নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
-----------------------::: সমবায় সমিতি গঠন কিভাবে করবেন ::: ------------------------------
সমবায় সমিতি হচ্ছে গণতান্ত্রিকভাবে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান । যার মাধ্যমে এর সদস্যরা তাদের আর্থ-সামাজিক
অবস্হার উন্নয়ন ঘটিয়ে থাকে । একটি বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সমবায় সমিতি সংগঠন ও নিবন্ধনের জন্য
নিম্নবর্ণিত পদ্ধতি ও নিয়মাবলী অনুসরন করতে হবে :-
১) সমবায় সমিতি আইন ,২০০১ (সংশোধিত ২০০২ ও ২০০৩) এর ধারা ৮(১) (ক) অনুযায়ী নুন্যতম ২০(বিশ)
জন একক ব্যক্তি এবং যার উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতি সদস্যদের আর্থ-সামাজিক অবস্হার উন্নয়ন ।
সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ এর বিধি ১১ (খ) অনুযায়ী সদস্য হবার যোগ্যতা কমপক্ষে ১৮ বৎসর ।
২) সমিতি নিবন্ধনের শর্ত হিসেবে সকল সদস্যদের অংশগ্রহনে সাংগঠনিক সভায় বিস্তারিত আলোচনা হবে এবং
সিদ্ধান্তবলী সত্যায়িত করে নিবন্ধনের জন্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।
৩) উপজেলা / জেলা সমবায় অফিস থেকে একটি নমুনা উপ-আইন সংগ্রহ করা যেতে পারে । এই উপ-আইন হবে সমিতি
পরিচালনার দলিল ।যা সমিতির সদস্যগণ নিজেরাই প্রণয়ন করবেন ।এখানে কমপক্ষে ২০ জন সদস্য সহি স্বাক্ষর করবেন ।
উপ-আইন অবশ্যই আইন ও বিধিমালার সহিত সঙ্গতিপূর্ণ হতে হবে ।
৪) বিধি ১২ অনুযায়ী কর্ম এলাকা হতে হবে নিবিড় ও সংলগ্ন।মাঝে একটি এলাকা বাদ দিয়ে অন্য এলাকা নির্ধারন করা যাবে না ।
৫) বিধি ৫(৩) অনুযায়ী নির্ধারিত পরিমাণ পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে । প্রাথমিক সমিতি নিবন্ধনের ক্ষেত্রে এ মুলধন হবে সাধারনত কমপক্ষে ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা । বিধি ১১(ক) অনুযায়ী অনুন্য ০১টি শেয়ার ক্রয়সহ শেয়ার মূল্যর সমপরমিান অর্থ সমিতিতে সঞ্চয়ী হিসাবে জমা প্রদান ব্যতীত কোন ব্যক্তি সমবায় সমিতির সদস্য হবার উপযুক্ত হবেন না ।
৬) প্রাথমিক সমিতি নিবন্ধনের পূর্বেই জমা খরচ বহি, শেয়ার ও সঞ্চয় রেজিষ্টার, সাধারন রেজিষ্টার,লোন বা অগ্রিম রেজিষ্টার ,
রেজুলেশন বহি (সপ্তাহিক,ব্যবস্হাপনা কমিটি ও সাধারণ সভার বহি) নোটিশ বহি ইত্যাদি সংরক্ষণ করতে হবে ।
অবশ্যই ব্যাংকে একটি হিসাব খুলতে হবে । এ ব্যাপারে বিধি ৫৫ ও ৫৬ অনুযায়ী তালিকা অনুসরন করতে হবে ।
৭) সমবায় বিধি ৫(২) অনুযায়ী সমিতির প্রকৃতি অনুযায়ী ৫০/-,৩০০/-,১০০০/-,৩০০০/-, বা ৫০০০/- টাকা নিবন্ধন ফি চালানের
মাধ্যমে জমা দিয়ে কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।
৮) সাংগঠনিক সভায় সমিতির কার্য পরিচালনার জন্য ব্যবস্হাপনা কমিটির ( ৬/৯/১২ জন সদস্য বিশিষ্ট) একটি প্রস্তাব তৈরী
করতে হবে ।
৯) সমিতি নিবন্ধনের ক্ষেত্রে প্রাক-কার্যাদি সম্পাদনের পাশাপাশি সমবায় সমিতি বিধিমালা ,২০০৪ এর বিধি ৫(১) অনুযায়ী নির্ধারিত
আবেদন ফরম - ১ পূরণ করতে হবে । প্রত্যেক সদস্য নিজে সকল তথ্য পূরণ করবে । প্রয়োজনে ছবি ও মোবাইল নম্বর থাকবে
১০) কাগজপত্র তৈরী হলে সংশ্লিষ্ট উপজেলা/ মেট্রোপলটিন থানা সমবায় অফিসে জমা প্রদান করতে হবে ।সংশ্লিষ্ট উপজেলা/
থানা সমবায় অফিস প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা , যাচাই বাছাই করে সংশ্লিষ্ট জেলা সমবায় অফিসারের নিকট নিবন্ধনের
জন্য তা প্রেরন করবে । নিবন্ধনকারী কর্তৃপক্ষ আইনের ধারা ১০,১১,ও ১২ এবং বিধি ৬ যথাযথভাবে অনুসরন করবে ।
১১) নিবন্ধন গ্রহন না করে সমবায় নাম ব্যবহার করে এর কার্যক্রম পরিচালনা করা হলে তা আইনের ধারা ৯ অনুযায়ী কারাদন্ড বা
অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় অপরাধ হবে ।
১২) সমিতিটি নিবন্ধন নেয়া অর্থ হচ্ছে সমিতি যে সকল কাজের সাথে সম্পৃক্ত হয়ে অর্থনৈতিক ও সামাজিক কার্যাদি পরিচালনা
করতে ইচ্ছুক তার আইনগত অনুমোদন নেয়া । উপ-আইন সম্পর্কে সকল সদস্যর ধারনা থাকা আবশ্যক এবং সকল সদস্যের
জ্ঞাতার্থে প্রয়োজনীয় পদক্ষেপ ও গ্রহন করা দরকার । সমিতি নিবন্ধনের পূর্বে সংক্ষিপ্ত প্রশিক্ষণে অংশগ্রহন করা প্রয়োজন ।
সমবায় সমিতি গঠন করে সার্থকভাবে টিকে থেকে উৎপাদনশীল কর্মকান্ড পরিচালনার মাধ্যমে অনুকরনীয় দৃষ্টান্ত স্হাপনে
গতিশীল ভূমিকা রাখতে হবে ।
.................. Complaint committee meeting - Bangladesh Co-operative Bank Limited ................
তথ্য সূত্র : সমবায় তথ্য বাতায়ন, ঢাকা ।
( লেখাটির সুত্রপাত শ্রদ্বেয় ব্লগার চাঁদগাজী ও অন্যান্য ব্লগার এই বিষয়ে জানতে চাচ্ছেন, তাই কর্তৃপক্ষর নিকট অনুরোধ
যেন অধিক সংখ্যক ব্লগার বিষয়টি প্রথম থেকে পড়তে পারেন এবং বুঝে শুনে অতপর সমবায় ব্যবসা করতে আগ্রহী হবেন। )
২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার প্রাথমিক ইচ্ছা পূরণ করতে পেরে আমার ভালো লাগছে
.............................................................................................
টাইপ করার কষ্ট ও সময়ের কারনে অনেক সময় ভালো ভালো লেখা
লিখতে পারিনা ।
ইচ্ছে ছিল অষ্ট্রেলিয়া ভ্রমন কাহিনী লিখব, কিন্ত লেখার । ।আলসেয়েমীর
জন্য এখনও হলো না ।
২| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
কয় ধরণের সমিতি (সমিতির প্রক্বতি?) আছে, উহা পরিস্কার হয়নি। বুঝা যাচ্ছে যে, সমতির টাইপ অনুসারে, ৫০ টাকা থেকে ৫০০০ টাকা অবধি রেজিষ্ট্রেশন ফি আসবে। টাইপগুলো জানা থাকলে, এই পোষ্টে যোগ করুন; ধন্যবাদ।
সমবায়ের জন্য যেই কোন ব্যাংক ব্যব হার করা যাবে?
২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কয় ধরণের সমিতি (সমিতির প্রক্বতি?) আছে, উহা পরিস্কার হয়নি।
................................................................................................
সে কারনে আমি প্রথম থেকে বলছি যে, পর্বগুলি পড়তে থাকুন তাহলে
পরিস্কার ধারনা আসবে,
তাই অপেক্ষা করতে হবে আরও পর্বর জন্য ।
৩| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
ম্যানেজমেন্ট কমিটিতে কত জন( মিনিমাম) থাকতে হয়, পদগুলো কি কি?
কোন সদস্য সমবায় ত্যাগ করার সময়, তার শেয়ার মুল্য হিসেবের জন্য "সমবায় আইনের কোন ফর্মুলা" আছে?
আরো প্রশ্ন আসবে ক্রমেই।
আপনাকে আবারো ধন্যবাদ।
২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরো প্রশ্ন আসবে ক্রমেই।
............................................................................
আমি ও বলছি প্রশ্ন আরও আসবে উত্তর পাবেন ধাপে ধাপে ।
৪| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ব্লগার চাদগাজীর এই ইচ্ছাটা পূরন হোক। সাথে আছি।
২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার চাদগাজীর এই ইচ্ছাটা পূরন হোক। সাথে আছি।
...................................................................................
আপনাকে টীম লিডার বানায়ে দেয়া হোক,
তাহলে আনন্দ আরও পাবেন ।
৫| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
একজন সদস্য সর্বাধিক কত শেয়ারের মালিক হতে পারবেন?
২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন সদস্য সর্বাধিক কত শেয়ারের মালিক হতে পারবেন?
.........................................................................................
এজন্য উপ-আইন পড়া ও মুখস্ত করতে হবে ।
৬| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ; আগামী পোষ্টে এবারের প্রশ্রগুলো উত্তর দে্যার চেষ্টা করবেন।
আপনি কি এখন দেশের বাইরে, নাকি দেশে?
২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এখন ঢাকার বাহিরে তাই
পরের পোষ্ট দিতে একটু সময় লাগবে ।
৭| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: উপকারী পোস্ট, ধন্যবাদ।
২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: উপকারী পোস্ট, ধন্যবাদ।
.................................................................
ধন্যবাদ, আসুন সমবায় করি ।
৮| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৯:১৭
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ। অনেক কিছুই পরিস্কার হচ্ছে।
২৭ শে জুলাই, ২০২০ রাত ১:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পড়তে থাকুন আশা করি আরও পরিস্কার হবে ।
৯| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭
নক্ষত্র নীড় বলেছেন: দরকারি কথার জন্য অনেক ধন্যবাদ ।
৩১ শে জুলাই, ২০২০ রাত ১:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায়, একটি সমন্বিত শক্তির উৎস
..............................................................
যদি সঠিক প্রয়োগ করা যায়,
জীবন যাপনের চাকা ঘুরে যেতে পারে ।
১০| ০১ লা আগস্ট, ২০২০ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা।
আপনি কি ব্যস্ত?
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
..............................................................................
সকল ব্লগারদের প্রতি ও থাকল ঈদ মোবারক ।
ঢাকায় ফিরেছি, আজ পর্যন্ত ব্যস্তায় কাটল
আশাকরি পরবর্তী পর্বর লেখা শুরু করতে পারব ।
...............................................................................
তবে লেখাগুলি নির্বাচিত পাতায় না আসায় ব্যাপক আলোচনা
পর্যালোচনা থেকে বন্চিত হয়েছে
১১| ০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১০:২৯
নিয়ামুলবাসার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার জন্য। আপনাদের সকলের সুবিধার্থে একটি নমুনা উপ-আইনের লিংক দিচ্ছি। আপনাদের উপকারে আসলে ভালো লাগবে। আবারও ধন্যবাদ লেখককে সময়োপযোগী একটি পোস্ট দেওয়ার জন্য্।
https://www.somewhereinblog.net/blog/neyamulbasar/30021111
০৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
.....................................................................
আপনার আগ্রহ আমাদের পথ চলতে সহায়তা করবে ।
উপ-আইন নিয়ে অনেক যুদ্ধ চলছে, বিভিন্ন সময়, অনেক
কারনে এসব আইন প্রয়োগের ফলে সমবায়ীদের কাজ করতে
অনেক অসুবিধা হচ্ছে, সে কারনে এখনও সংশোধণী মন্ত্রণালয়ে যাচাই
বাছাই চলছে ।
................................................................................................................
আশা করছি কিছু দিনের মধ্যে সমবায়ীদের ইচ্ছে পুরন করে সংশোধীত আইন পাশ হবে ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
নিবন্ধন শর্তসমুহ: নিবন্ধন ফি, নিবন্ধন অফিস, প্রাথমিক মুলধন, ন্যুনতম সদস্য সংখ্যা, ন্যুনতম শেয়ার, ব্যবস্হাপনা কমিটি সম্পর্ক মোটামুটি পরিস্কার হয়েছে।