীরা নিয়ম মেনে ঋণ নিবেন এটাই প্রত্যাশা,
তাছাড়া বাংলাদেশ ব্যাংক অভিবাবক হিসাবে আছেন,
যদি এক্সিম ব্যাংকের আচরন সঠিক না হয় ; তা দেখার আইন তো আছে ।
২| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:৩৮
আমি সাজিদ বলেছেন: আমলা কামলা আর ব্যবসায়ীর দেশ। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো রাজপুত্রদের দেশ। তিন চারটা পরিবারের দেশ, বাংলাদেশ!
২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ধারনা সঠিক নয়,
সারা বিশ্বে ব্যবসার ক্ষেত্রে কিছু প্রভাব প্রতিপত্তি চলে,
সময়ের চাকায়, যখন যে দল ক্ষমতায় থাকবে তারা একটু বেশি
সুবিধা নেয়, তাই বলে ব্যাংক খাতকে গুলি করে খোঁড়া করে দেবে
.........................................................................................
এটা অসুস্হ ও অন্ধ মানসিকতা, কোন সুস্হ লোক মেনে নিতে পারবে না ।
৩| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: ব্যাংক লুটেরাদের এখনই থামাতে হবে।
২৭ শে মে, ২০২০ দুপুর ১২:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারের কাছ থেকে কঠিন পদক্ষেপ আশাকরি ।
৪| ২৭ শে মে, ২০২০ দুপুর ১:৫১
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: মূল্যবান পোষ্ট। ভালোলাগা একরাশ।
২৭ শে মে, ২০২০ দুপুর ২:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশের অর্থনীতি সঠিক ভাবে চলুক তা সকলের প্রত্যাশা
........................................................................................................
এদের কারনে সরকার কোন দিনই জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না ।
৫| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাশিয়া বলেছেন: বাচ্চাদের হাতে লাঠি আর ঋণগ্রহীতার হাতে পিস্তল - একই কথা।
এই ঘটনাকে আপনি বালসুলভ আচরণ বলে উড়িযে দিতে চান। দেশটা কি মগের মুল্লুক মনে হয়?
সঠিক ব্যাখ্যা চাই !!
ঋণ না পাওয়াতে এমন নির্লজ্জ হুমকি কোন ভাবেই মেনে নেওয়া যায়না। সুষ্ঠ তদন্তের মাধ্যেমে
এই হুমমকির বিচার প্রত্যাশা করছি।
২৭ শে মে, ২০২০ দুপুর ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঋণ না পাওয়াতে এমন নির্লজ্জ হুমকি কোন ভাবেই মেনে নেওয়া যায়না।
সুষ্ঠ তদন্তের মাধ্যেমে এই হুমকির বিচার প্রত্যাশা করছি।
.................................................................................................
যে কোন বিবেকবান মানুষ তাই চাইবে ।
৬| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:০৭
খাঁজা বাবা বলেছেন: আমড়া গাছে আমড়াই ধরে, আম না
২৭ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার বক্তব্য পরি স্কার ভাবে বলুন,
করো প্রতি আপনার কষ্ট থাকতে পারে
..........................................................................
দেশে ব্যাংক খাতে বেশ কিছু অনিয়ম হয়েছিল অনেক আগে; সেটা
বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা , তাই বলে এখনও কি তাই চলছে ?
অবশ্যই না ।
৭| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:০২
খাঁজা বাবা বলেছেন: ন্যায় বিচারের অভাব
কিছু মানুষের কাছে আইন পাশ কাটানোর পরশ পাথর আছে, যা এদের আরো বেপরোয়া করে দিচ্ছে
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহমত, তা সব দেশেই আছে,
যাদের কেরামতিতে ব্যাংক বোকার মত সব দিয়ে দেয়,
..................................................................................
আইন কি বলে ? আপনার অপরাধে যদি বাদী অভিযোগ তুলে নেয়
তাহলে কি বিচারক তাকে শাস্তি দিতে পারে ???
৮| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
সব ব্যাংকগুলো থেকে এইভাবে ডাকাতী করেছে বাংলাদেশের বড় ব্যবসায়ী। শিকদার গ্রুপ থেকে বসুন্ধরা, সবগুলোকে কেড়ে নিয়ে পাবলিক কোম্পানী করে, সাধারণ মানুষের মালিকানায় আনা না হলে, জাতির সম্পদ ডাকাতীর বিচার হবে না।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হয়তো এমন একদিন আসবে,
জনগণের সম্পদ কেড়ে নিয়ে যারা সম্পদের পাহাড় গড়ছেন
হিসাব দিতে হবে কঠিন ভাবে ।
৯| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪১
খাঁজা বাবা বলেছেন: বাদীকে যাতে কোন চাপে অভিযোগ তুলে নিতে নায় হয় সেটা নিশ্চিত করার দায় কার?
আমাদের দেশে শক্তিমানের বিপক্ষে থানায় কোন ফৌজদারী অভিযোগ জানানো যায় না, পুলিশ অভিযোগ নেয় না।
আদালতে মামলা করলেও তা তুলে নিতে হয়, বা শেষ মেশ বিচার প্রভাবিত হয়।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে জনগনের বিবেক দুর্বল সেখানে এরকম ঘটতে পারে
.................................................................................
হ্যাঁ বিচার অনেক দীর্ঘ লয়ে চলে যা বিচার বলে না,
বিচারকরা তা জানেন, কিন্ত সমাধান করতে পারছেন না ।
১০| ২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫
খাঁজা বাবা বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সব ব্যাংকগুলো থেকে এইভাবে ডাকাতী করেছে বাংলাদেশের বড় ব্যবসায়ী। শিকদার গ্রুপ থেকে বসুন্ধরা, সবগুলোকে কেড়ে নিয়ে পাবলিক কোম্পানী করে, সাধারণ মানুষের মালিকানায় আনা না হলে, জাতির সম্পদ ডাকাতীর বিচার হবে না।
মালিকানা জনগনের থাকলেও পরিচালনায় লুটেরারাই থাকবে।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আইনকে সঠিক পথে হাটতে দিন
........................................................
এর সমাধান পাবেন ।
১১| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৮
নেওয়াজ আলি বলেছেন: এরা তো ডাকাতের বাপ ।
২৮ শে মে, ২০২০ রাত ১২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধুমাত্র ৬মাস শক্ত হাতে্ আইন প্রয়োগ করলে,
এরকম ঘটনা আর ঘটবে না ।
...........................................................................
উন্নত দেশগুলিতে এরকম উদাহরন আছে ।
১২| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরকারের কাছ থেকে কঠিন পদক্ষেপ আশাকরি ।
সরকার এখন করোনা নিয়ে বেড়াছেড়ার মাঝে আছে।
২৮ শে মে, ২০২০ রাত ১২:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরজন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নাই ।
.........................................................................
বাংলাদেশ ব্যাংক ব্যবস্হা নেবার জন্য যথেষ্ট ।
১৩| ২৮ শে মে, ২০২০ ভোর ৫:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই দুই চিজের বাপও কম ছিল না। শিকদার মেডিকেলের ডাক্তাররা থরহরি কম্পমান থাকতো মালিকের চড়থাপ্পড়ের ভয়ে।
২৮ শে মে, ২০২০ দুপুর ২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কম বেশী হলে ও কিছু শ্রদ্ধাবোধ ছিল, যেহেতু এসব প্রতিষ্ঠান সেবামূলক কাজ করছে
............................................................................................................
কিন্ত এতটা অস্মানজনক আচরন জানা ছিলনা ।
১৪| ২৮ শে মে, ২০২০ ভোর ৫:৫৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক ও পুঁজিপতিদের ক্যারিয়ারে অদ্ভুত বৈপরীত্য লক্ষণ করা যায়। পুঁজিপতি ও বিত্তশালীদের অধিকাংশই উঠে আসছে একদম তৃণমূল থেকে । যাদের কিচ্ছু ছিল না, কিন্তু ভূমিদস্যুতা, জনগণের সম্পদ ও ব্যাংকের অর্থ লুট করে অনেকেই প্রচুর অর্থ, খ্যাতি ও ক্ষমতার অধিকারী।
অন্যদিকে রাজনীতিতে তৃণমূল থেকে ত্যাগী কর্মী আর নেতৃত্বের উচ্চস্তরে যেতে পারছে না। নেতৃত্ব ও নির্বাচনে নমিনেশন এগিয়ে আছে রাজনৌতিক ঐতিহ্য বা ক্যারিয়ার বিবর্জিত সেই পুঁজিপতি শ্রেণীই। প্রধান রাজনৈতিক দলগুলোর সবকটিই এই সকল লুটেরা শ্রেণীকেই ক্ষমতার কেন্দ্রে আসার পথ করে দিচ্ছে।
২৮ শে মে, ২০২০ দুপুর ২:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুঁজিপতি ও বিত্তশালীদের অধিকাংশই উঠে আসছে একদম তৃণমূল থেকে
....................................................................................................................
এটা সবদেশেই আছে, রাজনীতিতে তৃণমূল থেকে নেতারা আসবেন এটাও গনতন্ত্রে র কথা,
সবাই আইন মেনে চলবেন , যার যে কাজ তিনি তা সুষ্ঠু ভাবে পালন করলে বিপত্তি ঘটেনা,
আমরা নিউজিল্যান্ড, কানাডা, জার্মানী দেখতে পারি , সেখানে তো ব্যবসায়ীরা আছে ।
১৫| ২৮ শে মে, ২০২০ সকাল ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: এমন ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন। অন্যথায় সমাজ লুটেরাদের দখলে চলে যাবে।
২৮ শে মে, ২০২০ দুপুর ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।
...................................................................
মামলা হয়েছে পক্ষ বিপক্ষর বক্তব্য আসছে,
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে , আদালতের রায় ও শাস্তি কি হয়,
আমরা সেজন্য অপেক্ষা করতে পারি ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:২৮
রাশিয়া বলেছেন: বাচ্চাদের হাতে লাঠি আর ঋণগ্রহীতার হাতে পিস্তল - একই কথা।